সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে হেলিকপ্টারকে ধ্বংস করার একটি ভিডিও। যেখানে এক ব্যক্তিকে কাঁধের উপরে ভর দিয়ে একটি হেলিকপ্টারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়তে দেখা যাচ্ছে এবং ক্ষেপণাস্ত্রটি সেটির লেজে গিয়ে আঘাত করছে। এর ফলে কপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে এবং বিস্ফোরিত হয়ে মাটিতে পড়ে যায়।
ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, আফগান সেনারা ক্ষেপণাস্ত্র ছুঁড়ে একটি পাকিস্তানি হেলিকপ্টার ভূপাতিত করছে। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “আফগান সৈনিক বিতর্কিত ডুরান্ড লাইনে পাকিস্তানি সেনাবাহিনীর হেলিকপ্টার ধ্বংস করেছে।”
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভিডিওটি আফগানিস্তান বা পাকিস্তানের নয়। বরং সেটিতে ২০১৬ সালের মে মাসে বিচ্ছিন্নতাবাদী কুর্দি গোষ্ঠীর সদস্যদের তরফে তুরস্কের একটি হেলিকপ্টার ভূপাতিত করার দৃশ্য দেখা যাচ্ছে।
কীভাবে জানা গেল সত্য?
ভাইরাল দাবি সম্পর্কে জানতে প্রথমে আমরা এই সংক্রান্ত একাধিক কিওয়ার্ড সার্চ করি। কিন্তু আমরা আমাদের সার্চে এমন কোনও বিশ্বাসযোগ্য তথ্য বা প্রতিবেদন খুঁজে পাইনি যা থেকে সাম্প্রতিক সময়ে আফগান বাহিনীর তরফে কোনও পাকিস্তানি হেলিকপ্টারকে ধ্বংস করা হয়েছে কিনা তার সত্যতা প্রমাণ হয়। তবে কিওয়ার্ড সার্চের সময় ২০২৪ সালের ১৫ মে সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়েছে, “আফগানিস্তান সেনাবাহিনীর তরফে ব্যবহৃত একটি হেলিকপ্টার ১৫ মে মধ্য আফগানিস্তানে জরুরি অবতরণের চেষ্টা করার সময় বিধ্বস্ত হয়, এতে একজন নিহত এবং ১২ জন আহত হয়।”
এরপর ভাইরাল ভিডিওটি সম্পর্কে বিস্তারিত জানতে সেটির কি-ফ্রেম নিয়ে গুগলে সার্চ করলে ২০১৬ সালের ২৪ মে মিরর ইউকে’তে এই একই ভিডিও-সহ একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানে ভিডিওটিকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে জঙ্গিদের তরফে তুরস্কের সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে হামলা চালানোর দৃশ্য বলে উল্লেখ করা হয়েছে। এখানে উল্লেখ্য পিকেকে হল একটি বিচ্ছিন্নতাবাদী কুর্দি গোষ্ঠী। যেটি ইরান, ইরাক, সিরিয়া এবং তুরস্কতে সক্রিয় আছে। পরবর্তীতে এটিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করা হয়েছে।
এই সংক্রান্ত পরবর্তী সার্চে ২০১৬ সালের ১৪ মে ভাইরাল ভিডিও-সহ ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদন পাওয়া যায়। যেখানে হামলাটিকে দক্ষিণ-পূর্ব তুরস্কের পাহাড়ে হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটিতে আরও জানানো হয়েছে, প্রাথমিকভাবে তুর্কি প্রশাসন দেশটির হাক্কারি প্রদেশে এই হেলিকপ্টার দুর্ঘটনার জন্য যান্ত্রিক ত্রুটিকে দায়ী করেছিল। তবে, এই হামলার ভিডিওটি গেরিলা টিভি নামক একটি ইউটিউব চ্যানেলে শেয়ার করার পর তারা এটি নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন। যদিও ভিডিওটি ইউটিউব চ্যানেলটি থেকে ডিলিট করে ফেলা হয়েছে, তবে এর আর্কাইভ এখানে দেখা যাবে।
এর থেকে প্রমাণ হয় তুরস্কের একটি পুরনো ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে আফগান বাহিনী একটি পাকিস্তানি হেলিকপ্টার ভূপাতিত করেছে।
ভিডিওটিতে বিতর্কিত ডুরান্ড লাইনে আফগান বাহিনীর তরফে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে একটি পাকিস্তানি হেলিকপ্টার ভূপাতিত করতে দেখা যাচ্ছে।
ভিডিওটি আফগানিস্তান বা পাকিস্তানের নয়। বরং সেটিতে ২০১৬ সালের মে মাসে কুর্দি গোষ্ঠীর তরফে তুরস্কের একটি হেলিকপ্টার ভূপাতিত করার দৃশ্য দেখা যাচ্ছে।