ফ্যাক্ট চেক: গান্ধীজির বদলে নোটে এবার রবীন্দ্রনাথ-কালাম! রিজার্ভ ব্যাঙ্ক এমন কোনও সিদ্ধান্ত নেয়নি

Hut Hat Gossip নামের এমনই একটি ফেসবুক পেজ থেকে আপলোড হওয়া ভিডিয়োতে এই দাবি করা হচ্ছে। শিরোনামে লেখা - "ভারতীয় নোটে বড়সড়ো চমক! এবার থেকে আর থাকবে না গান্ধীজির ছবি।" 

Advertisement
ফ্যাক্ট চেক: গান্ধীজির বদলে নোটে এবার রবীন্দ্রনাথ-কালাম! রিজার্ভ ব্যাঙ্ক এমন কোনও সিদ্ধান্ত নেয়নিফ্যাক্ট চেক: গান্ধীজির বদলে নোটে এবার রবীন্দ্রনাথ-কালাম! রিজার্ভ ব্যাঙ্ক এমন কোনও সিদ্ধান্ত নেয়নি

একটা সময় ছিল, যখন ভারতীয় নোটে কোনও মনীষীর ছবি থাকত না। তবে সময়ের সঙ্গে সঙ্গে নোটের নিরাপত্তা বাড়াতে, ও একটি মৌলিক পরিচিতি তৈরি করতে সেখানে শুরু হয় মহাত্মা গান্ধীর ছবির ব্যবহার। অবশ্য গান্ধীজির ছবি ব্যবহার নিয়ে অনেকেই  দ্বিমত পোষণ করেন, এই বিষয়টিও নতুন নয়। 

তবে এ বার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো বেশ ভাইরাল হয়েছে। এই ভিডিয়োতে বলা হচ্ছে, ভারতীয় নোটে নাকি কিছুদিনের মধ্যেই রবীন্দ্রনাথ ঠাকুর ও প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের ছবি ব্যবহার হবে। সেই নতুন নোট ছাপার কাজও নাকি শুরু হয়ে গিয়েছে বলেও দাবি করা হয়েছে। 

Hut Hat Gossip নামের এমনই একটি ফেসবুক পেজ থেকে আপলোড হওয়া ভিডিয়োতে এই দাবি করা হচ্ছে। শিরোনামে লেখা - "ভারতীয় নোটে বড়সড়ো চমক! এবার থেকে আর থাকবে না গান্ধীজির ছবি।" 

ভিডিয়ো প্রতিবেদনে থাকা কণ্ঠকে ভারতীয় নোট নিয়ে দীর্ঘ ভূমিকা শেষে বলতে শোনা যাচ্ছে, "রিভার্জ ব্যাঙ্কের দেওয়া প্রতিশ্রুতি মতো ইতিমধ্যেই মহীশূরের রিজার্ভ ব্যাঙ্কে কিছু ভারতীয় টাকায় রবীন্দ্রনাথ ঠাকুর ও এপিজে আব্দুল কালামের ছবি ছাপানোর কাজ শুরু হয়ে গিয়েছে। আর সেই নিয়ে ইতিমধ্যেই পরীক্ষা-নিরীক্ষাও শুরু হয়েছে। তবে অপেক্ষা করতে হবে আরও কিছু দিনের। তারপরই হয়তো বাজারে ছেয়ে যাবে নতুন মুখের ভারতীয় নোট।" 

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ভিডিয়োটি প্রায় ৯ হাজারের কাছাকাছি মানুষ শেয়ার করেছেন। 

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিম অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল হওয়া ভিডিয়োর দাবিটি সর্বৈব মিথ্যা। ভারতীয় নোটে মহাত্মা গান্ধীর মুখের ছবি বদল হওয়ার দাবি এক বছর আগেই নস্যাৎ করে দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষ। 

কীভাবে জানা গেল সত্যি? 

যদি রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে সত্যিই নোটে গান্ধীজির ছবির বদলে রবীন্দ্রনাথ ও কালামের ছবি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকত, তবে সেটা বিরাট বড় খবর হতো। একাধিক সংবাদ মাধ্যমে সেই সংক্রান্ত নানা খবর ছাপা হতো। কিন্তু সাম্প্রতিক সময়ে তেমন কোনও খবর আমাদের নজরে আসেনি। তাই এই নিয়ে সন্দেহ জাগে। 

Advertisement

এরপর আমরা এই নিয়ে কিছু কিওয়ার্ড সার্চ করি। কিওয়ার্ড সার্চের দরুন আমরা মিন্টইন্ডিয়া টাইমসের মতো সংবাদ মাধ্যমের একাধিক রিপোর্ট খুঁজে পাই যেগুলি ২০২২ সালের জুন মাসে ছাপা হয়েছিল। 

সেই রিপোর্টের শিরোনামে লেখা হয় - "নোটে গান্ধীজির বদলে রবীন্দ্রনাথ ঠাকুর ও আব্দুল কালামের ছবি নিয়ে যা জানাল রিজার্ভ ব্যাঙ্ক।" প্রতিবেদনের অন্দরে লেখা হয়, কয়েকদিন ধরে জল্পনা চলছিল যে নোটে গান্ধীজির বদলে রবীন্দ্রনাথ ও কালামের ছবি ব্যবহার করা হতে পারে। কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে সরকারিভাবে এই জল্পনায় জল ঢেলে জানিয়ে দেওয়া হয়েছে, এমন কোনও প্রস্তাবই আসেনি। 

এই খবরের প্রতিবেদনটিকে সূত্র ধরে আমরা আরও কিছু কিওয়ার্ড সার্চ করি, এবং রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ওয়েবসাইটের প্রেস রিলিজ বিভাগে একটি বিজ্ঞপ্তি খুঁজে পাই। ২০২২ সালের ৬ জুন রিজার্ভ ব্যাঙ্কের চিফ জেনারেল ম্যানেজার যোগেশ দয়ালের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করে এমন জল্পনা নস্যাৎ করে দেওয়া হয়। 

সেই বিজ্ঞপ্তিতে লেখা হয়, "আরবিআই স্পষ্ট করছে, বর্তমান মুদ্রা এবং ব্যাঙ্কনোটে কোনও পরিবর্তন হচ্ছে না। মিডিয়ার একাংশ প্রতিবেদনে দাবি করছে যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক মহাত্মা গান্ধীর মুখ অন্যদের সঙ্গে প্রতিস্থাপন করে বিদ্যমান মুদ্রা এবং নোটে পরিবর্তনের কথা বিবেচনা করছে। উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্কে এমন কোনও প্রস্তাব নেই।"

অর্থাৎ বোঝাই যাচ্ছে, রবীন্দ্রনাথ ও কালামের মুখ-সহ নোট ছাপার দাবি তো দূর অন্ত, এমন কোনও বিবেচনাই রিজার্ভ ব্য়াঙ্কের পক্ষ থেকে করা হয়নি। মানুষকে বিভ্রান্ত করতে এমন প্রতিবেদন তৈরি করা হয়েছে। 

 

ফ্যাক্ট চেক

Facebook Page

দাবি

বদলে যাচ্ছে ভারতীয় নোট। নতুন নোটে রবীন্দ্রনাথ ঠাকুর এবং এপিজে আব্দুল কালামের ছবি ছাপার কাজ শুরু হয়ে গিয়েছে। 

ফলাফল

২০২২ সালের ৬ জুন রিজার্ভ ব্যাঙ্ক বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্ট করেছে যে এমন কোনও বিবেচনাই তাদের নেই। 

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Page
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement