ফ্যাক্ট চেক: সৃজন ভট্টাচার্যের সঙ্গে পাক 'চর' জ্যোতি মালহোত্রার ছবিটি ভুয়ো, ছড়াচ্ছে মিথ্যে দাবিতে 

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ছবিটি সম্পাদিত। আসল ছবিতে অন্য এক এসএফআই নারী কর্মীর ছবি ছিল যার মুখ বদলে জ্যোতি মালহোত্রার ছবি বসানো হয়েছে। 

Advertisement
ফ্যাক্ট চেক: সৃজন ভট্টাচার্যের সঙ্গে পাক 'চর' জ্যোতি মালহোত্রার ছবিটি ভুয়ো, ছড়াচ্ছে মিথ্যে দাবিতে 

ইউটিউব ভ্লগিংয়ের আড়ালে পাকিস্তানের হয়ে 'গুপ্তচরবৃত্তি' করার অভিযোগে সম্প্রতি হরিয়ানার জ্যোতি মালহোত্রা নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই জানা গিয়েছে যে জ্যোতি বেশ কয়েকবার কলকাতায় এসেছিলেন। 

এই আবহে সিপিএমের তরুণ নেতা তথা রাজ্য এসএফআই সম্পাদক সৃজন ভট্টাচার্যের একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে তাঁর পাশে একজন নারীকে দেখা যাচ্ছে। এই নারীই গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত জ্যোতি মালহোত্রা বলে একাধিক সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকার নিজেদের ফেসবুকে দাবি করেছেন। 

একই দাবিতে নানা ধরনের ক্যাপশন-সহ ছবিটি পোস্ট করা হয়েছে। 

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ছবিটি সম্পাদিত। আসল ছবিতে অন্য এক এসএফআই নারী কর্মীর ছবি ছিল যার মুখ বদলে জ্যোতি মালহোত্রার ছবি বসানো হয়েছে। 

সত্য উন্মোচন হলো যেভাবে 

ভাইরাল ছবিটিকে গুগল লেন্সের মাধ্যমে খোঁজা হলে আসল ছবিটি আমরা পাই পূর্বাদ্রি পোদ্দার নামে এক ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইলে। পূর্বাদ্রি নিজের এই ছবিটি পোস্ট করেছিলেন গত ২৩ এপ্রিল, অর্থাৎ, পহলগাঁও-তে জঙ্গি হামলার একদিন পর। তখন পর্যন্ত জ্যোতি মালহোত্রার নাম আলোচনায় আসেনি। 

দুটি ছবি একসঙ্গে রেখে তুলনা করলে পরিষ্কার হয়ে যায় যে আসল ছবিতে থাকা মুখটি সরিয়ে সেখানে জ্যোতি মালহোত্রার মুখ বসিয়ে সেই ছবি মিথ্যে দাবিতে প্রকাশ করা হয়েছে। পূর্বাদ্রি সরোজিনী নায়ডু কলেজের প্রাক্তনী। আপাতত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। বরাহনগরের বাসিন্দা এই তরুণী সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের কর্মী।

এই বিষয়ে কিওয়ার্ড সার্চ করে জানা যায়, সৃজন ইতিমধ্যেই কলকাতা পুলিশের সাইবার সেলে এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন। সেই সঙ্গে তিনি নিজের ফেসবুকে এই সংক্রান্ত একটি পোস্টও দেন গত ২০ মে।

Advertisement

সবমিলিয়ে পরিষ্কার হয়ে যায় যে ভাইরাল ছবিটি ভুয়ো এবং এডিট করে সেখানে জ্যোতি মালহোত্রার মুখ বসিয়ে প্রচার করা হচ্ছে, যা ভিত্তিহীন। 

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

এই ছবিতে দেখা যাচ্ছে পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার জ্যোতি মালহোত্রার সঙ্গে বাম নেতা তথা এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যকে। 

ফলাফল

ভাইরাল ছবিটি সম্পাদিত, আসল ছবিতে পূর্বাদ্রি পোদ্দার নামে এক এসএফআই কর্মীকে দেখা গিয়েছিল। 

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement