
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি জনপ্রিয় তামিল অভিনেতা থালাপতি বিজয়ের একটি ভিডিও ও ছবি বেশ ভাইরাল হয়েছে। যেখানে বিজয়কে মাথায় মুসলিমদের মতো টুপি পরে হাত জোর করে দোয়া করতে এবং মাইকে তামিল ভাষায় কিছু বলতে দেখা যাচ্ছে।
ভিডিও এবং ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে, থলপতি বিজয় নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “তামিল নায়ক বিজয় ইসলাম ধর্ম গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ।” একই দাবি-সহ বিজয়ের হাত জোর করে দোয়া করার একটি ছবিও শেয়ার করা হয়েছে।
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, থালাপতি বিজয় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে কোনও বিশ্বাসযোগ্য তথ্য বা প্রমাণও পাওয়া যায়নি। অন্যদিকে ভাইরাল ছবি ও ভিডিওটি গত ৭ মার্চ চেন্নাইতে আয়োজিত একটি ইফতার পার্টিতে তোলা হয়েছিল।
কীভাবে জানা গেল সত্য?
প্রথমত, থালাপতি বিজয় তামিল তথা গোটা ভারতীয় উপ মহাদেশের একজন জনপ্রিয় অভিনেতা। দেশেরে বাইরেও তাঁর প্রচুর ভক্ত রয়েছেন। এমন একজন মেগাস্টার নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলে সেই সংক্রান্ত খবর ভারত তথা বিভিন্ন অন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হবে। কিন্তু এই সংক্রান্ত কিওয়ার্ড সার্চে এমন কোনও তথ্য বা প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি যা থেকে এই দাবির সত্যতা প্রমাণ হয়। যা থেকে অনুমান করা যায় যে ভাইরাল ছবি ও ভিডিওটির পিছনে অন্য কোনও রহস্য রয়েছে।
এরপর ভাইরাল ছবি ও ভিডিওর মূল রহস্য জানতে আমরা সেগুলির কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। তখন আমরা চলতি বছরের ৭ মার্চ একটি এক্স হ্যান্ডেলে এই একই ভিডিও খুঁজে পাই। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, “তামিলাগা ভেটরি কাজ়াগম দলের নেতা থালাপতি বিজয় একটি ইফতার পার্টিতে অংশ গ্রহণ করে সেখানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।”
এরপর উক্ত সূত্র ধরে পরবর্তী সার্চ করলে গত ৭ মার্চ ভাইরাল ছবি-সহ দ্য ফ্রি প্রেস জার্নালের একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদন অনুযায়ী, গত ৭ মার্চ, শুক্রবার ইসলাম ধর্মের পবিত্র রমজান উপলক্ষ্যে চেন্নাইতে অভিনেতা থালাপতি বিজয় ও তাঁর দল তামিলাগা ভেটরি কাজ়াগমের তরফে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়। সাদা পোশাক ও ফেজ টুপি পরে সেই ইফতার পার্টিতে যোগ দিয়ে মুসলিম ধর্মাবলম্বীদের সঙ্গে সন্ধ্যার নামাজ আদায় করেন তিনি।
এই সংক্রান্ত পরবর্তী অনুসন্ধানে গত ৭ মার্চ সংবাদ সংস্থা ANI-এর অফিশিয়াল এক্স হ্যান্ডেলে বিজয় ও তাঁর দলের তরফে আয়োজিত ইফতার পার্টির একটি ভিডিও পাওয়া যায়। অন্যদিকে ওই একই দিনে এই ইফতার পার্টির মোট ২৩টি ছবি-সহ দ্য হিন্দু তামিলে প্রকাশিত একটি প্রতিবেদনও পাওয়া যায়। যার মধ্যে ভাইরাল পোস্টে ব্যবহৃত ছবিও রয়ছে। তবে এই সব প্রতিবেদনের কোথাও বিজয়ের ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে কোনও তথ্য উল্লেখ করা হয়নি।
এরপর বিজয়ের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে জানতে পরবর্তী অনুসন্ধান চালালে ২০২২ সালের ১২ এপ্রিল দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন পাওয়া যায়। যেখানে বিজয় নিজেকে একজন দৃঢ় ধর্মীয় বিশ্বাসী হিসাবে উল্লেখ করেছেন এবং তিনি চার্চ, মন্দির এমনকি দরগাতেও যান বলে জানিয়েছেন। পাশাপাশি জানিয়েছেন, তাঁর মা একজন হিন্দু এবং বাবা একজন খ্রিস্টান। তাঁরা কখনই বিজয়কে কোথায় যাওয়া উচিত বা উচিত নয় সেই বিষয়ে কোনও বাধা প্রদান করেননি।
এর থেকে প্রমাণ হয় যে, ইফতার পার্টিতে অংশ গ্রহণের ছবি ও ভিডিও শেয়ার করে তামিল অভিনেতা থলপতি বিজয় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে মিথ্যে দাবি করা হচ্ছে।
নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জনপ্রিয় তামিল অভিনেতা থালাপতি বিজয়।
থালাপতি বিজয় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে কোনও বিশ্বাসযোগ্য তথ্য বা প্রমাণও পাওয়া যায়নি। অন্যদিকে ভাইরাল ছবি ও ভিডিওটি গত ৭ মার্চ চেন্নাইতে আয়োজিত একটি ইফতার পার্টিতে তোলা হয়েছিল।