ফ্যাক্ট চেক: 'SIR' বিরোধী বিক্ষোভে গারীবদের উপর অত্যাচার দাবিতে ছড়াল বাংলাদেশের ভিডিও

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিও-র সঙ্গে ‘SIR’ কিংবা পশ্চিমবঙ্গ তথা ভারতের কোনও সম্পর্ক নেই। বরং সেটি চলতি বছরের ১৫ অগস্ট ঢাকার ‘ধানমন্ডি ৩২’ নম্বরের বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি দিতে আসা এক রিকশাচালককে মারধরের দৃশ্য। 

Advertisement
ফ্যাক্ট চেক: 'SIR' বিরোধী বিক্ষোভে গারীবদের উপর অত্যাচার দাবিতে ছড়াল বাংলাদেশের ভিডিও

গত ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন। বাড়ি বাড়ি গিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করছেন বুথ লেভেল অফিসাররা (বিএলও)। আর এই সার্বিক পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল। যেখানে প্রকাশ্য রাজপথে সংবাদমাধ্যমের উপস্থিতিতে এক ব্যক্তিকে মারধর করছেন কয়েকজন।

ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ‘SIR’-এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের কারণে একজন গরীব মানুষকে মারধর করা হচ্ছে। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “SIR এর বিরুদ্ধে আন্দোলন।”

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিও-র সঙ্গে ‘SIR’ কিংবা পশ্চিমবঙ্গ তথা ভারতের কোনও সম্পর্ক নেই। বরং সেটি চলতি বছরের ১৫ অগস্ট ঢাকার ‘ধানমন্ডি ৩২’ নম্বরের বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি দিতে আসা এক রিকশাচালককে মারধরের দৃশ্য।  

সত্য উন্মোচন হলো যেভাবে

ভাইরাল ভিডিওটি ভালো করে পর্যবেক্ষণ করলে সেখানে নিগৃহীত ব্যক্তিকে ‘জয় বাংলা’ এবং বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানকে উদ্দেশ্য করে ‘জয় বঙ্গবন্ধু’ বলে স্লোগান দিতে শোনা যায়। যা থেকে অনুমান করা যায় ভিডিওটি ‘SIR’-এর বিরুদ্ধে বিক্ষোভের না হয়ে বাংলাদেশের কোনও ঘটনার হতে পারে। তাই এরপর ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম সংগ্রহ করে সেগুলি গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে চলতি বছরের ১১ নভেম্বর Bangladesh Mail24 নামক একটি ফেসবুক পেজে এই একই ভিডিও-সহ একটি পোস্ট পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, “ধানমন্ডি-৩২ এর সামনে জয় বাংলা স্লোগান.....।”

এরপর উক্ত তথ্যের উপরে ভিত্তি করে পরবর্তী অনুসন্ধান চালালে ২০২৫ সালের ১৫ অগস্ট স্বাধীন সময় নামক বাংলাদেশি সংবাদমাধ্যমে এই সংক্রান্ত একটি ভিডিও পাওয়া যায়। সেখানে ভাইরাল ভিডিওর নিগৃহীত ব্যক্তিকে বাংলাদেশ পুলিশের কর্মীরা ঘিরে রেখেছেন। অন্যদিকে ভিডিও থেকে জানা যায়, নিগৃহীত ওই ব্যক্তি পেশায় একজন রিকশাচালক। যিনি ‘ধানমন্ডি ৩২’ নম্বরে ফুল দিতে আসলে জনসাধারণ তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। গত ১৭ অগস্ট অপর এক বাংলাদেশি সংবাদমাধ্যম The Daily Star-এর প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৫ অগস্ট বাংলাদেশের প্রক্তন রাষ্ট্রপতি তথা শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকি উপলক্ষ্যে তাঁর বাসভবন ঢাকার ‘ধানমন্ডি ৩২’ নম্বরে ফুল নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যায় আজিজুর রহমান নামক এক রিকশাচালক। তখন সেখানে উপস্থিত কিছু হাসিনা বিরোধী যুবক আজিজুরকে মারধর করে এবং পুলিশ তাকে গ্রেফতার করে। যদিও ১৭ অগস্ট ঢাকা মেট্রোপলিটন আদালত আজিজুরকে জামিন প্রদান করে।

Advertisement

পাশাপাশি, ভাইরাল ভিডিওটি ঢাকার ‘ধানমন্ডি ৩২’ নম্বর এলাকায় তোলা হয়েছিল কিনা সেই বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত হতে আমরা গুগল ম্যাপে স্থানটি অনুসন্ধান চালাই। অনুসন্ধানে গুগল ম্যাপে প্রপ্ত ঢাকার ‘ধানমন্ডি ৩২’ নম্বর এলাকার ছবির সঙ্গে ভাইরাল ভিডিওর ফ্রেমের হুবহু মিল পাওয়া যায়। নিচে গুগল ম্যাপে ঘটনাস্থলটি দেখা যাবে।

এর থেকে প্রমাণ হয় যে SIR বিরোধী বিক্ষোভে গারীব মানুষদের উপর অত্যাচার দাবি করে সামাজিক যোগাযাযোগ মাধ্যমে ছড়াচ্ছে বাংলাদেশের অসম্পর্কিত ভিডিও।

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

ভিডিওতে SIR বিরোধী বিক্ষোভে গারীব মানুষদের উপর অত্যাচারের দৃশ্য দেখা যাচ্ছে। 

ফলাফল

ভাইরাল ভিডিও-র সঙ্গে ‘SIR’ কিংবা পশ্চিমবঙ্গের কোনও সম্পর্ক নেই। বরং সেটি চলতি বছরের ১৫ অগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকি উপলক্ষ্যে তাঁর বাসভবন ঢাকার ‘ধানমন্ডি ৩২’ নম্বরে শ্রদ্ধাঞ্জলি দিতে আসা এক রিকশাচালককে মারধরের দৃশ্য।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement