scorecardresearch
 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভিডিয়োকে ইজরায়েলের বিরুদ্ধে হামাসের জয় বলে প্রচার ফেসবুকে

ভিডিওটি শেয়ার করে লেখা হচ্ছে, "ফিলিস্তিনের জয়। সুবানআল্লা এবার ফিলিস্তিনিদের জয় হল। ফিলিস্তিন যোদ্ধাদের সাহস দেখুন।"

Advertisement
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভিডিয়োকে ইজরায়েলের বিরুদ্ধে হামাসের জয় বলে প্রচার ফেসবুকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভিডিয়োকে ইজরায়েলের বিরুদ্ধে হামাসের জয় বলে প্রচার ফেসবুকে

ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওর মাধ্যমে দাবি করা হচ্ছে যে হামাস একটি ইসরায়েলি ট্যাঙ্ককে ঘিরে ইজরায়েলি সেনাদের পর্যুদস্ত করেছে। 

ভিডিওটিতে বন্দুক হাতে কিছু সৈন্যকে একটি ট্যাঙ্ক দখল করতে দেখা যাচ্ছে। তখনই দুই সৈন্যকেও দুই হাত উঁচু করে আত্মসমর্পণের ভঙ্গিতে ট্যাঙ্ক থেকে বেরিয়ে আসতে দেখা যায়। অবশেষে এই সেনারা বন্দুকধারী সৈন্যদের সামনে আত্মসমর্পণ করে। 

ভিডিওটি শেয়ার করে লেখা হচ্ছে, "ফিলিস্তিনের জয়। সুবানআল্লা এবার ফিলিস্তিনিদের জয় হল। ফিলিস্তিন যোদ্ধাদের সাহস দেখুন।"

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক করে দেখেছে যে ভাইরাল ভিডিয়োটি এক বছরেরও বেশি পুরনো এবং এটি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের।

কীভাবে জানা গেল সত্যি

ভাইরাল ভিডিয়োটি থেকে স্ক্রিনশট সংগ্রহ করে তার রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায় যে গত ৫ অক্টোবর, ২০২২ সালের একটি টুইটে একই ভিডিয়ো রয়েছে। ভিডিয়োটির সঙ্গে লেখা রয়েছে যে এতে রাশিয়ান সৈন্যদের ইউক্রেন সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে দেখা যাচ্ছে। টুইটে ভিডিওটি ইউক্রেনের খেরসন এলাকার বলে উল্লেখ করা হয়েছে।

এই তথ্যকে সূত্র ধরে এরপর আমরা কিওয়ার্ড সার্চ করি। তখন এই ভিডিয়োটি একটি দীর্ঘ সংস্করণ "The Telegraph"-এর ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। এখানে ভিডিওটি ২০২২ সালের ৬ অক্টোবর আপলোড করা হয়েছিল। ভিডিওটির সঙ্গে লেখা হয় যে  রাশিয়ান সৈন্যরা খেরসন এলাকায় ইউক্রেনীয় বাহিনীর সামনে আত্মসমর্পণ করেছে। এ সময় রাশিয়ার সেনারাও সাদা পতাকা দেখায়। 

Advertisement

আন্তর্জাতিক মিডিয়া আউটলেটগুলি থেকে সেই সময়ে একই তথ্য সহ ভিডিও "The Sun" এবং "দ্য আইরিশ টাইমস" ও রিপোর্ট করেছে। 

অর্থাৎ বোঝাই যাচ্ছে যে, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের সময়কার একটি ভিডিয়ো বর্তমানে ইজরায়েল-হামাস যুদ্ধের দাবিতে ভাইরাল হচ্ছে। 

ফ্যাক্ট চেক

facebook user

দাবি

ভিডিওতে দেখা যায় কিভাবে হামাস একটি ইসরায়েলি ট্যাংক ও সৈন্যদের ঘিরে ধরে এবং দখল করে।

ফলাফল

এই ভিডিওটি এক বছরেরও বেশি পুরনো এবং এটি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
facebook user
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের সংখ্যা 73 7000 7000 উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Advertisement