
এবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-কে নিয়ে একটি পোস্ট ভাইরাল হলো সোশ্যাল মিডিয়াতে।
বেশ কিছু ফেসবুক ব্যবহারকারী দাবি করেছেন, "ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের পরলোকগমনে শোকস্তব্ধ। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।"
একই দাবি সহ আর্কাইভ দেখতে পাবেন এখানে ও এখানে।
তদন্তে নেমে আমরা কিওয়ার্ড সার্চ করে খুঁজে দেখার চেষ্টা করি যে এমন কোনও খবর কোনও সংবাদমাধ্যম প্রকাশ করেছে কিনা। দেখা যাচ্ছে দ্য হিন্দু সহ বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে যে মঙ্গলবার (৫ই এপ্রিল) নয়া দিল্লিতে কংগ্রেসের সংসদীয় দলের বৈঠক ছিল। এই বৈঠকে উপস্থিত ছিলেন মনমোহন সিং।
বিষয়টিকে আরও নিশ্চিত করতে আমরা মনমোহন সিং-এর আপ্ত সহায়কের সঙ্গে যোগাযোগ করি। "গত দু-মাস ধরেই মনমোহন সিংয়ের স্বাস্থ্য ভালো নেই। বর্তমানেও তার স্বাস্থ্যের অবস্থান একই রয়েছে," আজতক-কে জানান মনমোহনের আপ্তসহায়ক।
এখানে উল্লেখ্য, পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্বয়ং তাঁর ভেরিফাইড ফেসবুক পোস্ট থেকে মনমোহন সিংয়ের মৃত্যুসংবাদ ঘোষণা করেন। পরে অবশ্য তিনি তাঁর ফেসবুক পোস্টটি ডিলিট করে দেন।
সুতরাং, এই ফেসবুক পোস্টের দাবি বিভ্রান্তিকর।
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের পরলোকগমনে শোকস্তব্ধ। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।
মনমোহনের আপ্ত সহায়ক নিশ্চিত করেছেন যে দু'মাস ধরে অসুস্থ রয়েছেন মনমোহন এবং তাঁর বর্তমান শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি।