ফ্যাক্ট চেক: বর্ষীয়ান বাংলাদেশি অভিনেতা প্রবীর মিত্রর ইসলাম ধর্ম গ্রহণের দাবিটি মিথ্য়া

একটি পোস্টকার্ড শেয়ার করে তাতে প্রবীর মিত্রর ছবি-সহ লেখা হয়েছে, "আলহামদুলিল্লাহ। প্রবীর মিত্র স্ব'পরিবারে ইসলাম ধর্ম গ্রহন করেছেন।"

Advertisement
ফ্যাক্ট চেক: বর্ষীয়ান বাংলাদেশি অভিনেতা প্রবীর মিত্রর ইসলাম ধর্ম গ্রহণের দাবিটি মিথ্য়া

সম্প্রতি বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দাবি করা হচ্ছে যে, তিনি নাকি সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছেন। 

উদাহরণস্বরূপ, একটি পোস্টকার্ড শেয়ার করে তাতে প্রবীর মিত্রর ছবি-সহ লেখা হয়েছে, "আলহামদুলিল্লাহ। প্রবীর মিত্র স্ব'পরিবারে ইসলাম ধর্ম গ্রহন করেছেন। আল্লাহ উনার অতিতের সকল গুনাহ গুলো ক্ষমা করে। কবুল করে নিও।" (ক্যাপশনের বানান অপরিবর্তিত)

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, প্রবীর মিত্রর ইসলাম ধর্ম গ্রহণের দাবিটি সঠিক নয়। তাঁর পরিবার একাধিক সংবাদ মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছে। 

কীভাবে জানা গেল সত্যি 

যদি বাংলাদেশের জাতীয় পুরস্কার-জয়ী কোনও শিল্পী ইসলাম ধর্ম গ্রহণ করে থাকেন তবে সেটা নিয়ে অবশ্যই নানা সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হবে। সেই কারণে এই বিষয়ে আমরা কিওয়ার্ড সার্চ শুরু করি। তবে তাতে পুরো উল্টো ফলাফল দেখা যায়। 

অর্থাৎ, যতগুলি প্রথম সারির সংবাদ মাধ্যমের খবর উঠে আসে, সবগুলিতেই এই খবরটিকে ভিত্তিহীন বলে প্রবীর মিত্রের পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়। যেমন, সমকাল নামের সংবাদ মাধ্যমের খবরে লেখা হয় যে প্রবীর মিত্রের একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিয়ো প্রচার করে এই দাবি করা হচ্ছে। 

সেই খবর অনুযায়ী, প্রবীর মিত্রর ছেলে মিথুন চাঁদ জানিয়ে দেন যে তাঁর বাবা ইসলামে ধর্মান্তরিত হননি। সেই সঙ্গে লেখা হয় যে এই গুজবে তাঁদের পরিবার বেশ বিব্রত এবং বিরক্ত। মিথুন বলেন যে তাঁর মা মুসলিম ছিলেন। তবে প্রবীর মিত্র সনাতন ধর্মই পালন করছেন। "যারা এমন খবর ছড়াচ্ছেন তারা ঠিক কাজ করছেন না। বাবার মতো একজন অভিনেতার নামে এমন গুঞ্জন গ্রহণযোগ্য নয়। আমি সবার কাছে অনুরোধ করছি, না জেনে কোনো তথ্য ছড়াবেন না।" বলেন মিথুন। 

Advertisement

ঢাকা ট্রিবিউনের খবর অনুযায়ী, প্রবীর মিত্রর স্ত্রী অজন্তা মিত্র ছিলেন মুসলিম ধর্মাবলম্বী। তিনি ২০০০ সালে মারা যান। কিন্তু বর্ষীয়ান এই অভিনেতা কখনোই ধর্ম পরিবর্তন করেননি। তিনি হিন্দু ধর্মেই রয়েছেন। 

এরপর আমাদের পক্ষ থেকে মিথুনের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন তিনিও নিশ্চিত করেন যে এই গুজবের কোনও সত্যতা নেই। 

প্রসঙ্গত, দিনকয়েক আগে প্রবীর মিত্রর মৃত্যুর গুজবও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। তখনও এই গুজবের সত্যতা যাচাই করা হয়। 

অর্থাৎ বোঝাই যাচ্ছে একটি গুজব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যার সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই। 

 

ফ্যাক্ট চেক

facebook users

দাবি

বাংলাদেশের বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

ফলাফল

প্রবীর মিত্র হিন্দুই আছেন। ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তাঁর পরিবার এ কথা নিশ্চিত করেছে।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement