scorecardresearch
 

ফ্যাক্ট চেক: না, নীতি আয়োগের রিপোর্টে বাণিজ্য অনুকূল পরিবেশ ক্যাটেগরিতে পশ্চিমবঙ্গ শীর্ষ স্থানে নেই

এই বিভাগে প্রথম তিনিটি স্থান দখল করেছে উত্তর প্রদেশ, তেলঙ্গনা ও তামিল নাড়ু

নীতি আয়োগ রিপোর্টে পশ্চিমবঙ্গের অবস্থান কোথায়?         নীতি আয়োগ রিপোর্টে পশ্চিমবঙ্গের অবস্থান কোথায়?

সোশ্যাল মিডিয়াতে এবার পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে একটি দাবি ভাইরাল হলো। 

এক ফেসবুক ব্যবহারকারী একটি পোস্টকার্ড শেয়ার করেছে। এই পোস্টকার্ডে বলা হয়েছে, "নীতি আয়োগের বাণিজ্য অনুকূল পরিবেশ ক্যাটেগরিতে এবছর সব থেকে বেশি নম্বর পেয়েছে পশ্চিমবঙ্গ। বাংলার প্রাপ্ত নম্বর ৩৪.৩৫।"

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।

তদন্তে নেমে আমরা নীতি আয়োগের ওয়েবসাইটে গিয়ে খুঁজে দেখার চেষ্টা করি যে এই দাবি আদৌ সত্য কিনা। 

দেখা যাচ্ছে, দেশে বাণিজ্য অনুকূল পরিবেশ ক্যাটেগরিতে সর্বোচ্চ ৪০.৮০ নম্বর পেয়ে শীর্ষস্থানে রয়েছে উত্তরপ্রদেশ। দুই এবং তিন নম্বরে ৩৬.৪ ও ৩৬.০৬ নম্বর পেয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে তেলঙ্গনা ও তামিল নাড়ু। 

Niti Ayog

অন্যদিকে এই পোস্টে বলা হয়েছে নীতি আয়োগের ইনোভেশন ইনডেক্সে গুজরাট, বিহার, মধ্যপ্রদেশ এবং ওড়িশাকে পিছনে ফেলে ১৭টি বড় রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ ১১ নম্বরে রয়েছে।  এই দাবি একেবারেই ঠিক।

NITI AYOG

সুতরাং, এই পোস্টের  দাবি বিভ্রান্তিকর।  নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী বাণিজ্য অনুকূল পরিবেশ ক্যাটেগরিতে পশ্চিমবঙ্গের স্থান এক নম্বরে নয়। উত্তর প্রদেশ, তেলঙ্গনা ও তামিল নাড়ু প্রথম তিনে রয়েছে।
 

ফ্যাক্ট চেক

A facebook user

দাবি

নীতি আয়োগের বাণিজ্য অনুকূল পরিবেশ ক্যাটেগরিতে এবছর সব থেকে বেশি নম্বর পেয়েছে পশ্চিমবঙ্গ। বাংলার প্রাপ্ত নম্বর ৩৪.৩৫।

ফলাফল

নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী বাণিজ্য অনুকূল পরিবেশ ক্যাটেগরিতে পশ্চিমবঙ্গের স্থান এক নম্বরে নয়। উত্তর প্রদেশ, তেলঙ্গনা ও তামিল নাড়ু প্রথম তিনে রয়েছে।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
A facebook user
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের সংখ্যা 73 7000 7000 উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন