
সন্ত্রাসবাদী কার্যকলাপে যোগসূত্র পাওয়ার অভিযোগে দিনকয়েক আগেই চরমপন্থী ইসলামিক সংগঠন পিএফআই-কে ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বিষয়টি নিয়ে চাপানউতোরের মধ্যেই এবার ড: মনমোহন সিংয়ের নামে একটি টুইটের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। স্ক্রিনশটটি শেয়ার ও নেটিজেনদের একাংশ দাবি করছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী নাকি এই নিষিদ্ধ মুসলিম সংগঠনের সমর্থনে টুইট করেছেন।
একটি টুইটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে যেখানে ড: মনমোহন সিং নামের একটি অ্যাকাউন্ট থেকে টুইট করে যা লেখা হয়েছে তার সারবত্তা হল, পিএফআই-এর সঙ্গে কখনও সহিংস কোনও কাজকর্ম বা সন্ত্রাসবাদে যোগ থাকার সূত্র পাওয়া যায়নি, কিন্তু আরএসএস-র ক্ষেত্রে তা পাওয়া গিয়েছে। কিন্তু সরকার পিএফআই-কেই নিষিদ্ধ ঘোষণা করবে, কারণ আরএসএস-ই সরকারকে ক্ষমতায় এনেছে।
এই স্ক্রিনশটটি শেয়ার করে কিছু মানুষ লিখছেন যে, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং নাকি এই ইসলামিক সংগঠনকে সমর্থন করে এমন টুইট করেছেন।
কেউ কেউ আবার এই টুইটের স্ক্রিনশটের উপর ভিত্তি করেই ভিডিয়ো বানিয়ে একই দাবি করছেন।
ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে যে এই দাবিটি ভুয়ো। প্রাক্তন প্রধানমন্ত্রী পিএফআই সম্পর্কে এমন কোনও মন্তব্যই করেননি।
আফয়া অনুসন্ধান
আমরা সবার প্রথম কিওয়ার্ডের মাধ্যমে সার্চ করে খোঁজার চেষ্টা করি মনমোহন সিংহ এরকম কোনও মন্তব্য আদৌ করেছেন কিনা। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী যদি পিএফআই সম্পর্কে এমন কোনও মন্তব্য করে থাকতেন, তবে সেই নিয়ে সংবাদ মাধ্যমে অবশ্যই কোনও খবর প্রকাশ পেত। কিন্তু এমন কোনও প্রতিবেদন আমরা খুঁজে পাইনি।
সেই সঙ্গে আরও একটি বিষয় খটকা লাগার মতো। এই অ্যাকাউন্টটি মনমোহন সিং-এর নিজের হলে তাতে অবশ্যই ব্লু-টিক বা ভ্যারিফায়েড টিক থাকত। কিন্তু এখানে তার বদলে নীল রঙের অন্য একটি ইমোজি ব্যবহার করা হয়েছিল।
এরপর আমরা সেই অ্যাকাউন্টটি খুঁজে বের করার চেষ্টা করি যেখান থেকে এই পোস্ট করা হয়েছে। স্ক্রিনশটের অনুরূপ কিওয়ার্ড দিয়ে খোঁজার পর আমরা ওই অ্যাকাউন্ট থেকে করা টুইটটি দেখতে পাই। ওই টুইটের সঙ্গে গেরুয়া ঝাণ্ডাধারীদের উশৃঙ্খলার একটি ভিডিয়োও জুড়ে দেওয়া হয়েছিল।
PFI was never found to be linked to vio_lence or terr_orist organization, but RSS has always been found in viol_ence and terr_orist activities, but the government will ban PFI, because it is the Sangh who has given power !!
— Dr ManMohan Singh 💙 (@Mr_ManmohanSing) September 30, 2022
https://t.co/XCEQ7wJxUt pic.twitter.com/QIR4flwzqi
অবশ্য এই অ্যাকাউন্টটি যে মনমোহন সিংয়ের নিজের নয় সেটা অ্যাকাউন্টের মেইন পেজেই পরিষ্কারভাবে লেখা রয়েছে। অ্যাবাউট বিভাগে স্পষ্ট করেই প্যারোডি অ্যাকাউন্ট, অর্থাৎ মজা করার জন্য খোলা একটি হ্যান্ডেল, ও এর সঙ্গে মনমোহন সিংয়ের কোনও সম্পর্ক নেই তা স্পষ্ট করে লিখে দেওয়া ছিল।
উল্লেখ্য, আমরা মনমোহন সিংয়ের আসল টুইটার অ্যাকাউন্টও খুঁজে বের করা চেষ্টা করি। কিন্তু টুইটারে তাঁর নামে কোনও ভ্যারিফায়েড হ্যান্ডেল নেই।
এর থেকেই সাফ হয়ে যাচ্ছে যে পিএফআই-র সমর্থনে মহমোহন সিং নামে প্যারোডি অ্যাকাউন্ট থেকে করা টুইট আসল বলে ছড়িয়েছে গণমাধ্যমে।
কেন্দ্রীয় সরকার পিএফআই-কে নিষিদ্ধ ঘোষণার পর প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এই সংগঠনের সমর্থনে টুইট করেছেন।
ভাইরাল স্ক্রিনশটে যে টুইট দেখা যাচ্ছে, তা আসলে মনমোহন সিং নামের একটি প্যারোডি অ্যাকাউন্ট থেকে করা হয়েছে। মনমোহন সিং এমন কোনও মন্তব্য করেননি।