
গণমাধ্যমে একটি পোস্ট শেয়ার করে নেটিজেনদের একাংশ দাবি করছেন, রাশিয়ায় নাকি ইসলামকে দ্বিতীয় ধর্ম হিসাবে স্বীকৃতি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এক ফেসবুক ব্যবহারকারী একটি পোস্টে লিখেছেন, "ভারতের মুসলমানরা প্রতিনিয়ত সরকারিভাবে চুড়ান্ত জুলুম নির্যাতনের শিকার, অন্যদিকে প্রেসিডেন্ট পুতিন ইসলামকে রাষ্ট্রীয়ভাবে দ্বিতীয় ধর্মের স্বীকৃতি দিলেন। শরিয়ত মেনে চলার সম্পূর্ণ স্বাধীনতা দিলেন রাশিয়ার মুসলমানদের। রাশিয়া ইয়ং জেনারেশন ইসলাম নিয়ে অনেক চর্চা করছে ইনশাআল্লাহ দশ বছরের মধ্যে রাশিয়া প্রধান ধর্ম ইসলাম হবে।"
ভাইরাল পোস্টটির আর্কাইভ এখানে দেখা যাবে।
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম অনুসন্ধান করে পেয়েছে যে পোস্টের দাবিটি বিভ্রান্তিকর। রাশিয়ার রাষ্ট্রপতি এমন কোনও ঘোষণা করেননি। সেই সঙ্গে যে ছবিটি ভাইরাল হয়েছে, তাও আজ থেকে প্রায় ১০ বছর পুরনো।
আফয়া তদন্ত
এই পোস্টের সত্যতা যাচাই করে দেখতে আমরা সবার প্রথম গুগলে কিওয়ার্ড সার্চ করে দেখি। রাশিয়ান রাষ্ট্রপতি পুতিন যদি সাম্প্রতিক সময় এমন কোনও ঘোষণা করে থাকতেন, তবে এই নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশ করা হতো। কিন্তু কোনও সংবাদ মাধ্যম এমন খবর প্রকাশ করেনি।
আরও নিশ্চিত হতে আমরা গুগল রাশিয়া খুলে সেখানেও একই পদ্ধতি দিয়ে সার্চ করি। কারণ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যদি এই খবর না-ও প্রকাশ হয়, রাশিয়ান সংবাদ মাধ্যমে হয়েই থাকবে। কিন্তু সেখানেও এমন কোনও তথ্য় ছিল না।
এরপর আমরা ধর্মীয় ভিত্তিতে রাশিয়ান জনসংখ্যার বিন্যাস বোঝার চেষ্টা করি। তখন ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের একটি তথ্য থেকে জানা যায় যে, ২০১৭ সালের পরিসংখ্যান অনুসারে রাশিয়ায় ইসলাম ধর্মাবলম্বীদের হার ছিল ১০ শতাংশ। সংখ্যার নিরিখে সেটা ১৫ লক্ষের কাছাকাছি। আবার ২০১৮ সালের আল জাজিরার একটি প্রতিবেদনে রাশিয়ার 'গ্রান্ড মুফতি' দাবি করেন যে, ২০২০ সালে রাশিয়ায় মুসলিমদের সংখ্যা ২৫ লাখ, ও শতাংশের ভিত্তিতে তা ২০ শতাংশ হয়ে যাবে।
ওয়ার্ল্ড অ্যাটলাসের একটি রিপোর্ট থেকে আমরা জানতে পারি যে, রাশিয়ার ৭১ শতাংশ মানুষই সাবেকি খৃষ্টান ধর্মে বিশ্বাসী। ইসলাম ধর্মের অনুসারী প্রায় ১০ শতাংশ।
এ বার চলে আসা যাক ভাইরাল ছবি প্রসঙ্গে। ভাইরাল ছবিটিকে রিভার্স সার্চ করে আমরা রাশিয়া বিয়ন্ড নামক একটি ওয়েবসাইটে এই ছবিটি দেখতে পাই। ছবিটির বিবরণে লেখা হয়, ২০১২ সালে ইসলামিক ধর্মযাজকেদের এক বৈঠকে এই ছবিটি তোলা হয়েছিল।
সুতরাং, এ কথা স্পষ্ট হয়ে যাচ্ছে যে ভাইরাল ছবিটির সঙ্গে যে দাবি করা হয়েছে তা বিভ্রান্তিকর।
রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সরকারিভাবে ইসলাম ধর্মকে সে দেশের দ্বিতীয় ধর্ম হিসেবে ঘোষণা করেছেন।
পুতিনের এমন কোনও ঘোষণার কথা রাশিয়ান বা আন্তর্জাতিক সংবাদ মহলে প্রকাশ পায়নি। ভাইরাল হওয়া ছবিটি প্রায় ১০ বছর পুরনো মুসলিম ধর্মযাজকদের একটি অনুষ্ঠানে তোলা।