ফ্যাক্ট চেক: বিহারে রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’ দাবিতে প্রচার মহারাষ্ট্রের ধর্মীয় শোভাযাত্রার ভিডিও

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রার নয়। বরং এটি চলতি বছরের জুলাই মাসে মহারাষ্ট্রের শেগাঁওয়ে গজানন মহারাজের বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত শ্রী পালকি উৎসবের শোভাযাত্রার দৃশ্য।

Advertisement
ফ্যাক্ট চেক: বিহারে রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’ দাবিতে প্রচার মহারাষ্ট্রের ধর্মীয় শোভাযাত্রার ভিডিও

সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তোলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এমনকি, কমিশন এবং কেন্দ্রের শাসকদল বিজেপিকে কাঠগড়া তুলে বিধানসভা ভোটের প্রাক্কালে বিহারে ভোটার অধিকার যাত্রার আয়োজন করেছেন তিনি। এই কর্মসূচিতে লোকসভার বিরোধী দলনেতার সঙ্গে অংশ নিচ্ছেন আরজেডি নেতা তেজস্বী যাবদও।

আর এই সার্বিক পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে কোনও একটি রাস্তার উপরে কাতারে-কাতারে মানুষের জনপ্লাবন দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে অনেকে দাবি করছেন সেটি বিহারে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রার দৃশ্য। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “দেখুন বিহারে রাহুল গান্ধির সভায় যোগ দিতে ভিড় করেচে লক্ষ লক্ষ লোক। বিহারের মানুষ বলছে বিজেপি আর নিতিশ কুমার বিদায় হচ্চে।” (সব বানান অপরিবর্তিত)

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রার নয়। বরং এটি চলতি বছরের জুলাই মাসে মহারাষ্ট্রের শেগাঁওয়ে গজানন মহারাজের বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত শ্রী পালকি উৎসবের শোভাযাত্রার দৃশ্য।

সত্য উন্মোচন হলো যেভাবে

ভাইরাল দাবি ও ভিডিওর সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৫ সালের ৩১ জুলাই একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই একই ভিডিও-সহ একটি পোস্ট পাওয়া যায়। ক্লিপটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, “খামগাঁও থেকে শেগাঁওয়ের লাইভ ভিডিও।” এরপর এই সংক্রান্ত অনুসন্ধান চালালে আমরা জানতে পারি খামগাঁও এবং শেগাঁও হলো মহারাষ্ট্রের বুলদানা জেলার দুটি শহর। 


এখানে উল্লেখ্য, বিহারে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা শুরু হয় চলতি বছরের ১৭ অগস্ট থেকে। অন্যদিকে ভাইরাল ভিডিওটি তার বেশকিছু দিন আগে থেকে ইন্টারনেটে রয়েছে। তাই এর থেকে স্পষ্ট হয়ে যায় যে ভিডিওটি ভোট অধিকার যাত্রার সঙ্গে সম্পর্কিত নয়। বরং এটি অন্য কোনও ঘটনার দৃশ্য। এরপর পরবর্তী অনুসন্ধান চালালে গত ২ আগস্ট মারাঠি সংবাদমাধ্যম Divya Varhad-এর অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, “খামগাঁও শহর থেকে শেগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে গজানন মহারাজের পালকি।”

Advertisement


এরপর উক্ত তথ্যের উপরে ভিত্তি করে কিওয়ার্ড সার্চ করলে টাইমস অব ইন্ডিয়াতে এই সংক্রান্ত একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদন থেকে জানা যায়, ফি-বছর মহারাষ্ট্রের বুলদানা জেলায় শ্রী গজানন মহারাজের বার্ষিকী উপলক্ষ্যে পালকি উৎসবের আয়োজিত হয়। এই উৎসব উপলক্ষ্যে বুলদানা জেলার শেগাঁও মন্দির প্রাঙ্গণ থেকে পালকিটি বের একটি ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয়। যা পালকি শোভাযাত্রা নামে পরিচিত। জুন মাসের প্রথম সপ্তাহে শুরু হওয়া এই ধর্মীয় শোভাযাত্রাটি দু’মাসে মোট ১,২৭৫ কিমি পথ ভ্রমণ করে। এরমধ্যে পণ্ঢরপুরে ৭২৫ কিমি এবং শেগাঁওতে ফিরে ৫৫০ কিমি ভ্রমণ করা হয়। ১৯৬৮ সালে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী শোভাযাত্রাটি বিগত ৫৬ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে।

চলতি বছরের ৩১ জুলাই Divya Varhad Marathi-র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই পালকি শোভাযাত্রার শেষ পর্বের একটি ভিডিও শেয়ার করা হয়েছে।  ৯ মিনিট ৪ সেকেন্ডের সেই শোভাযাত্রার ভিডিও-র ৭ মিনিটের পরের দৃশ্যের সঙ্গে ভাইরাল ভিডিওর মিল পাওয়া যায়। এমনকি উভয় ভিডিওতে থাকা তাঁবু, রাস্তায় পার্ক করা লরি এবং ফ্লেক্স বোর্ডগুলির মধ্যে হুবহু মিল পাওয়া যায়।

এর থেকে প্রমাণ হয় যে, বিহারে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রার দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হচ্ছে মহারাষ্ট্রের ধর্মীয় শোভাযাত্রার ভিডিও।

ফ্যাক্ট চেক

Facebook users

দাবি

ভিডিওতে বিহারে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় মানুষের জনপ্লাবনের দৃশ্য দেখা যাচ্ছে।

ফলাফল

ভাইরাল ভিডিওটি রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রার নয়। বরং এটি মহারাষ্ট্রের শেগাঁওয়ে গজানন মহারাজের বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত শ্রী পালকি শোভাযাত্রার দৃশ্য।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement