
বিগত কয়েকদিনে টানা বর্ষণের জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মুম্বই-সহ মহারাষ্ট্রের একাধিক জেলাতে। এর জেরে ব্যাহত হয়েছে ট্রেন-সহ বাণিজ্য নগরীর বহু পরিষেবা। আর এই সার্বিক পরিস্থিতির মধ্য সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়া একটি বিমানবন্দরের রানওয়েতে একাধিক বিমান দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।
ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, সম্প্রতি টানা ভারী বৃষ্টিপাতের কারণে সম্পূর্ণরূপে জলমগ্ন হয়ে পড়েছে মুম্বই বিমানবন্দরের রানওয়ে। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে এর ফ্রেমের উপরে লিখেছেন, “টানা বৃষ্টিতে মুম্বাই এয়ারপোর্টে নৌকা চলার মত হাল। পুরো মুম্বাইতে বৃষ্টির জলে বন্যা।” (সব বানান অপরিবর্তিত)
এমনকি রিপাবলিক ওয়ার্ল্ড-সহ (আর্কাইভ) একাধিক সংবাদমাধ্যমও (আর্কাইভ) একই দাবি-সহ ভিডিওটি শেয়ার করেছে।
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি মুম্বই বিমানবন্দরের নয়। বরং এটি ২০২৩ সালের ডিসেম্বর মাসে প্রবল বৃষ্টির জেরে চেন্নাই বিমানবন্দর জলমগ্ন হয়ে পড়ার দৃশ্য।
সত্য উন্মোচন হলো যেভাবে
ভাইরাল দাবি ও ভিডিওটির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৩ সালের ৪ ডিসেম্বর একটি এক্স হ্যান্ডেলে এই একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটি শেয়ার করে সেটিকে টানা ভারী বৃষ্টিপাতের জেরে চেন্নাই বিমানবন্দর জলমগ্ন হয়ে পড়ার দৃশ্য বলে উল্লেখ করা হয়েছে। যা থেকে স্পষ্ট হয় যে ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
Understand this is Chennai airport today.
— Tarun Shukla (@shukla_tarun) December 4, 2023
The sea seems to have taken it over.
And the most lowly paid staff in an airline typically are out braving it all. 👏👍#ChennaiRains pic.twitter.com/vJWNTmtTez
এরপর উক্ত তথ্যের উপরে ভিত্তি করে পরবর্তী অনুসন্ধান চালালে ভাইরাল ভিডিও এবং এর স্ক্রিনশট-সহ একাধিক সংবাদমাধ্যমে এই সংক্রান্ত প্রতিবেদন পাওয়া যায়। সেই সব প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালের ৪ ডিসেম্বর ঘূর্ণিঝড় মিগজাউমের কারণে ব্যাপক বৃষ্টিপাত হয় চেন্নাই-সহ তামিলনাড়ুর বিস্তীর্ণ এলাকায়। আর এই বৃষ্টিপাতের কারণে সম্পূর্ণরূপে জলমগ্ন হয়ে পড়ে চেন্নাই বিমানবন্দর। ফলে চেন্নাই বিমানবন্দরের টার্মিনালের ভেতরে আটকে পড়ে ২১টি বিমান এবং প্রায় ১,৫০০ যাত্রী।
অন্যদিকে ভাইরাল ভিডিও ক্লিপটি পর্যবেক্ষণের সময় এর শুরুতে আমরা একটি হলুদ রঙের বোর্ডে একটি স্থানের অক্ষাংশ (Latitude) এবং দ্রাঘিমাংশ (Longitude) দেখতে পাই। এরপর সেই অক্ষাংশ (12°59'5.9"N) এবং দ্রাঘিমাংশ (80°9'47.686"E) নিয়ে গুগল ম্যাপে সার্চ কারলে আমরা দেখতে পাই জায়গাটি চেন্নাই বিমানবন্দরের ট্যাক্সিওয়ের। নিচে গুগল ম্যাপের স্থানটি দেখা যাবে।
এর থেকে প্রমাণ হয় যে, সম্প্রতি ভারী বৃষ্টির জেরে মুম্বই বিমানবন্দর জলমগ্ন হয়ে পড়ার দৃশ্য দাবি করে শেয়ার করা হচ্ছে চেন্নাই বিমানবন্দরের পুরনো ভিডিও।
ভিডিওতে দেখা যাচ্ছে, টানা ভারী বৃষ্টিপাতের কারণে সম্পূর্ণরূপে জলমগ্ন হয়ে পড়েছে মুম্বই বিমানবন্দর।
ভাইরাল ভিডিওটি মুম্বই বিমানবন্দরের নয়। বরং এটি ২০২৩ সালের ডিসেম্বর মাসে প্রবল বৃষ্টির জেরে চেন্নাই বিমানবন্দর জলমগ্ন হয়ে পড়ার দৃশ্য।