ফ্যাক্ট চেক: বিজেপির উত্তরকন্যা মিছিলের দাবিতে ছড়ালো উত্তর প্রদেশে কাঁওয়ার যাত্রার ভিডিও

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে এই মিছিলের সঙ্গে বিজেপির উত্তরকন্যায় মিছিলেন কোনও সম্পর্ক নেই। ভিডিওটি শিবভক্তদের কাঁওয়ার যাত্রার এবং এটি উত্তর প্রদেশের ঘটনা। 

Advertisement
ফ্যাক্ট চেক: বিজেপির উত্তরকন্যা মিছিলের দাবিতে ছড়ালো উত্তর প্রদেশে কাঁওয়ার যাত্রার ভিডিও

কলকাতায় ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস উদযাপনের দিনই পাল্টা শিলিগুড়িতে মহামিছিলের আয়োজন করেছিল বিজেপির যুব মোর্চা। সেই মিছিলকে কেন্দ্র করে এ বার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওতে গেরুয়া বসনধারীদের একটি মিছিলের অগ্রভাগে থাকা একটি মঞ্চে অশ্লীল নৃত্য পরিবেশিত হতে দেখা যাচ্ছে। 

ভিডিওটি পোস্ট করে একে বিজেপির উত্তরকন্যার মিছিলের অংশ বলে ফেসবুকে অনেকেই দাবি করছেন। ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, "এই হলো উত্তর কন্যার মিছিল। ছিঃ বিজেপি ছিঃ। বিজেপি হাটাও বাংলার সংস্কৃতি বাঁচাও!!" ভিডিওটির ক্যাপশনে আবার লেখা হয়েছে, "আজকের বিজেপির রেসিপি তোরা করবি বাংলা দখল?? এই হলো উত্তর কন্যার মিছিল।"

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে এই মিছিলের সঙ্গে বিজেপির উত্তরকন্যায় মিছিলেন কোনও সম্পর্ক নেই। ভিডিওটি শিবভক্তদের কাঁওয়ার যাত্রার এবং এটি উত্তর প্রদেশের ঘটনা। 

সত্য উন্মোচন হলো যেভাবে 

ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট সংগ্রহ করে তার রিভার্স ইমেজ সার্চ করা হলে ওই একই ভিডিও পাওয়া যায় পৃথক একটি ইউটিউব চ্যানেলে। সেখানে বলা হয়, ডিজে চালিয়ে এই উদ্দাম, অশ্লীল নৃত্য কাঁওয়াড যাত্রার একটি মিছিলেন সময় করা হয়েছিল। 

পবিত্র শ্রাবণ মাসে যে সকল শিবভক্তরা বিভিন্ন স্থানে শিবলিঙ্গে জল-দুধ ঢালতে যান তাদের কাঁওয়ার যাত্রী এবং এই যাত্রাকে কাঁওয়ার যাত্রা বলা হয়ে থাকে। পাশাপাশি ভিডিওতে স্পষ্টতই দেখা যাচ্ছিল, যে মঞ্চে দাঁড়িয়ে এই নৃত্য পরিবেশন করা হচ্ছে তার সঙ্গে একটি ব্যানার ঝুলছে যেখানে ভগবান শিবের প্রতিকৃতি রয়েছে। ফলে অনুমান করা যায় যে ভিডিওটি সম্ভবত কাঁওয়ার যাত্রারই হতে পারে। 

সূত্রগুলির সাহায্যে বেশ কিছু কিওয়ার্ড সার্চ করা হলে ওই একই ভিডিও-র স্ক্রিনশট-সহ একাধিক সংবাদ প্রতিবেদন পাওয়া যায় যা পঞ্জাব কেশরী এবং এবিপি নিউজের মতো ওয়েবসাইটে ২২ জুলাই প্রকাশ করা হয়েছে। 

Advertisement

এই খবরগুলোতে লেখা হয়, এই ভিডিওটি উত্তর প্রদেশের অযোধ্যার যেখানে বস্তি জেলার একদল কাঁওয়ারি অযোধ্যা থেকে জল নিয়ে ফিরছিলেন। তখন এই ভিডিওটি রেকর্ড করা হয়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে সব মহল নিন্দায় সরব হয়। এই ধরনের অশ্লীল নৃত্যের মধ্যে একটি পবিত্র কাজ করার প্রচেষ্টা নিয়ে তীব্র সমালোচনা করা হয় সকল তরফে। 

ভিডিওটি যে অযোধ্যার-ই, এই বিষয়ে নিশ্চিত হতে আমরা গুগল ম্যাপে খোঁজার চেষ্টা করি অযোধ্যার কোথায় এরকম পাশাপাশি দুটি বড় সেতু রয়েছে। কারণ, যে ব্রিজ থেকে ভাইরাল ভিডিওটি রেকর্ড করা হয়েছে, তা অদূরেই একটি মেটাল ব্রিজও লক্ষ্য করা যাচ্ছে। 

গুগল ম্যাপে সহজেই আমরা এই ব্রিজটি খুঁজে পেয়ে যাই। যা সরযূ বা ঘাঘরা নদীর উপর নির্মিত। এই ব্রিজটিকে গুগল ম্যাপে বস্তি-মামুন ব্রিজ হিসেবে উল্লেখ করা ছিল। ম্যাপে দেখা যায়, এর অদূরেই আবার ঘাঘরা রিভার রেলওয়ে ব্রিজ রয়েছে। এরপর গুগল স্ট্রিটভিউয়ের সাহায্যে বস্তি-মামুন ব্রিজের মাঝামাঝি অংশে যাওয়া হলে ওই একই দৃশ্য দেখা যায় যা ভাইরল ভিডিওতে দেখা গিয়েছে। 

স্ট্রিটভিউয়ের সাহায্যে ব্রিজের একপাশ থেকে মেটালের তৈরি রেলব্রিজ, তার পিছনে থাকা মোবাইল টাওয়ার এবং যে ব্রিজ দিয়ে কাঁওয়ার যাত্রা যাচ্ছে সেখানকার রেলিংয়ের ছবি হুবহু মিলে যায়। ফলে বুঝতে আর বাকি থাকে না যে ভাইরাল ভিডিওটি উত্তর প্রদেশেরই। পশ্চিমবঙ্গের নয়। 

অর্থাৎ, উত্তর প্রদেশের অযোধ্যার একটি অসম্পর্কিত ভিডিওকে উত্তরকন্যা মিছিলের দৃশ্য দাবি করে বিভ্রান্তিকরভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। 

ফ্যাক্ট চেক

Social media users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপি যুব মোর্চার উত্তরকন্যার মিছিলে অশ্লীল নাচের দৃশ্য।

ফলাফল

ভাইরাল ভিডিওটি পশ্চিমবঙ্গের নয়। ভিডিওটি কাঁওয়ার যাত্রার এবং উত্তর প্রদেশের অযোধ্যার বস্তি-মামুন ব্রিজে রেকর্ড করা হয়েছিল। 

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Social media users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement