
সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে সাদা শার্ট ও হাফ প্যান্ট পরা অবস্থায় এক ব্যক্তিকে ধরে নিয়ে যাচ্ছে সেনার পোশাকে বেশ কয়েকজন। ভিডিয়োটি শেয়ার করে ফেসবুকে অনেকেই লিখেছেন, 'ইজরায়েলের সেনা প্রধান আটক'। অর্থাৎ ওই সাদা শার্ট ও হাফ প্যান্ট পরা ইজরায়েলের সেনা প্রধান বলে অনেকেই দাবি করেছেন।
কিন্তু ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিমের তদন্তে ধরা পড়েছে যে, ভিডিয়োতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি ইজরায়েলের সেনাপ্রধান নন এবং ভিডিয়োটিও ইজরায়েল-হামাস যুদ্ধের সঙ্গে সম্পর্কিত নয়। বরং ভিডিয়োটি এল সালভাডোরের।
কীভাবে এগলো অনুসন্ধান?
ভাইরাল ভিডিয়োটির একটি কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে এল সালভাডোর পুলিশের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে আমরা একই ভিডিয়ো দেখতে পাই। গত ২৯ সেপ্টেম্বর সেটা পোস্ট করা হয়েছিল। স্প্যানিশ ভাষায় করা লেখা পোস্টের ইংরেজি ট্রান্সলেশন থেকে জানা যায় যে, ভিডিয়োতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তার নাম হেক্টর এভিদিও আলভারাদো। সে এল সালভাডোর পুলিশেরই একজন অফিসার ছিলেন। কিন্তু একজন নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। তার সঙ্গে আরও চারজনকে গ্রেফতার করা হয়েছিল।
A solicitud de la @FGR_SV trasladamos al sargento de la Fuerza Armada, Héctor Ovidio Alvarado y a 5 soldados, desde las bartolinas de Conchalío, hacia el Juzgado de Paz de Teotepeque, La Libertad.
— PNC El Salvador (@PNCSV) September 29, 2023
Alvarado es acusado de privación de libertad agravada, violación en menor e… pic.twitter.com/fLnOui0wTi
এল সালভাডোর একটি নিউজ ওয়েবসাইট Elsalvador.com একই সময় হেক্টর এভিদিও আলভারাদোর ছবি-সহ খবরটি প্রকাশ করেছিল। সেখান থেকে আরও জানা যায় যে Teoetepeque Peace Court ধৃতদের দোষী বলে ঘোষণা করেছিল।
এছাড়া আরও বেশ কিছু ওয়েবসাইট যেমন Diario.Elmundo.SV, Lapagina.com.sv, Telemetro.com-সহ আরও অনেক খবরের ওয়েবসাইট একই সময় এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল।
ইজরায়েলের সেনা প্রধান কে?
বিভিন্ন সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে যে ইজরায়েলের বর্তমান সেনা প্রধান হলেন- মেজর জেনারেল হেরজি হালেভি। ইজরায়েলি সেনার ২৩তম কম্যান্ডর হিসেবে গত জানুয়ারি মাসে দায়িত্বভার তিনি গ্রহণ করেছিলেন। ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করে হালেভির আটক হওয়া সংক্রান্ত কোনও খবর আমরা পাইনি।
সুতরাং এখন নিশ্চিত করে বলা যায় যে ভিডিয়োতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি ইজরায়েলের সেনাপ্রধান নন এবং ভিডিয়োটিও ইজরায়েল-হামাস যুদ্ধের সঙ্গে সম্পর্কিত নয়। বরং ভিডিয়োটি এল সালভাডোরের।
ভিডিয়োতে দেখা যাচ্ছে ইজরায়েলের সেনা প্রধান আটক
ভিডিয়োতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি ইজরায়েলের সেনাপ্রধান নন এবং ভিডিয়োটিও ইজরায়েল-হামাস যুদ্ধের সঙ্গে সম্পর্কিত নয়। বরং ভিডিয়োটি এল সালভাডোরের।