ফ্যাক্ট চেক: দিল্লির রামলীলা ময়দানে বামেদের এই সভা ২০২৩ সালে হয়েছিল, গত ২৭ জুলাই নয়

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে দাবিটি সঠিক নয় এবং বিভ্রান্তিকর। এই সমাবেশটি ২০২৩ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়েছিল। সাম্প্রতিক সময়ে এমন কোনও সমাবেশের আয়োজন হয়নি।

Advertisement
ফ্যাক্ট চেক: দিল্লির রামলীলা ময়দানে বামেদের এই সভা ২০২৩ সালে হয়েছিল, গত ২৭ জুলাই নয়

বহু রাজনৈতিক উত্থান-পতনের সাক্ষী দিল্লির বিখ্যাত রামলীলা ময়দানে বামপন্থীদের বিরাট জমায়েতের বেশ কিছু ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হতে শুরু করেছে। একাধিক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলি পোস্ট করে দাবি করছেন যে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বামপন্থী কৃষক ও শ্রমিক সংগঠনগুলি এই সমাবেশ করে। 

এরকম বেশ কিছু পোস্ট শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, "মেহনতির প্লাবনে ডাক, "মোদি হাঁটাও"...কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষের ডাকে দিল্লির রামলীলা ময়দানে লাল সুনামী...এটা বাজারি মিডিয়া দেখাবেনা...।।"

কেউ কেউ আবার একধাপ এগিয়ে দাবি করেছেন যে গত ২৭ জুলাই রামলীলা ময়দানে এই বিরাট সমাবেশ হয়েছিল। যেমন কিছু পোস্টের ক্যাপশনে সভার নির্দিষ্ট তারিখও '২৭/৭/২৫' বলে উল্লেখ করা হয়েছে। লেখা হয়েছে, "কৃষক,শ্রমিক,খেটে খাওয়া মেহনতি মানুষের ডাকে দিল্লির রামলীলা ময়দানে লাল সুনামী, যদিও এটা দলদাস বাজারি মিডিয়া দেখাবে না...।। ২৭/৭/২৫।"

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে দাবিটি সঠিক নয় এবং বিভ্রান্তিকর। এই সমাবেশটি ২০২৩ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়েছিল। সাম্প্রতিক সময়ে এমন কোনও সমাবেশের আয়োজন হয়নি।

সত্য উন্মোচন হলো যেভাবে 

ক্যাপশনের দাবি অনুযায়ী, এই খবর যদি সত্যি হয়, তবে তথাকথিত বাজারি মিডিয়ায় এই খবর না এলেও সিপিএমের মুখপত্র গণশক্তির পাতায় ছাপা হবে। কারণ, যে কোনও বামপন্থী দলের কোনও সভা বা এমন জমায়েতের আয়োজন হলে গণশক্তির প্রথম পাতাতেই সেই খবর ছাপা। কিন্তু ২৭, ২৮ বা ২৯ জুলাই, কোনও দিনের মুদ্রিত সংস্করণেই এহেন কোনও খবর দেখা যায়নি। 

এরপর রিভার্স ইমেজ সার্চের সাহায্যে গুগল লেন্সের মাধ্যমে ভাইরাল ছবিগুলো খোঁজা হলে প্রথম ছবি ২০২৩ সালের ৫ এপ্রিল প্রকাশিত দ্য ওয়ারের একটি প্রতিবেদনে পাওয়া যায়। খবরে লেখা হয়, ছবিটি কিষাণ-মজদুর সংঘর্ষ সভার। 

Advertisement

বিস্তারিত খবর থেকে জানা যায়, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনা ও উদাসীনতার অভিযোগ তুলে বামপন্থী কৃষক ও শ্রমিক সংগঠনগুলি সিটু-সহ মোট তিনটি বামপন্থী সংগঠন এই প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছিল। আয়োজকরা দাবি করেন, হরিয়ানা, রাজস্থান, পঞ্জাব, উত্তর প্রদেশ-সহ দেশের প্রায় সকল রাজ্য থেকেই কৃষক ও শ্রমিক সংগঠনের নেতারা এই সমাবেশে অংশ নিয়েছিলেন। 

ভাইরাল পোস্টে দ্বিতীয় যে ছবিটি পোস্ট করা হয়েছে সেটাও ২০২৩ সালের ৫ এপ্রিলের। এই ছবিটি পাওয়া যায় পিপলস রিপোর্টার নামে একটি ওয়েবসাইটের খবরে। বিস্তারিত খবর অনুযায়ী, সভা থেকে মোদী সরকারের বছরে ২ কোটি চাকরী দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তোলেন সারা ভারত কৃষক সভার প্রতিনিধিরা। কেন্দ্রীয় সরকার গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি প্রকল্পের পাশাপাশি অন্যান্য কল্যাণমূলক কর্মসূচীতে পর্যায়ক্রমে বাজেট বরাদ্দ কমিয়ে "শ্বাসরোধ" করার চেষ্টা করছে বলেও এদিন অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

অন্যান্য ভাইরাল পোস্টে একই ধরনের সমাবেশের আরও একটি ছবি পোস্ট করা হয়েছে। সেই ছবিটি পিপলস ডেসপ্যাচ নামের একটি মিডিয়ার সংস্থার এক্স অ্যাকাউন্টেই পাওয়া যায় যা ২০২৩ সালের ৫ এপ্রিল পোস্ট করা হয়েছিল। 

শেষে কিওয়ার্ড সার্চ করে দেখা যায়, ২০২৩ সালের ৫ এপ্রিলের এই সভার খবর এনডিটিভি, দ্য টেলিগ্রাফের মতো মূল ধারার সংবাদ মাধ্যমেও প্রকাশ করা হয়েছিল। সুতরাং, মিডিয়া দেখায়নি বা খবর করা হয়নি, এহেন দাবিও মিথ্যে। 

ফলে সব মিলিয়ে বলাই যায় যে ২০২৩ সালের একটি সভা-সমাবেশের দৃশ্যকে সাম্প্রতিক ঘটনা হিসেবে ছড়ানো হচ্ছে যা বিভ্রান্তিকর। 

 

ফ্যাক্ট চেক

Social Media Users

দাবি

ছবিগুলিতে দেখা যাচ্ছে গত ২৭ জুলাই দিল্লি রামলীলা ময়দানে বামপন্থী সংগঠনের বিরাট সভা যার খবর মিডিয়া ছাপেনি।

ফলাফল

চলতি মাসে এমন কোনও সভার খবর সিপিএম মুখপত্র গণশক্তিও ছাপেনি। ছবিগুলি ২০২৩ সালের ৫ এপ্রিলের একটি সভার। 

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Social Media Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement