
সম্প্রতি লালু প্রসাদ যাবদের স্ত্রী রাবড়ি দেবীর একটি মহরমের তাজিয়া আরধনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, রাবড়ি একটি তাজিয়ার সামনে দাঁড়িয়ে তার আরাধনা করছেন। এবং দূরে বসে লালু প্রসাদ যাদব সেই দৃশ্য দেখছেন।
ভিডিওটি পোস্ট করে বলা হচ্ছে যে, রাবড়ি দেবী মহাকুম্ভকে অকেজো বলেছিলেন তিনি এখন তাজিয়া নিয়ে এমন কাজ করছেন। ক্যাপশনে লেখা হয়েছে, "তাজিয়া নিয়ে লালু যাদবের ছেলে তেজস্বীর মা, যিনি মহাকুম্ভকে অকেজো বলে অভিহিত করেন।"
অর্থাৎ এখানে বলতে চাওয়া হয়েছে যে, যেই রাবড়ি মহাকুম্ভকে অকেজো বলেছিলেন তিনি এখন মহরমের তাজিয়া পূজন করছেন।
আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। মহা কুম্ভমেলার বছরখানেক আগের। এবং মহাকুম্ভ নিয়ে রাবড়ির কোনও বিতর্কিত মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি।
যেভাবে জানা গেল সত্যি
ভাইরাল ভিডিওটির বিষয়ে কিওয়ার্ড সার্চ করে বেশ কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদন পাওয়া যায়। ২০২৩ সালের অগস্ট মাসে এই প্রতিবেদনগুলি প্রকাশ পেয়েছিল যেখানে লালু-পত্নী রাবড়িকে মহরমের তাজিয়া আরাধনা করতে দেখা যাচ্ছে। যা থেকে একটি বিষয় পরিষ্কার হয় যে ঘটনাটি সাম্প্রতিক নয়।
এই বিষয়টি নিয়ে ২০২৩ সালের ২ অগস্ট ইন্ডিয়া টিভি সংবাদ মাধ্যমেও একটি ভিডিও প্রতিবেদন ও বিতর্কের আসর বসেছিল। নীচে এই ভিডিওটি দেখতে পাওয়া যাবে। যা থেকে বুঝতে বাকি থাকে না যে ভিডিওটির সময়কাল প্রায় দেড় বছর আগেকার। এবং সদ্য সমাপ্ত মহাকুম্ভের থেকে এক বছরেরও বেশি আগেকার।
মহাকুম্ভ নিয়ে রাবড়ি কিছু বলেছিলেন?
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও লালু প্রসাদ যাদবের মতো হেভিওয়েট নেতার স্ত্রী হিসেবে যদি রাবড়ি দেবী মহাকুম্ভ নিয়ে কোনও বিতর্কিত মন্তব্য করে থাকতেন, তবে সেই নিয়ে নানা সংবাদ মাধ্যমে নিশ্চিতভাবে খবর প্রকাশ পেত। কিন্তু ইংরেজি, হিন্দির মতো ভাষায় কিওয়ার্ড সার্চ করে আমরা তেমন কোনও প্রতিবেদন পাইনি।
তবে এ কথা ঠিক যে লালু প্রসাদ যাদব মহাকুম্ভ মেলা চলাকালীন বিতর্কিত মন্তব্য করেছিলেন। আসলে মহাকুম্ভের শেষ পর্যায়ে নয়াদিল্লি রেলস্টেশনে অতিরিক্ত ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে সরকারি হিসাব অনুযায়ী ১৮ জনের মৃত্যু হয়েছিল। অনেকে আহত হয়েছিলেন।
এই ঘটনার পরই প্রতিক্রিয়া জানাতে গিয়ে লালু বলেন যে, "মহাকুম্ভ ফালতু।" তাঁর মন্তব্য ছিল, "অন্তত্য দুঃখজনক ঘটনা ঘটেছে। আমি সকল মৃতদের শ্রদ্ধা জানাই। রেলের ভুল, রেলের অব্যবস্থাপনা এবং অসাবধানতার কারণে এতজন মানুষের মৃত্যু হয়েছে।" এরপর মহাকুম্ভে হওয়া জনসমাগম নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ সব কুম্ভের কোনও মানে আছে! ফালতু একেবারে কুম্ভ।" লালুর মন্তব্য নীচে দেখা দেখা যাবে।
ফলে বোঝাই যাচ্ছে যে, ২০২৩ সালের অগস্ট মাসের একটি ভিডিওকে মহাকুম্ভে করা লালুর মন্তব্যর সঙ্গে রাবড়িকে জুড়ে বিভ্রান্তিকর দাবিতে শেয়ার করা হচ্ছে।
ভিডিওতে দেখা যাচ্ছে রাবড়ি দেবী যিনি মহাকুম্ভকে অকেজো বলেছিলেন তিনি এখন মহরমের তাজিয়া পুজো করছেন।
ভিডিওটি ২০২৩ সালের অগস্ট মাসের। মহাকুম্ভকে লালু প্রসাদ 'ফালতু' বলেছিলেন, রাবড়ি নয়।