ফ্যাক্ট চেক: গৌরী খান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? ভাইরাল ছবির আসল সত্য জানুন

ফেসবুক ও টুইটারে ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, গৌরী খান হিজাব পরে মক্কায় রয়েছেন। এসব ছবির সাথে ক্যাপশনে লেখা হচ্ছে, "বিয়ের ৩৩ বছর পর ধর্ম বদলালেন শাহরুখের স্ত্রী গৌরী।"

Advertisement
ফ্যাক্ট চেক: গৌরী খান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? ভাইরাল ছবির আসল সত্য জানুন

সামাজিক মাধ্যমে একের পর এক দাবি উঠছে, বলিউড বাদশা শাহরুখ খানের স্ত্রী গৌরী খান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই দাবির সমর্থনে তার হিজাব পরা কিছু ছবি ভাইরাল হয়েছে। অনেকেই দাবি করছেন, শাহরুখের প্রভাবে গৌরী ইসলাম গ্রহণ করেছেন এবং এই ছবিগুলো সেটির প্রমাণ।

ফেসবুক ও টুইটারে ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, গৌরী খান হিজাব পরে মক্কায় রয়েছেন। এসব ছবির সাথে ক্যাপশনে লেখা হচ্ছে, "বিয়ের ৩৩ বছর পর ধর্ম বদলালেন শাহরুখের স্ত্রী গৌরী।"

কীভাবে জানা গেল সত্যি

সর্বপ্রথম আমরা কীওয়ার্ড সার্চের মাধ্যমে খোঁজার চেষ্টা করি যে শাহরুখ পত্নী গৌরীর ধর্মান্তকরণ সম্পর্কিত কোনও বিশ্বাসযোগ্য নিউজ রিপোর্ট রয়েছে কি না। কিন্তু এমন কোনও রিপোর্ট আমাদের নজরে আসেনি। 

যদিও ভাইরাল ছবিগুলো প্রাথমিকভাবে সংশয়ের জন্ম দেয়। কারণ সেখানে শাহরুখ ও গৌরীর মুখের সঙ্গে তাদের বর্তমান সময়ের মুখ মণ্ডলের সাদৃশ্য পাওয়া যায় না। সেই সঙ্গে ছবিতে তাদের ত্বকও মাত্রাতিরিক্ত মসৃণ। যা ইঙ্গিত করে যে ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বানানো হয় থাকতে পারে।

এরপর ছবিগুলিকে এআই ডিটেক্টর টুলের মাধ্যমে পরীক্ষা করা যায়। যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা ছবি ধরতে সাহায্য করে। হাইভ মডারেশন এবং সাইট ইঞ্জিন-এর মতো টুলের সাহায্যে পরীক্ষার পর দেখা যায়, এই ছবিগুলিকে এআই দ্বারা তৈরি বলেই জানানো হচ্ছে। 

সব মিলিয়ে বলাই যায় যে এআই দ্বারা তৈরি ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর দাবি ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

 

ফ্যাক্ট চেক

Social Media Users

দাবি

শাহরুখ খানের স্ত্রী গৌরী খান সম্প্রতি মক্কায় গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

ফলাফল

এই দাবি ভিত্তিহীন। ভাইরাল ছবিগুলি এআই দ্বারা নির্মিত। 

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Social Media Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement