

বর্ণবিদ্বেষের শিকার হয়ে উত্তরাখণ্ডের দেরাদুনে মৃত্যু হয়েছে ত্রিপুরায় তফসিলি জনজাতিভুক্ত ছাত্র অ্যাঞ্জেল চাকমার। খবর অনুযায়ী, গত বছরের ৯ ডিসেম্বর রাতে কয়েকজন দুষ্কৃতী অ্যাঞ্জেলকে ‘চিনা-মোমো’ বলে উত্যক্ত করতে শুরু করে। তখন সে এর প্রতিবাদ করলে দুষ্কৃতীরা তাঁকে ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ। সেই ঘটনার ১৭ দিন পরে দেরাদুনের গ্রাফিক এরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অ্যাঞ্জেলের।
আর এই সার্বিক পরিস্থিতির মধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে এই সংক্রান্ত একটি ভিডিও। যেখানে কয়কজনকে মিলে ভীতসন্ত্রস্ত এক যুবককে ঘিরে ধরে তাঁকে বলপূর্বক ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়ার জন্য বাধ্য করতে দেখা যাচ্ছে। ক্লিপটি শেয়ার করে দাবি করা হচ্ছে, সেটি উত্তরাখণ্ডের দেরাদুনে ত্রিপুরার ছাত্র অ্যাঞ্জেল চাকমার উপর দুষ্কৃতীদের হামলার মুহূর্তেরর ভিডিও।
উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “ত্রিপুরার যুবক এঞ্জেল চাকমাকে পিটিয়ে মারা ভিডিও ফাঁস। মারার আগে জোর করে জয় শ্রী রাম বলাতে বাধ্য করা হচ্ছে বিজেপির হিন্দুত্ব বাদী গুন্ডাদের দ্বারা।”(সব বানান অপরিবর্তিত)

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওর যুবকটি দেরাদুনে আক্রান্ত ত্রিপুরার যুবক অ্যাঞ্জেল চাকমা নয়। বরং সেটি ২০২১ সালের ২৫ ডিসেম্বর জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় মণিপুরের বাসিন্দা খ্রিস্টান ধর্মপ্রচারক চুংলেনলাল সিংসিতের উপর হিন্দুত্ববাদী সংগঠনের হামলার দৃশ্য।
সত্য উন্মোচন
ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক স্ক্রিনশট নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তখন ২০২১ সালের ২৫ ডিসেম্বর অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মণিপুরের কংগ্রেস নেত্রী লহিংকিম এইচ শিংনাইসুই কিমের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এই একই ভিডিও-সহ একটি পোস্ট পাওয়া যায়। যা থেকে বোঝায় যায় যে ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক নয় এবং এটি অ্যাঞ্জেল চাকমার মৃত্যুর সঙ্গে সম্পর্কিত নয়। ভিডিও-র ক্যাপশন অনুযায়ী সেটি জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় মণিপুরের বাসিন্দা চুংলিয়েন সিংসিতকে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে বাধ্য করার দৃশ্য।
Absolutely Pathetic!
— SS Kim (@KimHaokipINC) December 29, 2021
This was happened with Mr. Chunglien Singsit, Manipur.
Forcing him to chant 'Jai Shri Ram' in Kathua district, J&K.
This is unacceptable. Northeast will never forgive BJP's divisive politics.@INCManipur pic.twitter.com/06fXshUgaZ
এরপর উক্ত সূত্র ধরে পরবর্তী অনুসন্ধান চালালে ২০২১ সালের ৩০ ডিসেম্বর ভাইরাল ভিডিও-র স্ক্রিনশট-সহ একাধিক সংবাদমাধ্যমে এই সংক্রান্ত প্রতিবেদন পাওয়া যায়। সেই সব প্রতিবেদন থেকে জানা যায়, জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় ‘জয় শ্রী রাম’ না বলার কারণে বড়দিনের দিন মণিপুরের এক খ্রিস্টান পুরোহিতকে হেনস্থা করে কয়েকজন অজ্ঞাত ডানপন্থী সমর্থক। দুষ্কৃতীরা চুংলেনলাল সিংসিত নামক ওই মণিপুরের খ্রিস্টান পুরোহিতের বিরুদ্ধে এলাকার বাসিন্দাদের 'ধর্মান্তরিত' করার অভিযোগ তুলে তাঁর উপরে হামলা চালায় বলে প্রতিবেদন থেকে জানা যায়।
দ্য ওয়্যারের সঙ্গে কথা বলার সময় সিংসিত জানান, “ঘটনাটি ঘটেছিল বড়দিনের দিন বিকেল ৩টার দিকে। আমি কাঠুয়ার কাছেই এক ভক্তের বাড়িতে প্রার্থনা করতে গিয়েছিলাম। বাড়ি ফিরে আমি আমার তিন সন্তানের জন্য কিছু উপহার কিনতে বাজারে গিয়েছিলাম। সেই সময় দু’জন লোক আমাকে থামায়। এরপর তারা আমার বিরুদ্ধে যে ভক্তের বাড়ি আমি গিয়েছিলাম তাদেরকে ধর্মান্তরিত করার অভিযোগ তোলে এবং আমাকে 'জয় শ্রী রাম' বলতে বাধ্য করে। সেই সময় ঘটনাস্থলে প্রায় ১০০ জন জড়ো হয়ে যায় এবং তাদের মধ্যে অনেকে আমাকে কয়েকবার চড়ও মারে।”

এর থেকে প্রমাণ হয় যে, দেরাদুনে ত্রিপুরার ছাত্র অ্যাঞ্জেল চাকমার উপর দুষ্কৃতীদের হামলার দৃশ্য দাবিতে শেয়ার করা হচ্ছে জম্মু ও কাশ্মীরের কাঠুয়ার পুরনো ভিডিও।

ভিডিওতে উত্তরাখণ্ডের দেরাদুনে ত্রিপুরার ছাত্র অ্যাঞ্জেল চাকমার উপর দুষ্কৃতীদের হামলার দৃশ্য দেখা যাচ্ছে।
ভাইরাল ভিডিও-র যুবকটি দেরাদুনে আক্রান্ত ত্রিপুরার ছাত্র অ্যাঞ্জেল চাকমা নয়। বরং সেটি ২০২১ সালের ২৫ ডিসেম্বর জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় মণিপুরের খ্রিস্টান ধর্মপ্রচারক চুংলেনলাল সিংসিতের উপর হিন্দুত্ববাদী সংগঠনের হামলার দৃশ্য।