
চলছে ক্রিকেট বিশ্বকাপ। ক্রিকেট-জ্বরে কাবু গোটা উপমহাদেশ। তবে এরই মধ্যে জানা গিয়েছে, ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দৌড়ে এগিয়ে রয়েছে সৌদি আরব। অস্ট্রেলিয়া আবেদনকারী হিসেবে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ার পর এখন অনুমান করা হচ্ছে যে ১১ বছর বাদে সৌদি আরবেই বসবে বিশ্বকাপ ফুটবলের আসর।
এই বিষয়টি কেন্দ্র করে এবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট বেশ ভাইরাল হয়েছে। যেখানে বেশ কয়েকটি অত্যাধুনিক রকমের স্টেডিয়ামের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। বেশ কয়েকজন ছবিটি শেয়ার করে দাবি করছেন, ১১ বছর পর অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপ স্টেডিয়ামগুলির ডিজাইন প্রকাশ করা হয়েছে সৌদি আরবের পক্ষ থেকে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, "সৌদি আরবে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ স্টেডিয়ামগুলো কেমন হবে তার ডিজাইন ইতিমধ্যে প্রকাশ করেছে।"
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে পেয়েছে যে সৌদি আরব এখনও পর্যন্ত কোনও স্টেডিয়ামের ডিজাইন তৈরি করেনি। ভাইরাল ছবিগুলি AI বা কৃত্তিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি ও এক টিকটক ব্যবহারকারী তৈরি করেছেন।
কীভাবে জানা গেল সত্যি
ভাইরাল ছবিগুলিকে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে খোঁজার পর সবার প্রথম আমরা ওই ছবিগুলি একটি আরবি ওয়েবসাইটে দেখতে পাই। সেই প্রতিবেদনটি অনুবাদ করে জানা যায় যে, সোশ্যাল মিডিয়ার কিছু ব্যবহারকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি কিছু ছবি শেয়ার করেছেন।
সেই ছবিগুলি শেয়ার করে বলা হয়েছে যে, ২০৩৪ সালে সৌদি আরবে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপের স্টেডিয়ামগুলি দেখতে কেমন হতে পারে, সেই নিয়েই ফুটবল ভক্তরা কিছু প্রস্তাবিত ছবি তৈরি করেছেন। এই সবকটি ছবির উপর এক টিকটিক ব্যবহারকারীর হ্যান্ডেলের ওয়াটারমার্ক দেখা যাচ্ছে, যা হল- @ibrahima5118।
এই বিষয়টিকে সূত্র ধরে আমরা টিকটকে ওই আইডিটি সার্চ করি, ও সেখানে দেখা যায় যে ওই ব্যবহারকারী আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে তৈরি বেশ কিছু ছবি নিজের হ্যান্ডেলে শেয়ার করেছেন। সেখানেই আমরা দেখতে পাই যে তিনি ওই স্টেডিয়ামের ছবিগুলিও শেয়ার করেছেন ও আরবি ভাষায় ক্যাপশন লিখেছেন।
সেই ক্যাপশনগুলি অনুবাদ করে দেখা যায় ওই ব্যবহারকারী স্পষ্টতই লিখেছেন যে এগুলি কৃত্তিম বুদ্ধিমত্তায় তৈরি। সেই সঙ্গে তিনি এটাও পরিষ্কার করেছেন যে এগুলি তাঁর Prediction বা Expectation. অর্থাৎ তিনি অনুমান অথবা আশা করছেন যে স্টেডিয়ামগুলি এই ধরনের হলেও হতে পারে।
ফলে বোঝাই যাচ্ছে যে এই ছবিগুলিতে যে স্টেডিয়াম দেখা যাচ্ছে, তার ডিজাইন সৌদি আরব প্রকাশ করেনি এবং স্টেডিয়ামগুলি আদৌ এমন দেখতে হবে কিনা সেই বিষয়েও কোনও নিশ্চয়তা নেই।
অন্যদিকে, ২০৩৪ সালের বিশ্বকাপ যে সৌদি আরবে হতে চলেছে সেই বিষয়টি মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে কারণ অস্ট্রেলিয়া আবেদনকারী হিসেবে তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে। তবে বিশ্বকাপের ম্যাচগুলি কোথায় বা কোন কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, এই নিয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি।
সৌদি আরবে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ স্টেডিয়ামগুলো কেমন হবে তার ডিজাইন ইতিমধ্যে প্রকাশ করেছে।
সৌদি আরব এখনও কোনও ডিজাইন প্রকাশ করেনি। এই ছবিগুলি এক টিকটক ব্যবহারকারী AI দ্বারা তৈরি করে লেখেন যে তিনি অনুমান অথবা আশা করছেন যে স্টেডিয়ামগুলি এই ধরনের হলেও হতে পারে।