মিলন উৎসব নিয়ে বিভ্রান্তিকর দাবি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে

উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র পোস্ট করে কটাক্ষের সুরে দাবি, অনুষ্ঠানটি ভারতে নয় পাকিস্তানে হচ্ছে

Advertisement
মিলন উৎসব নিয়ে বিভ্রান্তিকর দাবি ভাইরাল সোশ্যাল মিডিয়াতেবিভ্রান্তিকর দাবি ভাইরাল

এবার মিলন উৎসব নিয়ে একটি ছবি ভাইরাল হলো সোশ্যাল মিডিয়াতে। 

এক ফেসবুক ব্যবহারকারী একটি ছবি পোস্ট করে দাবি করেছেন, "তালিকা দেখে হিন্দুস্তান নয় পাকিস্তান মনে হচ্ছে।" 

প্রসঙ্গত, এটি মিলন উৎসবের উদ্বোধনী অনুষ্টানের আমন্ত্রণপত্র। যেখানে উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত থাকবে যে বিশিষ্টরা তাঁদের একটি তালিকা দেওয়া রয়েছে। তালিকায় সিংভাগ সংখ্যালঘু বা মুসলমান সম্প্রদায়ের বলেই এই ব্যবহারকারী এই দাবি তুলেছেন।       

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।

তদন্তে নেমে আমরা প্রথমে এই আমন্ত্রণপত্রটি পুনরায় খুঁজে বের করি। দেখা যাচ্ছে, আমন্ত্রণপত্রে যে তালিকা রয়েছে তার সঙ্গে ফেসবুকের ভাইরাল হওয়া ছবিটি হুবহু মিলে যাচ্ছে। অর্থাৎ, ফেসবুক পোস্টে যেটি পোস্ট করা হয়েছে সেটি মর্ফ করা নয়। 

Milan Utsav

কিন্তু আমরা যে আমন্ত্রণপত্রটি খুঁজে পেয়েছি তার তলায় এই  অনুষ্ঠানের উদ্যোক্তাদের নাম রয়েছে। বলা হচ্ছে,ডাব্লিউবিএমডিএফসি নামের পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ একটি সংস্থা এই উৎসবের আয়োজন করে। 

এখান থেকে সূত্র ধরে আমরা কিওয়ার্ড সার্চ করে জানতে পারি ডাব্লিউবিএমডিএফসি আদতে ওয়েস্ট বেঙ্গল মাইনোরিটি এন্ড ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন, যেটি সংখ্যালঘু দপ্তরের অধীনস্থ। 

এর পর আমরা ডাব্লিউবিএমডিএফসি-র ওয়েবসাইটে গিয়ে দেখি যে সত্যিই তারা এই উৎসবের আয়োজন করে থাকে। 

WBMDFC

সুতরাং এই পোস্টের দাবি বিভ্রান্তিকর। এই উৎসব রাজ্যের সংখ্যালঘুদের উন্নয়নের স্বার্থে তৈরি ডাব্লিউবিএমডিএফসি আয়োজন করা থাকে। তাদের অনুষ্ঠানে সংখ্যালঘু বিশিষ্ঠজনদের উপস্থিতি বেশি থাকবে, এটাই স্বাভাবিক।
 

ফ্যাক্ট চেক

A facebook user

দাবি

কটাক্ষের সুরে দাবি, তালিকা দেখে হিন্দুস্তান নয় পাকিস্তান মনে হচ্ছে।

ফলাফল

এই উৎসব রাজ্যের সংখ্যালঘুদের উন্নয়নের স্বার্থে তৈরি ডাব্লিউবিএমডিএফসি আয়োজন করা থাকে। তাদের অনুষ্ঠানে সংখ্যালঘু বিশিষ্ঠজনদের উপস্থিতি বেশি থাকবে, এটাই স্বাভাবিক।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
A facebook user
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement