ফ্যাক্ট চেক: নেপালে উঠল ভারত মাতার জয় ও বন্দে মাতরম স্লোগান? না, ভিডিওটি সিকিমের

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভিডিওটি নেপাল নয়, বরং ভারতের সিকিমের। ২০২৫ সালের অগস্ট মাসে এই মিছিল বেরিয়েছিল।

Advertisement
ফ্যাক্ট চেক: নেপালে উঠল ভারত মাতার জয় ও বন্দে মাতরম স্লোগান? না, ভিডিওটি সিকিমের

নেপালে ঘটে যাওয়া আন্দোলন ও গণঅভ্যুত্থানের পর  প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে দেশের প্রধানমন্ত্রী করা হয়েছে। তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেবেন। এই আবহে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতে শুরু করেছে যেখানে কিছু মানুষকে ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে একটি মিছিলে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে। এই মিছিল থেকে ভারত মাতা কি জয় এবং বন্দে মাতরম স্লোগান তোলা হচ্ছে।

ভিডিওটি পোস্ট করে দাবি করা হচ্ছে যে, এই ভিডিওটি নেপালের। যেখানে নাকি ভারত মাতা কি জয় এবং বন্দে মাতরম স্লোগান উঠেছিল। ভিডিওটির সঙ্গে লেখা হয়েছে, “বন্ধুরা দেখুন ভারতের অঙ্গরাজ্য হতে চাইছে নেপাল আর রাজ্যে অনেক দালাল বসে আছে যারা আমাদের ভারত তাকেই টুকরো করতে চাইছে।”

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভিডিওটি নেপাল নয়, বরং ভারতের সিকিমের। ২০২৫ সালের অগস্ট মাসে এই মিছিল বেরিয়েছিল।

সত্য উন্মোচন হলো যেভাবে

ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে সেগুলো রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে খোঁজা হলে দেখা যায় যে ওই একই ভিডিও সিকিমের অনেক ফেসবুক ব্যবহারকারী গত ১২ অগস্ট নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন। এর থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে নেপালে হওয়া সাম্প্রতিক আন্দোলনের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।

একজন ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লেখেন যে এটি সিকিমের রাজধানী গ্যাংটকের একটি ভিডিও, যেখানে স্বাধীনতা দিবসের আগে "হর ঘর তিরঙ্গা" যাত্রা বের করা হয়।

এই সূত্রের সাহায্যে কিওয়ার্ড সার্চ করে আমরা সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং-এর ১২ অগস্টের একটি ফেসবুক পোস্ট পাই যেখানে তিনি এই যাত্রার কথা উল্লেখ করেছেন। এই পোস্টে সিকিমের মুখ্যমন্ত্রী অনেকগুলি ছবিও শেয়ার করেছিলেন।

Advertisement

এই ছবিগুলিতে প্রেম সিং তামাংকে সাদা পোশাকে দেখা যাচ্ছে এবং ভাইরাল ভিডিওতে তাকেও একই পোশাকে দেখা যাচ্ছে। এই যাত্রাপথে সিকিমের রাজ্যপাল ওপি মাথুরও তাঁর সঙ্গে ছিলেন যাঁকে ছবিতে এবং ভাইরাল ভিডিওতে দেখা যাবে।  

সিকিমের গ্যাংটকে অনুষ্ঠিত "হর ঘর তিরঙ্গা" যাত্রা সম্পর্কে একাধিক সংবাদ প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল । এর থেকে স্পষ্ট যে ভিডিওটি সিকিমের, নেপালের নয়। 

নেপালের কোনও দল বা গোষ্ঠী হিন্দু রাষ্ট্রের দাবি তুলেছে কিনা তা আমরা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারছি না। তবে নেপালে চলা জেন জ়ি বিক্ষোভের মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে এক যুবককে বলতে শোনা যায় যে তিনি মোদীর মতো প্রধানমন্ত্রী চান।

ফ্যাক্ট চেক

facebook users

দাবি

এই ভিডিওটি নেপালের যেখানে একটি মিছিলে অনেকে ভারত মাতা কি জয় এবং বন্দে মাতরম স্লোগান দিচ্ছিল।

ফলাফল

এই ভিডিওটি নেপালের নয় বরং সিকিমের রাজধানী গ্যাংটকের, যেখানে ১২ আগস্ট 'হর ঘর তিরঙ্গা' যাত্রা বের করা হয়েছিল।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement