২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ মানুষ-সহ দেশ-বিদেশের ভিভিআইপিরা। কিন্তু দেখা যায়নি দেশের প্রথম নাগরিক অর্থাৎ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। এরপরই সোশ্যাল মিডিয়ায় ছবিয়েছে একটি নেতিবাচক পোস্ট যেখানে দাবি করা হয়েছে যে রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়নি। ফেসবুকে অনেকেই লিখেছেন, "রাম মন্দির উদ্বোধনে ডাক পান নাই দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। আদিবাসী বলে কি মন্দিরে প্রবেশের সমস্যা আছে?" (পোস্টের বানান অপরিবর্তিত)
কিন্তু ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিম তদন্ত করে দেখেছে যে, দাবিটি সম্পূর্ণ ভুল। রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিত ছিলেন না এটা ঠিক। কিন্তু তাঁকে সরকারি ভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল।
কীভাবে এগলো অনুসন্ধান?
তদন্তের শুরুতে কিওয়ার্ড সার্চ করে আমরা সংবাদ সংস্থা এএনআই-এর একটি এক্স পোস্ট দেখতে পাই। ১২ জানুয়ারি করা ওই এক্স পোস্ট থেকেই জানা যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁকে সরকারি ভাবে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নীপেন্দ্র মিশ্র,বিশ্বহিন্দু পরিষদের কার্যকরী সভাপতি অলোক কুমাপ ও আরএসএস নেতা রাম লাল।
President Droupadi Murmu was given an invitation to the Ram Temple 'Pran Pratishtha' ceremony by Ayodhya Ram Temple Construction Committee Chairman, Nripendra Mishra, International Working President of Vishwa Hindu Parishad, Alok Kumar and RSS leader Ram Lal, today. pic.twitter.com/cVjVUlvs6k
— ANI (@ANI) January 12, 2024
India Today, CNN-News18 ও TIMES NOW-এর ইউটিউব চ্যানেলও আমরা এই সংক্রান্ত খবর দেখতে পাই।
এছাড়া প্রাণ প্রতিষ্ঠার ঠিক আগের দিন রাষ্ট্রপতির সরকারি এক্স হ্যান্ডেল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য শুভেচ্ছাবার্তা-সহ একটি পোস্টও করা হয়েছিল।
President Droupadi Murmu writes to Prime Minister Shri @narendramodi on the eve of Pran Pratishtha at Shri Ram Mandir in Ayodhya Dham. pic.twitter.com/r6sXXmdanT
— President of India (@rashtrapatibhvn) January 21, 2024
সুতরাং এখন এটা বলাই যায় যে রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে সরকারি ভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল।
রাম মন্দির উদ্বোধনে ডাক পান নাই দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি।
রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে সরকারি ভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল।