ফ্যাক্ট চেক: রাশিয়ায় ভূমিকম্পের পর সুনামি বলে ছড়ালো ২০১৭ সালে ডারবানে জলোচ্ছ্বাসের ভিডিও

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে দাবিটি মিথ্যে। ভাইরাল ভিডিওটির সঙ্গে রাশিয়ার ভূমিকম্প বা সুনামির কোনও সম্পর্ক নেই। এটি ২০১৭ সালের ঘটনা। দক্ষিণ আফ্রিকার শহর ডারবানের। 

Advertisement
ফ্যাক্ট চেক: রাশিয়ায় ভূমিকম্পের পর সুনামি বলে ছড়ালো ২০১৭ সালে ডারবানে জলোচ্ছ্বাসের ভিডিও

বুধবার সকালে রিখটার স্কেলে ৮.৮ তীব্রতার মারাত্মক ভূমিকম্প বুধবার সকালে কেঁপে ওঠে রাশিয়ার কামচাটকা পেনিনসুলা। এই ভূমিকম্পের পর জাপান, হাওয়াই-সহ একাধিক দেশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও অস্বাভাবিক জলোচ্ছ্বাসও লক্ষ্য করা গেছে। 

এই আবহে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হচ্ছে। কোনও উঁচু জায়গা থেকে তোলা এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি সৈকত অঞ্চলে আচমকা তীব্র জলোচ্ছ্বাস হচ্ছে এবং লোকজন প্রাণ বাঁচিয়ে পালাচ্ছে। ভিডিওটি শেয়ার করে একে রাশিয়ার হওয়া সুনামির দৃশ্য বলে দাবি করা হয়েছে।

ভিডিওটি পোস্ট করে কেউ কেউ ক্যাপশনে লিখেছেন, "রাশিয়াতে শক্তিশালী ভূমিকম্প। বিশাল সুনামির ঢেউ আছড়ে পড়ছে। সতর্কতা রয়েছে চীন এবং আমেরিকাতেও.....।"

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে দাবিটি মিথ্যে। ভাইরাল ভিডিওটির সঙ্গে রাশিয়ার ভূমিকম্প বা সুনামির কোনও সম্পর্ক নেই। এটি ২০১৭ সালের ঘটনা। দক্ষিণ আফ্রিকার শহর ডারবানের। 

সত্য উন্মোচন হলো যেভাবে

ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে খোঁজা হলে ওই একই ভিডিও সান নিউজ পেপারস নামের একটি ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। ভিডিওটি ২০১৭ সালের ১২ মার্চ আপোলড করা হয়েছিল। যা পরিষ্কার করে দেয় যে ভিডিওটির সঙ্গে সম্প্রতি রাশিয়ায় হওয়া ভূমিকম্প বা তার পরবর্তী সুনামির কোনও সম্পর্ক নেই। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "উঁচু ঢেউয়ের কারণে ডারবান সৈকত বন্ধ, নাটকীয় ভিডিও।"

উক্ত বিষয়ে কিওয়ার্ড সার্চ করা হলে ১২ মার্চ, ২০১৭ তারিখে প্রকাশিত দক্ষিণ আফ্রিকার একটি সংবাদ প্রতিবেদনে দেখানো একই ভিডিওর একটি স্ক্রিনশটও পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়েছে যে মাদাগাস্কারের ঘূর্ণিঝড় ডারবানের উত্তর সৈকতে বিপর্যয় ডেকে আনে, যার ফলে কর্তৃপক্ষ সৈকত বন্ধ করে দিতে বাধ্য হয়। তবে সেই সময় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

এরপর ভিডিওতে দৃশ্যমান স্থানটি গুগল ম্যাপের সাহায্যে আমরা চিহ্নিত করার চেষ্টা করি। ভিডিওতে একটি গোলাকার সুইমিং পুল এবং একটি স্বল্প উচ্চতাবিশিষ্ট ছোট সিঁড়ি যুক্ত সেতু যাচ্ছিল। 

গুগল ম্যাপে ডারবানের সমুদ্র সৈকতে একটি বিনোদন পার্কের কাছে ওই একই গোলাকার পুল আমরা দেখতে পাই। এ বাদেও পাশে থাকা ছোট সেতু এবং নারকেল গাছের সঙ্গে ভাইরাল ভিডিওর দৃশ্য মিলে যায়। ফলে বুঝতে বাকি থাকে না যে এই ভিডিওটি দক্ষিণ আফ্রিকার ডারবার শহরের। 

ফলে নির্দ্বিধায় বলা যায় যে ২০১৭ সালে ডারবান শহর হওয়া একটি জলোচ্ছ্বাসের দৃশ্যকে বর্তমানে রাশিয়ার ভূমিকম্পের পর সুনামি বলে ভুয়ো দাবিতে প্রচার করা হচ্ছে। 

 

ফ্যাক্ট চেক

Social Media Users

দাবি

৩০ জুলাই রাশিয়ায় আসা ৮.৮ তীব্রতার ভূমিকম্পের জেরে যে সুনামি সৃষ্টি হয়েছে তার দৃশ্য। 

ফলাফল

ভাইরাল ভিডিওটি ২০১৭ সালের মার্চ মাসের এবং দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে জলোচ্ছ্বাসের। সুনামির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Social Media Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement