ফ্যাক্ট চেক: ওড়িশা রেল দুর্ঘটনায় ৬০ কোটি সাহায্য ধোনির? না, বিষয়টি গুজব মাত্র

ইদানীং সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট বেশ ভাইরাল হচ্ছে। যেখানে দাবি করা হচ্ছে, ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নাকি ওড়িশা ট্রেন দুর্ঘটনার পর দুর্গতদের সাহায্যার্থে ৬০ কোটি টাকার অনুদান দিয়েছেন।

Advertisement
ফ্যাক্ট চেক: ওড়িশা রেল দুর্ঘটনায় ৬০ কোটি সাহায্য ধোনির? না, বিষয়টি গুজব মাত্রফ্যাক্ট চেক: ওড়িশা রেল দুর্ঘটনায় ৬০ কোটি সাহায্য ধোনির? না, বিষয়টি গুজব মাত্র

ওড়িশার রেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৮৮ জনের মৃত্যু হয়েছে। গতকালই এই বিষয়টি নিশ্চিত করেছেন ওড়িশা সরকারের মুখ্যসচিব প্রদীপ জেনা। অন্যদিকে, এই দুর্ঘটনার পর থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেক তারাকারা।

এই নিয়ে ইদানীং সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট বেশ ভাইরাল হচ্ছে। যেখানে দাবি করা হচ্ছে, ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নাকি ওড়িশা ট্রেন দুর্ঘটনার পর দুর্গতদের সাহায্যার্থে ৬০ কোটি টাকার অনুদান দিয়েছেন।

ভাইরাল পোস্টে লেখা হয়েছে, "বলার কোনো ভাষা নেই, 60 কোটি টাকা আর্থিক সাহায্য করলেন ভারতীয় অন্যতম সেরা, প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। রেল দুর্ঘটনায় মৃত পরিবারদের।"

অনেক পোস্টে আবার দাবি করা হচ্ছে, দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সাহায্য করতে ধোনি ৬০ কোটি, অক্ষয় কুমার ৪০ কোটি ও বিরাট কোহলি ৩০ কোটি টাকা দান করেছেন।

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিম অনুসন্ধান করে দেখেছে যে, এই দাবিগুলি ভিত্তিহীন। এখনও পর্যন্ত ধোনি, অক্ষয় বা বিরাট, কারোর পক্ষ থেকেই অনুদান দেওয়ার স্বপক্ষে কোনও প্রমাণ নেই। পুরোটাই গুজব।

কীভাবে জানা গেল সত্যি?

মহেন্দ্র সিং ধোনি হন, বিরাট কোহলি বা অক্ষয় কুমার, এই নামগুলো এতটাই বড় যে তাঁদের ছোট-ছোট এবং খুঁটিনাটি বিষয় নিয়ে সংবাদ মাধ্যমে খবর বেরোয়। ফলে খুব স্বাভাবিকভাবেই, এই তারকাদের মধ্যে কেউ এমন বিরাট অঙ্কের অনুদান করলে, তা নিয়ে খবর হবে।

কিন্তু একাধিক কিওয়ার্ড সার্চ সত্ত্বেও এমন কোনও বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যমের খবর আমরা খুঁজে পাইনি, যেখানে উল্লেখ করা হয় যে ধোনি, বা এই তারকারা এমন বিপুল টাকা দান করেছেন।

এরপর আমরা এই তিন তারকার সোশ্যাল মিডিয়া পেজ ও হ্যান্ডেলগুলি খতিয়ে দেখা শুরু করি। সবার প্রথম মহেন্দ্র সিং ধোনির ফেসবুক পেজে গিয়ে আমরা দেখি তিনি গত ২ জুন, দুর্ঘটনার দিন দুপুরে নিজের ভ্যারিফায়েড পেজ থেকে একটি বাণিজ্যিক সংস্থার বিজ্ঞাপনী ভিডিয়ো পোস্ট করেছিলেন। এ বাদে দুর্ঘটনার পর আর কোনও পোস্ট করা হয়নি।

Advertisement

ধোনি নিজের ইনস্টাগ্রামে শেষ পোস্ট করেছিলেন গত ৮ ফেব্রুয়ারি, যেখানে তাঁকে ট্রাক্টরে চেপে চাষের কাজ করতে দেখা যাচ্ছে। সেখানেও ওড়িশা ট্রেন দুর্ঘটনা সংক্রান্ত কোনও পোস্ট নেই। এবং ধোনির কোনও ভ্যারিফায়েড টুইটার হ্যান্ডেলও নেই।

এরপর আমরা বিরাট কোহলি ও অক্ষয় কুমারের সোশ্যাল মিডিয়া পেজগুলি খুঁজে দেখি। তখন দেখা যায়, দু'জনেই দুর্ঘটনার পরের দিন অর্থাৎ গত ৩ জুন এই নিয়ে টুইট করেছিলেন। যেখানে তাঁরা দুঃখ প্রকাশ করেন ও দুর্ঘটনাগ্রস্তদের দ্রুত সুস্থতা কামনা করেন।

আরও কিছু কিওয়ার্ড সার্চ করে আমরা ওড়িশার প্রথম সারির সংবাদ মাধ্যম ও টিভি-র দুটি প্রতিবেদন খুঁজে পাই। যেখানে লেখা হয়, ধোনির ৬০ কোটি কোহলির ৩০ কোটি টাকা দান করার দাবিটি ভুয়ো।

এই নিয়ে আমাদের পক্ষ থেকে মহেন্দ্র সিং ধোনির ম্যানেজার মিহির দিবাকর এবং বিরাট কোহলির টিমের সঙ্গে ই-মেল মারফৎ যোগাযোগ করা হয়েছে। তাঁদের পক্ষ থেকে জবাব এলে এই খবরটি আপডেট করে দেওয়া হবে।

অর্থাৎ বোঝাই যাচ্ছে যে, কোনও প্রমাণ ছাড়াই ধোনির ৬০ কোটি, অক্ষয় কুমারের ৪০ কোটি ও বিরাট কোহলির ৩০ কোটি টাকা দান করার যে দাবি সোশ্যাল মিডিয়ায় করা হচ্ছে, তা পুরোপুরি মনগড়া।

 

ফ্যাক্ট চেক

Social Media users

দাবি

ওড়িশার ট্রেন দুর্ঘটনায় মহেন্দ্র সিং ধোনি ৬০ কোটি টাকা দান করেছেন। বিরাট কোহলি ও অক্ষয় কুমার যথাক্রমে ৩০ ও ৪০ কোটি টাকা দান করেছেন।

ফলাফল

তিনটি দাবিই গুজব। ধোনি, অক্ষয় বা বিরাট, কারোরই দান করার সমর্থনে কোনও প্রমাণ নেই। মনগড়া দাবি ছড়ানো হচ্ছে।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Social Media users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement