
সপ্তাহের শুরুর দু’দিন একটানা বৃষ্টির জেরে জলমগ্ন শহর কলকাতার একাধিক রাস্তা। আর এই আবহে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে চলন্ত একটি যাত্রীবাহী বাসের ভিতরে হুহু করে জল ঢুকতে দেখা যাচ্ছে। পাশাপাশি বাসের সামনের কাঁচ দিয়ে রাস্তার যতটুকু অংশ দেখা যাচ্ছে তাতেও প্রায় কোমর সমান জল জমে আছে।
সরাসরি উল্লেখ করা না হলেও ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, টানা বৃষ্টির জেরে কলকাতার রাস্তায় একটি চলন্ত বাসের ভিতরে জল ঢুকছে। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরল ভিডিওটি শেয়ার করে সেটির ফ্রেমের উপরে লিখেছেন, “বেগমের লন্ডনের টেমস্ নদীতে বাস দৌড়োচ্ছে।” (সব বানান অপরিবর্তিত)
এখানে উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তথা বিজেপি সমর্থকরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ তুলে অনেক সময় তাঁকে ব্যঙ্গাত্মকভাবে ‘বেগম’ বলে কটাক্ষ করেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় কলকাতাকে লন্ডন বানানোর দাবি করেছিলেন। তাই এক্ষেত্রে ‘বেগমের লন্ডন’ বলতে যে মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতা শহরকে বোঝানো হয়েছে তা স্পষ্ট হয়ে যায়।
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, যদিও এটা ঠিক যে সম্প্রতি টানা বৃষ্টির জেরে কলকাতার একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। তবে ভাইরাল ভিডিওটি কলকাতা কিংবা পশ্চিমবঙ্গের নয়। বরং এটি মুম্বাইয়ের ঘটনা এবং অন্ততপক্ষে ২০২১ সাল থেকে ইন্টারনেটে রয়েছে।
সত্য উন্মোচন হলো যেভাবে
ভাইরাল দাবি ও ভিডিওটির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২১ সালের ১২ জুন একটি এক্স হ্যান্ডেলে এই একই ভিডিও পাওয়া যায়। ভিডিওর ক্যাপশন অনুযায়ী, এটি মুম্বাইয়ের ঘটনা। এই একই দাবি-সহ ওই একই সময়ে একটি ইউটিউব চ্যানেল এবং মুম্বাই নামক একটি ফেসবুক পেজেও ভিডিও পাওয়া যায়।
Water safari bus tour..newly launched in mumbai 😄Enjoy😂 pic.twitter.com/88ouovXlRk
— Vishal Upadhyay🇮🇳 (@VishalU15) June 12, 2021
এরপর উক্ত তথ্যের উপরে ভিত্তি করে এই সংক্রন্ত পরবর্তী অনুসন্ধান চালালে ২০২১ সালে দৈনিক ভাস্করের গুজরাটি সংবাদমাধ্যম দিব্য ভাস্করে ভাইরাল ভিডিওর একটি স্ক্রিনশট-সহ একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিগত দিনে একটানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে মুম্বাইয়ের একাধিক প্রান্ত। এমনকি অতিরিক্ত জলের কারণে নদীর আকার ধারণ করে রাস্তাঘাট। এবং ভিডিওতে সেই জল রাস্তা দিয়ে যাওয়া যাত্রীবাহী বাসের ভিতরে সমুদ্রের ঢেউয়ের মতো প্রবেশ করতে দেখা যায়।
অন্যদিকে ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণ করার সময় এর শুরুতে বাসের ভিতরে দাঁড়িয়ে থাকা ব্যক্তির কাঁধের উপর দিয়ে বাসের সামনের অংশ আমরা একটি নম্বর প্লেট দেখতে পাই। পুরো নম্বরটি দেখা না গেলেও ‘H04..729’ অংশটি স্পষ্টভাবে বোঝা যায়। আমরা জানি ভারতীয় গাড়ির নম্বর প্লেটের প্রথম দুটি ইংরাজি বর্ণ নির্দিষ্ট কোনও রাজ্যকে নির্দেশ করে। যেমন কোনও গাড়ির নম্বরের প্রথম দুটি বর্ণ ‘WB’ হলে সেটি পশ্চিমবঙ্গের হবে আবার 'AP' হলে তা হবে অন্ধ্রপ্রদেশের নম্বর। এখানে আমরা দেখতে পাই যে ভাইরাল ভিডিওর বাসের নম্বর প্লেটের প্রথম দুটি বর্ণের দ্বিতীয় বর্ণটি হল ‘H’। ভারতের মধ্যে কেবলমাত্র মহারাষ্ট্র (MH) এবং চণ্ডীগড়ের (CH) গাড়ির নম্বর প্লেটের প্রথম দুটি বর্ণের দ্বিতীয় বর্ণটি ‘H’ হয়ে থাকে। অর্থাৎ এ থেকে আরও একবার স্পষ্ট হয়ে যায় যে ভাইরাল ভিডিওটি পশ্চিমবঙ্গ কিংবা কলকাতার নয়। বরং সেটি মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের।
এর থেকে প্রমাণ হয় যে, মুম্বাইয়ে চলন্ত বাসের ভিতরে জল প্রবেশের পুরনো ভিডিও সম্প্রতি কলকাতার ঘটনা দাবি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে।
ভিডিওতে টানা বৃষ্টির জেরে কলকাতার রাস্তায় একটি চলন্ত বাসের ভিতরে জল ঢুকতে দেখা যাচ্ছে।
যদিও এটা ঠিক যে সম্প্রতি টানা বৃষ্টির জেরে কলকাতার একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। তবে ভাইরাল ভিডিওটি কলকাতা কিংবা পশ্চিমবঙ্গের নয়। বরং এটি ২০২১ সালে মুম্বাইয়ের ঘটনা।