ফ্যাক্ট চেক: নেপাল প্রধানমন্ত্রী হিসেবে মোদীকেই চায়! না, ছড়াচ্ছে সিকিমের পুরনো ভিডিও

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওতে মিথ্যে দাবি করা হয়েছে। মিছিলের ভিডিওটি আসলে ভারতের সিকিম রাজ্যের। নেপালের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।

Advertisement
ফ্যাক্ট চেক: নেপাল প্রধানমন্ত্রী হিসেবে মোদীকেই চায়! না, ছড়াচ্ছে সিকিমের পুরনো ভিডিও

নেপালবাসীও এ বার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে। এই দাবিতে এ বার সোশ্যাল মিডিয়ায় একটি ছোট আকারের মিছিলের ভিডিও ছড়িয়ে পড়েছে।

ভিডিও-তে বেশ কিছু নারী-পুরুষকে ভারতের জাতীয় পতাকা ও ঢোল নিয়ে একটি মিছিলে অংশ নিতে দেখা যাচ্ছে। মিছিলের অগ্রভাগে একটি ব্যানার রয়েছে। যে ব্যানারে নরেন্দ্র মোদীর একটি ছবিও আছে। এই মিছিল নাকি নেপালে বেরিয়েছিল, এমনই দাবি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওটির উপর লেখা হয়েছে, "নেপালবাসী মোদিকেই প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন দেখুন সরাসরি। ভারতীয় হলে গর্বের সঙ্গে শেয়ার করুন বন্ধুরা।"

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওতে মিথ্যে দাবি করা হয়েছে। মিছিলের ভিডিওটি আসলে ভারতের সিকিম রাজ্যের। নেপালের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।

সত্য উন্মোচন হলো যেভাবে

ভিডিওতে থাকা ব্যানারটি একটি ভালোভাবে লক্ষ্য করলেই সেখানে ইংরেজিতে লেখা দেখা যাবে, "SIKKIMESE LIMBOO TRIBES WARMLY WELCOME TO HON'BLE PRIME MINISTER OF INDIA SHRI. NARENDRA MODI JI TO THE STATE OF SIKKIM." এর থেকেই আন্দাজ করা যায় যে ভিডিওটি খুব সম্ভবত নেপালের নয়।

সিকিমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে এই ধরনের মিছিল কবে বের করা হয়েছিল, এই সম্পর্কে কিওয়ার্ড সার্চ করা হলে আমরা চন্দ্র হং ইয়াকথুংবা নামে একজন ফেসবুক ব্যবহারকারী প্রোফাইলে একই মিছিলের আরেকটি ভিডিও খুঁজে পাই।

চলতি বছর ২৯ মে চন্দ্র এই ভিডিওটি পোস্ট করে লেখেন যে, সিকিমের লিম্বু উপজাতির লোকেরা প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে। পোস্টের ক্যাপশনে তিনি সিকিম সরকারের লিম্বু সাংস্কৃতিক অফিসের একজন আধিকারিক এসপি ম্যাংইউংকেও ট্যাগ করেন।

এসপি ম্যাংইউং-এর প্রোফাইল ঘেঁটে আমরা দেখি যে তিনি ২৯ মে সিকিমের সাংবাদিক কবিতা শর্মার একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওতে কবিতা লিম্বু উপজাতির দ্বারা বের করা এই মিছিলের একটি দীর্ঘায়িত দৃশ্য তুলে ধরেন। এই মিছিলের সামনে ঠিক সেই ব্যানার ও মানুষজনকে দেখা যাচ্ছে যাদের ভাইরাল ভিডিও-র প্রথম অংশে দেখা গেছে। যা থেকে পরিষ্কার হয়ে যায় যে এই মিছিলটি নেপালে নয়, সিকিমে অনুষ্ঠিত হয়েছিল।

Advertisement

আসলে প্রধানমন্ত্রী মোদীর ২৯ মে সিকিম সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তাঁর সফর বাতিল হয়ে যায় এবং তিনি বাগডোগরা থেকে ভিডিও কনফারেনসিং-এর মাধ্যমে সভায় যোগ দেন।

নেপালে প্রধানমন্ত্রী মোদীর সমর্থনে কোনও সমাবেশ বা মিছিল হয়েছে কিনা তা জানতে আমরা নেপালি সাংবাদিক নকুলের সঙ্গেও যোগাযোগ করি। তিনি আমাদের জানান যে সাম্প্রতিক সময়ে সেখানে এই ধরনের কোনও কর্মসূচি নেওয়া হয়নি।

তবে নেপালে চলা জেন জ়ি বিক্ষোভের মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে এক যুবককে বলতে শোনা যায় যে তিনি মোদীর মতো প্রধানমন্ত্রী চান।

 

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে নেপালের মানুষ কীভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনে মিছিল বের করেছেন।

ফলাফল

ভিডিওটি নেপালের নয় বরং সিকিমের। যেখানে গত ২৯ মে লিম্বু জনজাতির লোকজন এই মিছিল বের করেছিলেন।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement