ফ্যাক্ট চেক: মুম্বইয়ে মুসলিমদের বিক্ষোভের দৃশ্য দাবিতে ভাইরাল কোচির CAA বিরোধী আন্দোলনের পুরনো ছবি

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ইসলাম ও নবী হজরত মহম্মদকে নিয়ে অপত্তিকর মন্তব্যের প্রতিবাদে মুম্বইয়ে মুসলিমরা বিক্ষোভ প্রদর্শন করছেন।

Advertisement
ফ্যাক্ট চেক: মুম্বইয়ে মুসলিমদের বিক্ষোভের দৃশ্য দাবিতে ভাইরাল কোচির CAA বিরোধী আন্দোলনের পুরনো ছবি

সম্প্রতি ইসলাম ও মুসলিম সম্প্রদায়ের নবী হজরত মহম্মদকে নিয়ে অপত্তিকর মন্তব্য করার অভিযোগ সামনে এসেছে মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক নীতেশ রানে ও মহন্ত রামগিরি মহারাজের বিরুদ্ধে। তারই প্রতিবাদে গত ২৩ সেপ্টেম্বর বিকালে প্রাক্তন এআইএমএম সাংসদ ইমতিয়াজ জলিলের নেতৃত্বে মুম্বইয়ে তিরাঙ্গা সংবিধান ব়্যালি’ নামক বিক্ষোভ প্রদর্শন করেন মুসলিম ধর্মাবলম্বী মানুষরা। এই বিক্ষোভ মিছিলে প্রায় ১২ হাজার মানুষ উপস্থিত ছিলেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে মুম্বইয়ে মুসলিমদের বিক্ষোভ সংক্রান্ত একটি ছবি। ড্রোন বা কোনও উঁচু বিল্ডিং থেকে থেকে তোলা সেই ছবিতে একটি রাস্তার উপর হাজার হাজার মানুষকে দেখা যাচ্ছে। ছবিটি শেয়ার করে সেটিকে ইসলাম ধর্ম ও নবী হজরত মহম্মদকে নিয়ে অপত্তিকর মন্তব্য করার প্রতিবাদে মুম্বইয়ে আয়োজিত মুসলিমদের বিক্ষোভের দৃশ্য বলে দাবি করা হচ্ছে।

উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ছবিটি শেয়ার করে লিখেছেন, “ব্রেকিং নিউজ, খেলা শুরু, আল্লাহু আকবর ধ্বনিতে প্রকম্পিত হচ্ছে ভারতের মুম্বাই শহর। নবী সা: এর অবমাননা কোন মুসলিম সহ্য করবে না ইনশাআল্লাহ।” (সব বানান অপরিবর্তিত।)

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ছবটি সম্প্রতি মুম্বইয়ে আয়োজিত মুসলিমদের বিক্ষোভের নয়। বরং সেটি ২০২০ সালের ১ জানুয়ারি কেরলের কোচিতে আয়োজিত সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনের ছবি।

কীভাবে জানা গেল সত্য?

ভাইরাল দাবি ও ছবির সত্যতা জানতে আমরা ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করি। তখন আমরা ২০২০ সালের ১ জানুয়ারি একটি ফেসবুক পেজে এই একই ছবি খুঁজে পাই। ছবিটি পোস্ট করে সেখানে লেখা হয়েছে, “কেরলের কোচিতে আজ সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনের দৃশ্য।”

এরপর উক্ত সূত্র ধরে আমরা এই সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করলে ২০২০ সালের ১ জানুয়ারি maktoobmedia নামক একটি পোর্টালে ভাইরাল ছবটি-সহ একটি প্রতিবেদন খুঁজে পাই। সেখানে উল্লেখ করা হয়েছে, “বুধবার ১৩টি মুসলিম সংগঠনের ব্যানারে প্রায় দুই লক্ষ মানুষ কেরলের কোচিতে 'মুসলিম বিরোধী' নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-এর বিরুদ্ধে একটি সমাবেশের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করেন। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের (আইইউএমএল) রাজ্য সভাপতি পানাক্কাদ সাইদ হায়দেরালী শিহাব থাঙ্গাল এই বিশাল বিক্ষোভের উদ্বোধন করেন।”

Advertisement

এরপর আমরা এই একই তথ্য খুঁজে পাই ২০২০ সালের ২ জানুয়ারি The News Minute-এ প্রকাশিত একটি প্রতিবেদনে। সেখানেও ভাইরাল ছবটি-সহ লেখা হয়েছে, বুধবার কোচিতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বেশ কয়েকটি মুসলিম সংগঠন। মোদী সরকার নাগরিকত্ব আইন প্রত্যাহারের দাবিতে নববর্ষের দিনে বিক্ষোভকারীরা বন্দর শহরের রাস্তায় নেমে আসেন। মিছিলটি কোচির জওহরলাল নেহেরু আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে শুরু হয়ে মেরিন ড্রাইভে শেষ হয়।

এর থেকে প্রমাণ হয় যে গত ২৩ সেপ্টেম্বর মুম্বইয়ে মুসলিমদের তরফে একটি বিক্ষোভ মিছিল করা হলেও সেই ঘটনার সঙ্গে ভাইরাল ছবিটির কোনও সম্পর্ক নেই। বরং ভাইরাল ছবিটি ২০২০ সালের ১ জানুয়ারি কেরলের কোচিতে আয়োজিত সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনের সময় তোলা হয়েছিল।

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

ছবিটিতে দেখা যাচ্ছে হজরত মহম্মদকে নিয়ে অপত্তিকর মন্তব্যের প্রতিবাদে মুম্বইয়ে আয়োজিত মুসলিম সম্প্রদায়ের বিক্ষোভ। 

ফলাফল

ভাইরাল ছবটি মুম্বইয়ে আয়োজিত মুসলিমদের বিক্ষোভের নয়। বরং সেটি ২০২০ সালের ১ জানুয়ারি কেরলের কোচিতে আয়োজিত সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনের ছবি।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement