ফ্যাক্ট চেক: ওয়াকফ আন্দোলনের ভিডিওকে মণিপুরে ভোট চুরির বিরুদ্ধে প্রতিবাদ বলে শেয়ার

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভিডিওটির সঙ্গে মণিপুরে হওয়া কোনও কর্মসূচির যোগ নেই। ভিডিওটি কলকাতার। এর সঙ্গে ভোট চুরির অভিযোগেরও কোনও সম্পর্ক নেই।

Advertisement
ফ্যাক্ট চেক: ওয়াকফ আন্দোলনের ভিডিওকে মণিপুরে ভোট চুরির বিরুদ্ধে প্রতিবাদ বলে শেয়ার

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর তোলা ভোট চুরির অভিযোগের ভিত্তিতে এ বার মণিপুরেও বিশাল প্রতিবাদ-মিছিল বের হয়েছে, এই দাবিতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে। সেই মিছিল থেকে ‘ভোট চোর গদি ছোড়’, এই ধরনের স্লোগান উঠছে বলেও দাবি করা হয়েছে।

ভিডিওটি কোনও একটি ফুটওভার ব্রিজ থেকে তোলা, যার নিচে রাস্তার একধারে অসংখ্য মানুষের কাতার দেখতে পাওয়া যাচ্ছে। ভিডিওটি পোস্ট করার সময় তার উপর লেখা হয়েছে, “মনিপুরে ভোটচোর, গদী ছোড় শ্লোগান। মোদীর বিরুদ্ধে ভয়ঙ্কর বিরোধ।”

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভিডিওটির সঙ্গে মণিপুরে হওয়া কোনও কর্মসূচির যোগ নেই। ভিডিওটি কলকাতার। এর সঙ্গে ভোট চুরির অভিযোগেরও কোনও সম্পর্ক নেই।

সত্য উন্মোচন হলো যেভাবে

ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে তার রিভার্স ইমেজ সার্চ করা হলে ওই একই ভিডিও তৃশা রায় নামে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারীর প্রোফাইলে পাওয়া যায়। ২০২৫ সালের ১৪ এপ্রিল ভিডিওটি পোস্ট করে লেখা হয় যে এটি কলকাতার এনআরএস হাসপাতালের কাছে তোলা এবং ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদের মিছিল।

এই সূত্র ব্যবহার করে কিছু কিওয়ার্ড সার্চ করা হলে এই সম্পর্কে টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত একটি রিপোর্ট পাওয়া যায় যা গত ১৬ এপ্রিলের।  প্রতিবেদনে বলা হয়েছে যে ফুটেজটি ১৪ এপ্রিল, ২০২৫ তারিখে কলকাতার শিয়ালদহ স্টেশন এলাকা থেকে রামলীলা ময়দান পর্যন্ত ওয়াকফ বিরোধী (সংশোধনী) আইনের বিরুদ্ধে একটি বিক্ষোভের। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) এই বিক্ষোভের আয়োজন করেছিল।

এ ক্ষেত্রে মনে করিয়ে দেওয়া যায় যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ৭ আগস্ট, ২০২৫-এ একটি সংবাদ সম্মেলন করে প্রথমবার নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তোলেন। এর পরে বিভিন্ন রাজ্য থেকে ভোট কারচুপির অভিযোগ ওঠে।

সুতরাং, এর থেকে থেকে স্পষ্ট যে ভাইরাল ভিডিওটি মণিপুরে সাম্প্রতিক ভোট চুরির প্রতিবাদের নয়, বরং ১৪ এপ্রিল, ২০২৫ তারিখে অনুষ্ঠিত একটি ওয়াকফ বিরোধী সমাবেশের।

Advertisement

ফ্যাক্ট চেক

facebook users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে মণিপুরেও ভোট চুরির অভিযোগ তুলে একটি মিছিল বেরিয়েছে।

ফলাফল

ভাইরাল ভিডিওটি ২০২৫ সালের ১৪ এপ্রিলের। এটি কলকাতার, শিয়ালদা এলাকায় ওয়াকফ (সংশোধনী) আইনের বিরুদ্ধে একটি বিক্ষোভের।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement