বুলা চৌধুরীর পুরোনো ছবি নব্য সাঁতারু সায়নী দাসের বলে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে

বুলা চৌধুরীর ছবি পোস্ট করে দাবি, প্রশান্ত মহাসাগর সাঁতার অতিক্রম করে ইতিহাস গড়লেন সায়নী দাস

Advertisement
বুলা চৌধুরীর পুরোনো ছবি নব্য সাঁতারু সায়নী দাসের বলে ভাইরাল সোশ্যাল মিডিয়াতেসোশ্যাল মিডিয়াতে বুলা চৌধুরী হয়ে উঠলেন সায়নী দাস

এবার সাঁতারু সায়নী দাসের একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো।

বেশ কয়েকজন ফেসবুক ব্যবহারকারী এই ছবিটি পোস্ট করে লিখেছেন, "যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রশান্ত মহাসাগরের প্রচন্ড ঠান্ডা তীব্র স্রোত আর হাঙ্গর-তিমির আতঙ্ক উপেক্ষা করে ৩৩ কিমি সাঁতার কেটে টানা ১২ঘন্টা ৪৬মিনিট অতিক্রম করে বিজয়ী হয়ে ইতিহাস গড়লেন ২১ বছর বয়সীপশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কালনার সাহসিনী মেয়ে সায়নী দাস। আজ বঙ্গ নারীর জন্য গোটা দেশ গর্বিত।"

এই একই ছবি ও দাবি সহ পোস্টের আর্কাইভ দেখতে পাবেন এখানে, এখানেএখানে

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।

ছবিটি কার?

পোস্টে ব্যবহৃত ছবিটি বেশ সুপরিচিত। তাই পোস্টটি এক ঝলক দেখলেই সন্দেহ উদয় হয়। তাই আমরা ছবিটির সূত্র খুঁজে বের করার চেষ্টা করি। 

প্রথমে পোস্টের থেকে ছবিটি ক্রপ করে নিয়ে ছবিটিকে রিভার্স সার্চ করে দেখি। দেখা যাচ্ছে ছবিটি সায়নী দাসের নয়, বুলা চৌধুরীর। সেই বুলা চৌধুরী যিনি প্রথম মহিলা হিসেবে পাঁচটি মহাদেশের সাতটি সমুদ্র সাঁতরে পার করেছিলেন। পদ্মশ্রী ও অর্জুন পুরস্কার দুটোই পেয়েছেন তিনি। এছাড়া, ২০০৬ সালে অধুনা লিপ্ত নন্দনপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। 

Bula Chowdhury

ছবিটি কোথাকার ও কবেকার তা জানতে পারে এবার আমরা বুলা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করি। তিনি জানান ১৯৮৮ কিংবা ১৯৮৯ সালে তোলা হয়েছিল। 

"সেই সময়ে আমি জামশেদপুরে টাটা স্টিলে কর্মরত। ছবিটি জামশেদপুরের একটি সুমিং পুলে তোলা হয়েছিল," আজতক-কে জানালেন বুলা চৌধুরী।

এর পর আমরা কিওয়ার্ড সার্চ করে টাইমস অফ ইন্ডিয়া-র ২০১৭ সালে প্রকাশিত প্রতিবেদনে সায়নী দাসের ছবি খুঁজে পাই। 

Advertisement

Sayani Das

এছাড়া সায়নী নিজের টুইটার হ্যান্ডেলেও ১৫ই অগাস্ট একটি ভিডিও পোস্ট করেছেন। 

এখান থেকেই পরিষ্কার যে পোস্টে ব্যবহৃত ছবিটি সায়নীর নয়, বুলা চৌধুরীর।

সায়নী দাস কবে প্রশান্ত মহাসাগর পারি দিয়েছিলেন?

এর পর আমরা কীওয়ার্ড সার্চ করে সায়নী দাস কবে প্রশান্ত মহাসাগর পারি দিয়েছিলেন সেই সংক্রান্ত তথ্য খুঁজে বের করার চেষ্টা করি। 
দেখা যাচ্ছে, ২০১৯ সালের ৯ই জুন ক্যাটালিনা চ্যানেলের ৩৩কিমি অংশ সাঁতরে পার হয়েছিলেন। সময়ে নিয়েছিলেন ১২ ঘন্টা ৮৬ মিনিট। 

Sayani Das

এর আগে সায়নী ইংলিশ চ্যানেল ও রটনেস্ট চ্যানেলেও অতিক্রম করেছিলেন। এবং, বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ান দ্বীপপুঞ্জ সংলগ্ন মলকাই চ্যানেল জয়ের স্বপ্ন দেখছেন। ২০২২ সালের এপ্রিল মাসে মলকাই চ্যানেল অভিযানে তাঁর নামার কথা আছে।

  

সুতরাং, এই পোস্টের দাবি যে বিভ্রান্তিকর তা বলাইবাহুল্য।
 

ফ্যাক্ট চেক

Several facebook users

দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রশান্ত মহাসাগরে ৩৩ কিমি সাঁতার কেটে টানা ১২ঘন্টা ৪৬মিনিট অতিক্রম করে ইতিহাস গড়লেন সায়নী দাস।

ফলাফল

ছবিটি প্রাক্তন সাঁতারু তথা অর্জুন ও পদ্মশ্রী প্রাপক বুলা চৌধুরীর। সায়নী দাস ক্যাটলিনা চ্যানেলের ৩৩কিমি অংশ অতিক্রম করেছিলেন ঠিকই। কিন্তু সেটি ২০১৯ সালের জুন মাসে।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Several facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement