ফ্যাক্ট চেক: মুম্বইয়ে ম্যানহোলের ঢাকনা চুরির ঘটনায় অভিযুক্ত ব্যক্তি মুসলিম নয়, বরং হিন্দু

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী শেখ নজরুল নয়। বরং মুম্বাইয়ের আরামনগরের রাস্তার ম্যানহোলের ঢাকনা ভাঙার ঘটনায় জড়িত অভিযুক্ত যুবক মুম্বাইয়ের পশ্চিম গোরেগাঁও এলাকার বাসিন্দা অমরজিৎ বিখারি কামতি এবং সে একজন হিন্দু।

Advertisement
ফ্যাক্ট চেক: মুম্বইয়ে ম্যানহোলের ঢাকনা ভেঙে চুরির ঘটনায় অভিযুক্ত ব্যক্তি মুসলিম নয়, বরং হিন্দু

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সিসিটিভি ফুটেজ বেশ ভাইরাল হয়েছে। যেখানে এক ব্যক্তিকে রাতের অন্ধকারে অটোরিকশা থামিয়ে রাস্তার ম্যানহোলের ঢাকনা ভাঙতে এবং তারপর পুনরায় অটোতে উঠে চলে যেতে দেখা যাচ্ছে। পাশাপাশি, একই সময়ে পাশ দিয়ে চলে যাচ্ছে অন্যান্য একাধিক গাড়ি।

সিসিটিভি ফুটেজটি শেয়ার করে দাবি করা হচ্ছে, শেখ নজরুল নামক এক মুসলিম অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে এসে রাস্তার ম্যানহোলের ঢাকনা ভাঙায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল সিসিটিভি ফুটেজটি শেয়ার করে লিখেছেন, “এদের কীর্তি দেখুন অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারী শেখ নজরুল, সিসিটিভির সাহায্যে একে গ্রেপ্তার করা হয়েছে।” (সব বানান অপরিবর্তিত) 

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী শেখ নজরুল নয়। বরং মুম্বইয়ের আরামনগরের রাস্তার ম্যানহোলের ঢাকনা ভাঙার ঘটনায় জড়িত অভিযুক্ত যুবক মুম্বাইয়ের পশ্চিম গোরেগাঁও এলাকার বাসিন্দা অমরজিৎ বিখারি কামতি এবং সে একজন হিন্দু।

সত্য উন্মোচন হলো যেভাবে

ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম সংগ্রহ করে সেগুলি গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৫ সালের ২৯ অগস্ট টাইমস নাউ-এর অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই একই ভিডিও-সহ একটি পোস্ট পাওয়া যায়। সেই পোস্টে উল্লেখ করা হয়েছে, “মুম্বইয়ের পশ্চিম আন্ধেরির আরামনগরে এক ব্যক্তি একটি অটোতে করে এসে রাস্তার ম্যানহোলের উপর লাগানো ধাতব ঢাকনা ভেঙে রাস্তার উপড়ে ফেলে দিয়েছে।” অন্যান্য একাধিক সংবাদমাধ্যমেও এই একই তথ্য উল্লেখ করা হয়েছে। 

তবে কোনও প্রতিবেদনে অভিযুক্তের নাম-পরিচয় উল্লেখ করা হয়নি। এরপর বিষয়টি সম্পর্কে জানতে আমরা আজতকের মুম্বইয়ের আন্ধেরির সংবাদদাতা শিব শঙ্কর তিওয়ারির সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাদের জানান, ভাইরাল সিসিটিভি ফুটেজটি গত ২৮ অগস্ট গভীর রাতে মুম্বইয়ের পশ্চিম আন্ধেরির ভারসোভা থানার আরামনগর এলাকার ঘটনা। এই ঘটনায় বৃহনমুম্বই পৌর কর্পোরেশনের সড়ক বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়র ভিকি শ্যামলাল শর্মার তরফে ভারসোভা থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি, শিব শঙ্কর তিওয়ারি ভারসোভা থানায় দায়ের হওয়া ২০২৫ সালের ৭০৩ নম্বর সেই এফআইআর কপিটি আমাদেরকে পাঠান।

সেই এফআইআর অনুযায়ী, গত ২৮ অগস্ট পৌর কর্পোরেশনের সড়ক বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়র ভিকি শ্যামলাল শর্মা সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত মুম্বইয়ের পশ্চিম আন্ধেরির জেপি রোডের একটি হোটেল সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। সেই সময় তিনি এবং তার সহকর্মীরা লক্ষ্য করেন রাস্তার ম্যানহোলে কর্পোরেশনের তরফে লাগানো ২ ফুট x ১.৫ ফুট মাপের পাঁচটি লোহার ঢাকনা চুরি হয়ে গেছে। যার বাজার মূল্য ৬৫ হাজার টাকা। এরপরেই তিনি এই চুরির তদন্তের জন্য ভারসোভা থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে একটি এফআইআর দায়ের করেন।

Advertisement

এরপর বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে এবং সিসিটিভির অভিযুক্ত ব্যক্তির নাম ও পরিচয় জানতে আমরা ভারসোভা থানার পুলিশ ইন্সপেক্টর (পিআই) দীপশিখা ভারের সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাদের জানান, “আরামনগরের রাস্তার ম্যানহোলের ঢাকনা ভাঙা এবং চুরির ঘটনার সঙ্গে শেখ নজরুল নামক কোনও মুসলিম অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী জড়িত নয়। বরং অভিযুক্ত যুবক মুম্বইয়ের পশ্চিম গোরেগাঁও এলাকার বাসিন্দা ৩০ বছর বয়সী অমরজিৎ বিখারি কামতি এবং সে একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ।” প্রমাণ হিসাবে পিআই দীপশিখা ভারে আমাদেরকে অভিযুক্তের রিমান্ড কপি পাঠান। যা থেকে অভিযুক্তের নাম এবং পরিচয় নিশ্চিত করা যায়। নিচে রিমান্ড কপিটি দেখা যাবে। পাশাপাশি, তিনি আরও জানান, "অমরজিৎয়ের বিরুদ্ধে বিএনএস-এর ৩০৩ (২) চুরি ধারায় মামলা দায়ের করে তাকে আদালতে পেশ করা হয়। তদন্তের জন্য আদালত তাকে প্রথমে তিনদিনের পুলিশ হেফাজত দেয়। পুলিশ হেফাজত শেষে পুনরায় আদালতের নির্দেশে বর্তমানে সে জেল হেফাজতে রয়েছে। অন্যদিকে, আমরা তার থেকে চুরি যাওয়া পাঁচটি লোহার ম্যানহোলের ঢাকনা উদ্ধার করেছি। "

এর থেকে প্রমাণ হয় যে, মুম্বইয়ের ম্যানহোলের ঢাকনা ভাঙার অভিযুক্ত যুবক মুসলিম নয় বরং হিন্দু।

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে, শেখ নজরুল নামক এক মুসলিম অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে এসে রাস্তার ম্যানহোলের ঢাকনা ভাঙায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।

ফলাফল

অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী শেখ নজরুল নয়। বরং মুম্বইয়ের আরামনগরের রাস্তার ম্যানহোলের ঢাকনা ভাঙার ঘটনায় জড়িত অভিযুক্ত যুবক মুম্বাইয়ের পশ্চিম গোরেগাঁও এলাকার বাসিন্দা অমরজিৎ বিখারি কামতি এবং সে একজন হিন্দু।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement