
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুটি ক্লিপের সমন্বয়ে তৈরি একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে, প্রথম ক্লিপটিতে মুখ ঢাকা তিন যুবককে সাদা রঙের একটি স্কুটিতে করে কোনও একটি রাস্তায় লাল পোশাক পরিহিতা এক মহিলার ব্যাগ ছিনতাই করে পালাতে দেখা যাচ্ছে। এমনকি দুষ্কৃতীদের থেকে নিজের ব্যাগ রক্ষার চেষ্টা করতে গিয়ে মাটিতে পড়ে যান ওই মহিলা।
অন্যদিকে দ্বিতীয় ক্লিপটিতে কয়েকজন পুলিশ কর্মীকে কালো মাস্কে মুখ ঢাকা এবং খুঁড়িয়ে-খুঁড়িয়ে হাঁটতে থাকা দুই যুবককে নিয়ে যেতে দেখা যাচ্ছে। পাশাপাশি তাদের হাতে ও পায়ে চোট লক্ষ্য করা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, উত্তরপ্রদেশে এক মহিলার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাওয়া অভিযুক্তদের আটক করে উচিত শিক্ষা দিয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নেতৃত্বাধীন পুলিশ।
উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরল ভিডিওটি শেয়ার করে সেটির ফ্রেমের উপরে ইংরাজিতে লিখেছেন, “যোগী আদিত্যনাথ জি, ইউপি যোগী জি।” যা থেকে তিনি স্পষ্টই বোঝাতে টাইছেন ভিডিওটি উত্তর প্রদেশের। পাশাপাশি, ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গে এই ধরনের পুলিশের অভাব।”
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি উত্তর প্রদেশ কিংবা বিজেপি শাসিত কোনও রাজ্যের নয়। বরং সেটি আম আদমি পার্টি শাসিত পঞ্জাবের পাটিয়ালা জেলার আনাজ মান্ডি থানা এলাকার ঘটনা।
সত্য উন্মোচন হলো যেভাবে
ভাইরাল দাবি ও ভিডিওটির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৫ সালের ৯ জুন একটি ইউটিউব চ্যানেলে এই একই ভিডিও-সহ একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদন ভিডিওটিকে পাঞ্জাবের পাটিয়ালার বলে উল্লেখ করা হয়েছে।
এরপর উক্ত তথ্যের উপরে ভিত্তি করে পরবর্তী অনুসন্ধান চালালে ২০২৫ সালের ৭ জুন ভাইরাল ভিডিওর প্রথম ক্লিপের একটি স্ক্রিনশট-সহ পাঞ্জাবি জাগরণে একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবদন অনুযায়ী, ৩ জুন পাঞ্জাবের পাটিয়ালা জেলার আনাজ মান্ডি থানার উপকার নগর ফ্যাক্টরি এলাকায় গুরদেব কৌর নামক এক বৃদ্ধার ব্যাগ ছিনাতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা হল মনিন্দর সিং, পরমজিৎ সিং এবং মনপ্রীত সিং। এই ঘটনার পর ৬ জুন স্থানীয় মান্ডি থানায় অভিযোগ দায়ের করেন গুরদেব কৌর এবং তার অভিযোগের ভিত্তিতে ৭ জুন অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।
এখানে উল্লেখ্য, পাটিয়ালা জেলা পুলিশ এবং পঞ্জাব পুলিশের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকেও এই একই ভিডিও শেয়ার করে একই তথ্য প্রদান করা হয়। ভিডিওটি শেয়ার করে সেখানে উল্লেখ করা হয়েছে, “পঞ্জাব পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাজ্যজুড়ে শান্তি বজায় রাখতে ডাকাত ও চোরদের বিরুদ্ধে দ্রুত এবং দৃঢ় পদক্ষেপ করছে।”
Punjab Police is taking prompt and firm action against robbers and thieves to ensure public safety and uphold peace across the state.#ActionAgainstCrime #SafePunjab pic.twitter.com/d0dBtGZ75p
— Punjab Police India (@PunjabPoliceInd) June 29, 2025
এর থেকে প্রমাণ হয় যে, অপরাধীদের বিরুদ্ধে উত্তর প্রদেশ পুলিশের পদক্ষেপ দাবি করে শেয়ার করা হচ্ছে পঞ্জাবের ভিডিও।
ভিডিওতে ছিনতাইকারীদের উচিত শিক্ষা দিতে দেখা যাচ্ছে যোগী আদিত্যনাথ নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ পুলিশ।
ভিডিওটি উত্তরপ্রদেশ কিংবা বিজেপি শাসিত কোনও রাজ্যের নয়। বরং সেটি আম আদমি পার্টি শাসিত পঞ্জাবের পাটিয়ালা জেলার আনাজ মান্ডি থানা এলাকার ঘটনা।