ফ্যাক্ট চেক: বিহারের শিক্ষামন্ত্রীর মহিলার সঙ্গে অশ্লীল নাচ? ২০১৯-এর গুজব নতুন দাবিতে ভাইরাল

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি ২০১৯ সাল থেকেই সোশ্যাল মিডিয়ায় রয়েছে এবং বিহারের কোনও মন্ত্রীর নয়। ২০১৯ সালেও ভিডিওটি মিথ্যে দাবিতে ভাইরাল হয়েছিল।

Advertisement
ফ্যাক্ট চেক: বিহারের শিক্ষামন্ত্রীর মহিলার সঙ্গে অশ্লীল নাচ? ২০১৯-এর গুজব নতুন দাবিতে ভাইরাল

সম্প্রতি নীতীশ কুমারের নতুন মন্ত্রিসভা শপথ নিয়েছে বিহারে। এই আবহে সোশ্যাল মিডিয়ায় এক মহিলার সঙ্গে দুই ব্যক্তির অশ্লীল নাচের ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে যে সেই ভিডিওতে বিহারের শিক্ষামন্ত্রীকে নাচতে দেখা যাচ্ছে।

ভিডিও-র নিচের অংশে বিহারে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে কয়েকজন পুরুষ ও এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। উপরের অংশে ওই অশ্লীল নাচের দৃশ্য। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, “বিহারের শিক্ষা মন্ত্রী।”

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি ২০১৯ সাল থেকেই সোশ্যাল মিডিয়ায় রয়েছে এবং বিহারের কোনও মন্ত্রীর নয়। ২০১৯ সালেও ভিডিওটি মিথ্যে দাবিতে ভাইরাল হয়েছিল।

সত্য উন্মোচন

ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে গুগল লেন্সে সার্চ করা হলে ওই একই ভিডিও ২০১৯ সালের জুন মাসের একটি ফেসবুক পোস্টে পাওয়া যায়। এর থেকে একটা বিষয় পরিষ্কা হয়ে যায় যে এই ভিডিওটি সাম্প্রতিক কোনও ঘটনার নয়। সেই পোস্টের দাবি অনুযায়ী, ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তি আরজেডি বিধায়ক যদুবংশী যাদব। যিনি মণিপুর সফরে গিয়েছিলেন এবং এরপর সেখানে তাঁর এই নাচের ভিডিও ভাইরাল হয়।

অবশ্য এই বিষয়ে কিওয়ার্ড সার্চ করা হলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি-র একটি ফ্যাক্ট চেক প্রতিবেদন পাওয়া যায়। যেখানে বিশদ তথ্য-তলাশ করে জানানো হয় যে ভিডিও-তে থাকা এই দু’জনের কেউই আরজেডি বিধায়ক যদুবংশী যাদব নয়।

এরপর ভাইরাল পোস্টে থাকা ছবিটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে খোঁজা হলে ওই একই ছবি এলজেপি (লোক জনশক্তি পার্টি)-র সাংসদ সম্ভবী চৌধুরীর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পাওয়া যায়। ক্যাপশন অনুযায়ী, নীতীশ কুমার দশমবার সাংসদ পদে শপথ নেওয়ার পর সম্ভবী সপরিবারে দেখা করে তাঁকে শুভেচ্ছা জানান। এই সূত্র ধরে সার্চ করা হলে জানা যায়, নীতীশ কুমারের ডানদিকে থাকা ব্যক্তি সম্ভবী চৌধুরীর বাবা এবং জেডিইউ বিধায়ক অশোক চৌধুরী। তিনি বর্তমানে বিহারের মন্ত্রী।

Advertisement


বিহারের বর্তমান শিক্ষামন্ত্রীর সম্পর্কে কিওয়ার্ড সার্চ করা হলে জানা যায় যে সুনীল কুমার বিহারের শেষ শিক্ষামন্ত্রী ছিলেন। তাঁর ছবি দেখলেই পরিষ্কার হয়ে যায় যে ভিডিওতে থাকা ব্যক্তিদের সঙ্গে সুনীল কুমারের কোনও সাদৃশ্য নেই।

ভাইরাল ভিডিওতে থাকা ব্যক্তিরা কে বা কারা, এই বিষয়ে অনুসন্ধান করা হলে ২০১৯ সালের জুন মাসে ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত একটি ফ্যাক্ট চেক প্রতিবেদন থেকে জানা যায়, এই দুই ব্যক্তি আসলে এক জেডিইউ বিধায়কের সহকারী বিজয় কুমার এবং তাঁর বন্ধু সঞ্জীব কুমার। এখানে কোনও ব্যক্তিই বিধায়ক বা মন্ত্রী নন। ভিডিওটি মণিপুরের একটি ছোট রেস্তোরাঁ ২০১৯ সালের ২ জুন রেকর্ড করা হয়েছিল।

 

ফ্যাক্ট চেক

Social Media Users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে বিহারের শিক্ষামন্ত্রী কীভাবে এক মহিলার সঙ্গে অশ্লীল নাচ করছেন।

ফলাফল

ভাইরাল ভিডিওটি ২০১৯ সালে জুন মাসের। এটি মণিপুরে রেকর্ড করা হয়েছিল। ভিডিওতে থাকা ব্যক্তিদের মধ্যে কেউই মন্ত্রী বা বিধায়ক নন।  

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Social Media Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement