ফ্যাক্ট চেক: বিহারে BJP-র মন্ত্রীর বাড়িতে হামলা দাবিতে ছড়াল উত্তর প্রদেশের ভিডিও

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি বিহারের নয়। বরং এটি লখনউতে উত্তর প্রদেশের পঞ্চায়েতি রাজ মন্ত্রী তথা সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির নেতা ওম প্রকাশ রাজভরের সরকারি বাসভবনের বাইরে এবিভিপি-র বিক্ষোভের দৃশ্য।

Advertisement
ফ্যাক্ট চেক: বিহারে BJP-র মন্ত্রীর বাড়িতে হামলা দাবিতে ছড়াল উত্তর প্রদেশের ভিডিও

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে পুলিশের উপস্থিতিতে একটি বাড়ির গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করছে বেশকিছু যুবক। এমনকি তাদের মধ্যে কয়েকজনকে গেটের উপরে উঠে ভিতরে প্রবেশের চেষ্টা করতেও দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিহারে বিজেপির এক মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়েছে সাধারণ জনগণ।

উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “#বিহারে #বিগ ব্রেকিং নিউজ খেলা শুরু বিজেপির এক মন্ত্রীর বাড়িতে সাধারণ জনগণের আক্রমণ ।। পুলিশের বাধা দেওয়ার চেষ্টা করছেন। #RahulExposesVoteChori #VoterAdhikarYatra” (সব বানান অপরিবর্তিত)

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি বিহারের নয়। বরং এটি লখনউতে উত্তর প্রদেশের পঞ্চায়েতি রাজ মন্ত্রী তথা সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির নেতা ওম প্রকাশ রাজভরের সরকারি বাসভবনের বাইরে এবিভিপি-র বিক্ষোভের দৃশ্য।  

সত্য উন্মোচন হলো যেভাবে

ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর নিউজ ২৪-সহ অন্যান্য একাধিক সংবাদমাধ্যমের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই একই ভিডিও-সহ প্রতিবেদন পাওয়া যায়। সেই সব প্রতিবেদন থেকে জানা যায়, ভিডিওটি লখনউতে উত্তর প্রদেশের পঞ্চায়েতি রাজ মন্ত্রী ওম প্রকাশ রাজভরের সরকারি বাসভবনের বাইরে এবিভিপি সদস্যদের বিক্ষোভ প্রদর্শনের দৃশ্য। মূলত এবিভিপিকে নিয়ে ওম প্রকাশ রাজভরের করা বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ হয়ে তাঁর লখনউয়ের সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনের কর্মীরা।

এরপর উক্ত সূত্র ধরে এই সংক্রান্ত পরবর্তী অনুসন্ধান চালালে, একাধিক সংবাদমাধ্যমে এই সংক্রান্ত প্রতিবেদন পাওয়া যায়। সেই সব প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি উত্তর প্রদেশের লখনউয়ের শ্রী রাম স্বরূপ মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করছিল এবিভিপি সমর্থিত পড়ুয়ারা। বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়। 

Advertisement

এই বিক্ষোভ প্রসঙ্গে সংবাদমাধ্যমে বলতে গিয়ে এবিভিপি কর্মীদের ‘গুণ্ডা’ বলে উল্লেখ করেন উত্তর প্রদেশের পঞ্চায়েতি রাজ মন্ত্রী তথা বিজেপির শরিক দল বা জোট সঙ্গী সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির নেতা ওম প্রকাশ রাজভর। রাজভরের করা এই বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ হয়ে গত ৪ সেপ্টেম্বর তাঁর লখনউয়ের সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবিভিপি কর্মীরা। মূলত, ওম প্রকাশ রাজভরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং তাঁকে মন্ত্রীসভা থেকে বরখাস্ত করার দাবিতে এই বিক্ষোভ প্রদর্শিত হয়। 

এর থেকে প্রমাণ হয় যে, বিহারে বিজেপি মন্ত্রীর বাড়িতে হামলার দৃশ্য দাবিতে শেয়ার করা হচ্ছে উত্তর প্রদেশের ভিডিও।

ফ্যাক্ট চেক

facebook users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিহারে বিজেপির এক মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়েছে সাধারণ জনগণ। 

ফলাফল

ভাইরাল ভিডিওটি বিহারের নয়। বরং এটি লখনউতে উত্তর প্রদেশের পঞ্চায়েতি রাজ মন্ত্রী তথা সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির নেতা ওম প্রকাশ রাজভরের বাসভবনের বাইরে এবিভিপি-র বিক্ষোভের দৃশ্য।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement