ফ্যাক্ট চেক: মুসলিম ব্যক্তির থেকে মাইক নিয়ে স্যানিটাইজ করার নেতানিয়াহুর ভিডিওটি কোভিড মহামারীর সময়ের

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক নয় এবং এর সঙ্গে জাতীগত বা ধর্মীয় বৈষম্যের কোনও সম্পর্ক নেই। বরং সেটি ২০২০ সালের ২৬ নভেম্বর কোভিড-১৯ মহামারীর সময় সতর্কতা হিসেবে বেঞ্জামিন নেতানিয়াহু তাঁর হাত স্যানিটাইজ করেছিলেন।

Advertisement
ফ্যাক্ট চেক: মুসলিম ব্যক্তির থেকে মাইক নিয়ে স্যানিটাইজ করার নেতানিয়াহুর ভিডিওটি কোভিড মহামারীর সময়ের

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একটি ভিডিও বেশ ভাইরাল হচ্ছে। যেখানে কোনও একটি অনুষ্ঠান চলাকালীন আরবের শেখদের পোশাক পরিহিত এক ব্যক্তির থেকে মাইক্রোফোন নেওয়ার মূহুর্তে তাঁকে প্রথমে নিজের হাত এবং পরে মাইক্রোফোনটি স্যানিটাইজ করতে দেখা যায়। ভিডিও-র শুরুতে ওই শেখ নেতানিয়াহু হাতে মাইক্রোফোনটি তুলে দেওয়ার জন্য এগিয়ে যান। কিন্তু ইজরায়েলের প্রধানমন্ত্রী দূরে দাঁড়িয়ে থাকা একজনকে হাত স্যানিটাইজ করার জন্য ইশারা করেন।

এরপর সেই ব্যক্তি নেতানিয়াহুর হাত স্যানিটাইজ করার পরেই তিনি মাইক্রোফোনটি হাতে নেন এবং নিজে সেটিকে স্যানিটাইজ করেন। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, সম্প্রতি আরবের এক মুসলিম ব্যক্তির থেকে মাইক্রোফোন নেওয়ার পর ধর্মীয় বিদ্বেষের কারণে বেঞ্জামিন নেতানিয়াহু নিজের হাত ও মাইক্রোফোনটি স্যানিটাইজ করেছেন। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “নে*তানিয়াহু অনুরোধ করে স্যানিটাইজার আনতে বললেন, কারণ একজন আমিরাতি মুস'লিম মাইক্রোফোনটি স্পর্শ করেছিলেন।” (সব বানান অপরিবর্তিত) 

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক নয় এবং এর সঙ্গে জাতীগত বা ধর্মীয় বৈষম্যের কোনও সম্পর্ক নেই। বরং সেটি ২০২০ সালের ২৬ নভেম্বর কোভিড-১৯ মহামারীর সময় সতর্কতা হিসেবে বেঞ্জামিন নেতানিয়াহু তাঁর হাত স্যানিটাইজ করেছিলেন। 

সত্য উন্মোচন

ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম সংগ্রহ করে সেগুলি গুগলে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তখন ইজরায়েলের প্রধানমন্ত্রীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই একই ভিডিও-র একটি দীর্ঘ সংস্করণ পাওয়া যায়। ভিডিওটি ২০২০ সালের ২৬ নভেম্বর চ্যানেলটিতে আপলোড করা হয়েছিল। যা থেকে পরিষ্কার হয়ে যায় যে ভিডিওটি পুরানো, সাম্প্রতিক নয়। ভিডিও-র শিরোনাম এবং বিস্তারিত অংশ থেকে জানা যায়, বেন-গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত দুবাই থেকে ইজরায়েলগামী প্রথম বাণিজ্যিক ফ্লাইটের স্বাগত অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তৃতা প্রদান করেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। 

Advertisement

এখানে উল্লেখ্য, এই ভিডিওটি কোভিড-১৯ মহামারীর সময়ের। ভিডিওতে থাকা বেশিরভাগ মানুষকেই মাস্ক পরে থাকতে দেখা যায়। সেই সময় মানুষ সংক্রমণ রোধে ডাক্তাদের পরমর্শে বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করছিল। তার মধ্যে উল্লেখযোগ্য যেমন মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং নিয়মিত হাত স্যানিটাইজ করা। ইজরায়েলের প্রধানমন্ত্রীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো করে পর্যবেক্ষণ করলে নেতানিয়াহুকে মাইক্রোফোন ধরার আগে হাত স্যানিটাইজ করতে দেখা যায়। পাশাপাশি, বক্তৃতার আগে এবং পরে তাকে মাস্ক পরে থাকতেও দেখা গেছে। এমনকি, তিনি সরাসরি মানুষের সঙ্গে করমর্দনের পরিবর্তে কনুইয়ের আঁচড় (অভিবাদনের এক বিশেষ ধরন) ব্যবহার করেছিলেন।

প্রতিবেদন থেকে জানা যায়, ইজরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে ২০২০ সালের ২৬ নভেম্বর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে দুবাই ও তেল আবিবের মধ্যে প্রথম সরাসরি ফ্লাইট অবতরণ করে। সংযুক্ত আরব আমিরাত সরকারের মালিকানাধীন বাজেট এয়ারলাইন ফ্লাইদুবাই ছিল প্রথম বিমান সংস্থা যারা দুই দেশের মধ্যে বাণিজ্যিক যাত্রী পরিষেবা শুরু করে। মূলত, কোভিড-১৯ মহামারীর সময় অর্থনীতিকে চাঙ্গা করতে এবং পর্যটন থেকে উপকৃত হওয়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত বলে জানা যায়।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২০ সালের ৩০ জানুয়ারি করোনা ভাইরাসের প্রকোপের জেরে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে। পরবর্তীকালে, ২০২০ সালের ১১ মার্চ হু আনুষ্ঠানিকভাবে কোভিড-১৯’কে মহামারী হিসাবে ঘোষণা করে। অন্যদিকে, ২০২০ সালের নভেম্বরে এই ভিডিওটি প্রকাশিত হওয়ার মাত্র কয়েকদিন পরেই, কোভিড-১৯-এর কারণে ইজরায়েলে তৃতীয় জাতীয় লকডাউন জারি করা যায়।

এর থেকে প্রমাণ হয় যে, মূল প্রেক্ষাপট বাদ দিয়ে কেবলমাত্র বিভ্রান্তি ছড়াতে ভাইরাল ভিডিওটি শেয়ার করা হচ্ছে।

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে, সম্প্রতি আরবের এক মুসলিম ব্যক্তির থেকে মাইক্রোফোন নেওয়ার পর ধর্মীয় বিদ্বেষের কারণে নিজের হাত ও মাইক্রোফোনটি স্যানিটাইজ করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু।

ফলাফল

ভিডিওটি সাম্প্রতিক নয় এবং এর সঙ্গে জাতীগত বা ধর্মীয় বৈষম্যের কোনও সম্পর্ক নেই। বরং সেটি ২০২০ সালের ২৬ নভেম্বর কোভিড-১৯ মহামারীর সময় সতর্কতা হিসেবে বেঞ্জামিন নেতানিয়াহু তাঁর হাত স্যানিটাইজ করেছিলেন।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement