ফ্যাক্ট চেক: ফাঁকা প্রেক্ষাগৃহের অপ্রাসঙ্গিক পুরনো ছবি বিভ্রান্তিকর দাবির সঙ্গে ছড়াল ফেসবুকে

ফাঁকা সিনেমা হলের পাঁচটি ছবি এবার শেয়ার করে সেগুলি 'ব্রহ্মাস্ত্র' প্রদর্শনের সময়কার দর্শকদের উপস্থিতি বলে দাবি করা হচ্ছে। 

Advertisement
ফ্যাক্ট চেক: ফাঁকা প্রেক্ষাগৃহের অপ্রাসঙ্গিক পুরনো ছবি বিভ্রান্তিকর দাবির সঙ্গে ছড়াল ফেসবুকেফাঁকা হলের এই ছবিগুলো দিয়ে দাবি করা হচ্ছে যে, কারচুপির মাধ্যমে ব্যবসা দেখানো হচ্ছে কারণ আসলে দর্শকাসন ভরেনি

অয়ন মুখার্জি পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ছবিটি মুক্তি পেয়েছে গত ৮ সেপ্টেম্বর। কিন্তু এখনও সোশ্যাল মিডিয়ায় এই ছবিকে নিয়ে নানা জল্পনা ও আলোচনা বিদ্যমান। তেমনই ফাঁকা সিনেমা হলের পাঁচটি ছবি এবার শেয়ার করে সেগুলি 'ব্রহ্মাস্ত্র' প্রদর্শনের সময়কার দর্শকদের উপস্থিতি বলে দাবি করা হচ্ছে। 

রণবীর আলিয়া অভিনীত এই ছবিটি ইতিমধ্যেই বক্স অফিসে ২০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে। কিন্তু ফাঁকা হলের এই ছবিগুলো দিয়ে দাবি করা হচ্ছে যে, কারচুপির মাধ্যমে ব্যবসা দেখানো হচ্ছে কারণ আসলে দর্শকাসন ভরেনি। এই ছবিগুলোকে সেই কারচুপির প্রমাণ বলে দাবি করা হচ্ছে। 

ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম অনুসন্ধান করে পেয়েছে যে ভাইরাল কোলাজে থাকা পাঁচটি ছবিই পুরনো। ব্রহ্মাস্ত্র ছবির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।

আফয়া অনুসন্ধান

সবার প্রথম আমরা ছবিগুলিকে একে একে রিভার্স সার্চ ইমেজের মাধ্যমে খোঁজা শুরু করি। 

প্রথম ছবিটিকে রিভার্স সার্চ করে আমরা সেই একই ছবি ২০২০ সালের ২৪ আগস্ট টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনে দেখতে পাই। যা থেকে কার্যত পরিষ্কার হয়ে যায় যে ব্রহ্মাস্ত্রর মুক্তির বহুদিন আগে এই ছবি তোলা হয়। উল্লেখ্য, চলতি বছর ৮ সেপ্টেম্বর ব্রহ্মাস্ত্র মুক্তি পেয়েছে। 

দ্বিতীয় ছবিটি আমরা নানা ছবির স্টক ওয়েবসাইট শাটারস্টকে খুঁজে পাই। ২০২১ সালের মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ায় তোলা হয়েছিল। 

তৃতীয় ছবিটিও আমরা একই ওয়েবসাইটে খুঁজে পাই যা ২০২০ সালের অক্টোবর মাসে প্রকাশিত হয়েছিল। বিবরণ অনুযায়ী, এটি করোনা মহামারীর সময় উত্তর প্রদেশ, নয়ডার একটি মাল্টিপ্লেক্সে তোলা হয়েছিল। 

চতুর্থ ছবিটি হিন্দুস্থান টাইমসের একটি প্রতিবেদনে দেখা যায়। ২০২২ সালের ৮ মার্চ এই প্রতিবেদনটি এই ছবি সুর্যবংশীর স্ক্রিনিং এর সময় তোলা সুনীল ঘোষ নামের এক চিত্র সাংবাদিক তুলেছিলেন।

পঞ্চম এবং শেষ ছবিটি আমরা ইন্ডিয়া টুডের একটি খবরে দেখতে পাই যা ২০২০ সালের অক্টোবরে তোলা হয়েছিল। বিবরণ অনুযায়ী, রাজধানী নয়াদিল্লির একটি পিভিআর - এ এটি তোলা হয়। 

Advertisement

সুতরাং, একথা প্রমাণ হয়ে যাচ্ছে যে প্রত্যেকটি ছবিই ৯, সেপ্টেম্বর, ২০২০ এর অনেকদিন আগেকার, যখন ব্রহ্মাস্ত্র মুক্তি পায়নি। 

অর্থাৎ, পুরনো কিছু ছবি ছড়িয়ে এই বিভ্রান্তিকর দাবি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

 

ফ্যাক্ট চেক

facebook users

দাবি

ছবিতে দেখা যাচ্ছে 'ব্রহ্মাস্ত্র' সিনেমাটি প্রদর্শনের সময় কেমনভাবে ফাঁকা ছিল প্রেক্ষাগৃহ।

ফলাফল

ভাইরাল ছবিগুলি পুরনো। প্রায় সবগুলিই কোভিড-কালে 'ব্রহ্মাস্ত্র' ছবিটি মুক্তি পাওয়ার বহুদিন আগে তোলা হয়েছে।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement