scorecardresearch
 

নরেন্দ্র মোদিকে উপহার দেওয়া মূর্তি অযোধ্যার রাম মন্দিরে স্থাপন করা হচ্ছেনা

রাম মন্দিরে স্থাপিত মূর্তি ৭ ফুট লম্বা এবং গোলাপকাঠের তৈরী

Advertisement
RAM MANDIR RAM MANDIR

সোশ্যাল মিডিয়ায় উঠে এলো এক ছবি যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখা যাচ্ছে রামের এক মূর্তি ধরে থাকতে।

পরেশ গায়েন নামক এক ফেসবুক ব্যবহারকারী ফেসবুকে এই ছবি পোস্ট করে দাবি করেছেন যে এটাই সেই রামের মূর্তি যেটা স্থাপিত করা হবে অযোধ্যার রাম মন্দিরে। পোস্টের ছবির সাথে লেখা আছে, "জয় শ্রী রাম। অযোধ্যার মন্দিরের এটাই সেই রামলালার মূর্তি। যেটা রাম মন্দিরে স্থাপিত হবে।"

পোস্টের আর্কাইভ আপনারা দেখতে পাবেন এখানে

 

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে দেখেছে যে এটা একটা ক্ষুদ্রাকার মূর্তি এবং এটা রাম মন্দিরে স্থাপিত করা হয়নি । রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে ছবির সূত্র খুঁজে পাওয়া গেছে প্রকাশিত খবরে যেখানে দেখা যাচ্ছে প্রধানমত্রীর সাথে এই মূর্তি ধরে আছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রকাশিত খবরে ছবির ক্যাপশনে লেখা আছে যে নরেন্দ্র মোদির হাতে যে মূর্তি আছে সেটা হলো এক স্মারকচিহ্ন যেটা যোগী আদিত্যনাথ তাকে উপহার দিচ্ছেন।

ram mandir


ওপরের প্রকাশিত খবরেই আমরা খুঁজে পাই রাম মন্দিরে স্থাপিত করা রামের মূর্তির বিস্তারিত তথ্য। তথ্যে বলা হচ্ছে যে স্থাপিত করা মূর্তি ৭ ফুট লম্বা এবং গোলাপকাঠের তৈরী। এই মূর্তি তৈরী করেছেন ব্যাঙ্গালোরের এম.রামামুর্থী, যিনি একজন দেশের নামকরা মূর্তিকার। রামামুর্থীর তৈরী করা মূর্তি যেটা মন্দিরে স্থাপিত হচ্ছে  সেটা ৭.৫ ফুট লম্বা এবং এটা উত্তর প্রদেশ সরকার তাঁর থেকে কিনেছে ৩৫ লক্ষ্য টাকায়। এই মূর্তির ধরণ চলা বংশের সময়ের মতো।

ram mandir


আমরা আসল মূর্তির উদ্বোধনের ছবি খুঁজে পাই প্রকাশিত খবর থেকে। তার লিংক আপনারা দেখতে পাবেন এখানে, এবং এখানে

এর থেকে বোঝা যাচ্ছে ফেসবুকের কর এই দাবি সঠিক নয়।

Advertisement

ফ্যাক্ট চেক

A facebook user named Paresh Gain

দাবি

প্রধানমন্ত্রীর হাতে এটাই সেই মূর্তি যেটা স্থাপিত করা হচ্ছে অযোধ্যার রাম মন্দিরে ।

ফলাফল

প্রধানমন্ত্রীর হাতে যে মূর্তিটা দেখে যাচ্ছে সেটা একটা স্মারকচিহ্ন যেটা তাকে উপহার দিয়েছেন যোগী আদিত্যনাথ।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
A facebook user named Paresh Gain
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের সংখ্যা 73 7000 7000 উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Advertisement