scorecardresearch
 

ফ্যাক্ট চেক: শেখ হাসিনার কপালে তিলক লাগানোর এই ছবিটি সম্পাদিত

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ছবিটি সম্পাদিত। আসল ছবিতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে তিলক লাগাতে দেখা যাচ্ছিল। 

Advertisement

গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে এসে আপাতত ভারতের অজ্ঞাতবাসে আশ্রয় নিয়ে দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তাঁর একটি ছবি এ বার বেশ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ছবিতে দেখা যাচ্ছে গেরুয়া বসনধারী কয়েকজন সন্ন্যাসীকে হাসিনার কপালে তিলক লাগিয়ে দিতে। 

ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে হাসিনা ভারতে এলেই হিন্দু হয়ে যান। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, "হায়রে বুবু যখন বাংলায় মুসলমান - হিন্দুতে হিন্দুস্তান-জয়রাম শ্রীকৃষ্ণ।"

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ছবিটি সম্পাদিত। আসল ছবিতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে তিলক লাগাতে দেখা যাচ্ছিল। 

কীভাবে জানা গেল সত্যি

শেখ হাসিনা যেহেতু মুসলিম সম্প্রদায়ভুক্ত, তাই তাঁর পক্ষে এই ধরনের হিন্দু ধর্মীয় আচার পালন না করাই স্বাভাবিক। দাবিটি নিয়ে তাই সংশয়ও হয়। যে কারণে আসল সত্যি জানতে ভাইরাল ছবিটিকে সবার প্রথম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে খোঁজা হয়। 

তখন ওই একই ছবি দেখতে পাওয়া যাওয়া জাতীয় কংগ্রেসের এক্স হ্যান্ডেলে পোস্ট করা অনেকগুলি ছবির একটিতে। এই ছবিতে গেরুয়া বসনে থাকা একই পূজারীদের একই অবস্থায় দেখা যাচ্ছে। শুধুমাত্র রাহুল গান্ধীর জায়গায় দেখা যাচ্ছে শেখ হাসিনাকে। যা থেকে কার্যত পরিষ্কার হয়ে যায় যে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে এডিট করে রাহুল গান্ধীর জায়গায় শেখ হাসিনার ছবি জুড়ে দেওয়া হয়েছে। 

সেই সঙ্গে ওই এক্স পোস্টে ভারত জোড়ো যাত্রার হ্যাশট্যাগ ব্যবহার করা হয় ও লেখা হয় যে ছবিটি শিবগিরি মঠের। সার্চ করে আমরা জানতে পারি যে শিবগিরি মঠ কেরলে অবস্থিত। ২০২২ সালে তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে এই কেরল হয়েই ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন রাহুল গান্ধী।   

২০২২ সালের ১৪ সেপ্টেম্বর প্রকাশিত এবিপি নিউজের একটি রিপোর্টেও এই ছবিটি দেখতে পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, ভারত জোড়ো যাচ্রার চতুর্থ দিনে রাহুল গান্ধী নিজের পদযাত্রা শুরু করার আগে তিরুঅনন্তপুরমে অবস্থিত শিবগিরি মঠে পৌঁছন এবং আধ্যাত্মিক ব্যক্তিত্ব এবং সমাজ সংস্কারক শ্রী নারায়ণ গুরুকে শ্রদ্ধাঞ্জলি জানান। 

অর্থাৎ এর থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে রাহুল গান্ধীর একটি ছবিকে এডিট করে তাতে শেখ হাসিনাকে জুড়ে মিথ্যে ও বিভ্রান্তিকর দাবি ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। 

 

ফ্যাক্ট চেক

Social Media Users

দাবি

ছবিতে দেখা যাচ্ছে শেখ হাসিনা হিন্দু ধর্মীয় আচার অনুযায়ী মাথা পেতে তিলক পরছেন। 

ফলাফল

ভাইরাল ছবিটি সম্পাদিত। আসল ছবিটিতে রাহুল গান্ধী ছিলেন। ২০২২ সালে ভারত জোড়ো যাত্রার সময় কেরলে তোলা এই ছবি। 

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Social Media Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের সংখ্যা 73 7000 7000 উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Advertisement