

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে চার দুষ্কৃতীকে দুটি বাইকে করে এসে রাস্তা সংলগ্ন কোনও একটি স্থানে চেয়ারে বসে থাকা কয়েকজনের উপরে প্রকাশ্যে এলোপাথাড়ি গুলি চালিয়ে পুনরায় নিজেদের বাইকে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা যাচ্ছে। অন্যদিকে শরীরে গুলি লাগার ফলে মেঝেতে লুটি পড়েছেন আক্রান্তরা। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ডবল ইঞ্জিন তথা বিজেপি শাসিত উত্তম প্রদেশে কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে প্রকাশে গুলি চালিয়ে একটি পরিবারের সকল সদস্যকে হত্যা করে পালিয়ে গেছে।
উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “এটি কোনো সিনেমার শ্যুটিং না, বিজেপির উত্তম প্রদেশ, উত্তর প্রদেশ, বাইকে করে এসে গোটা একটা পরিবার কে শেষ করে বেরিয়ে গেলো! এটাই ওদের মডেল, বাংলায় এসব নেই বলে ওদের এত জ্বালা, আপনি এটাই চান আপনার বাংলায়??? নিজের বিবেক কে প্রশ করুন.??” (সব বানান অপরিবর্তিত)

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি উত্তর প্রদেশ কিংবা ভারতের নয়, এমনকি এটি কোনও বাস্তব ঘটনার দৃশ্যও নয়। বরং সেটি ‘লুমিনাল ব্যারিওস’ (Luminal barrios) নামক একটি কলম্বিয়ান চলচিত্র নির্মাতা প্রতিষ্ঠানের তরফে তৈরি ‘ইনফিয়ার্নো এন এল প্যারাইসো’ (Infierno En El Paraíso) নমাক একটি সিরিজ শুটিংয়ের পিছনের দৃশ্যের ভিডিও।
সত্য উন্মোচন হলো যেভাবে
ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম সংগ্রহ করে সেগুলি গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৫ অক্টোবর Luminal barrios এবং ২১ অক্টোবর Jaqueline Castillo নামক দুটি ফেসবুক পেজে এই একই ভিডিও-সহ দুটি পোস্ট পাওয়া যায়। ভিডিওটি শেয়ার ক্যাপশন লেখা হয়েছে, “‘ইনফিয়ার্নো এন এল প্যারাইসো’ সিরিজ শুটিংয়ের পিছনের দৃশ্যের ভিডিও। এটা কোনও বাস্তব ঘটনা নয় এবং ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তাঁরা সকলেই অভিনেতা।”

এরপর উপরে উক্ত ফেসবুক পেজ দুটি ভালো করে পর্যবেক্ষণ করলে উভয় পেজেই ভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেল থেকে তোলা এই একই দৃশ্যের একাধিক ভিডিও পাওয়া যায়। সেই ভিডিওগুলিতে স্পষ্টভাবে দেখা যায় যে, বাইকে করে আসা দুষ্কৃতীরা ঘটনাস্থলে বসে থাকা ব্যক্তিদের লক্ষ্য করে আদেও গুলি করেনি। বরং তারা বন্দুক উচিয়ে গুলি করার অভিনয় করে এবং ঘটনাস্থল থেকে চলে যায়। অন্যদিকে, তারা চলে যেতেই প্রায় সঙ্গে সঙ্গে মেঝেতে লুটিয়ে পড়া যুবক-যুবতীদেরকে উঠে পড়তে দেখা যায়। এমনকি, তাদেরকে একে অপরের সঙ্গে হাসতে হাসতে মজা করতেও দেখা গেছে।

পাশাপাশি, এই সংক্রান্ত আরও পর্যবেক্ষণ চালালে চলতি বছরের ৩০ অক্টোবর ‘Luminal barrios’ ফেসবুক পেজটিতে ‘ইনফিয়ার্নো এন এল প্যারাইসো’ নমাক সিরিজটির একটি টিজার খুঁজে পাওয়া যায়। ৫৪ সেকেন্ডের সেই টিজারের ১৫ সেকেন্ডে ভাইরাল ভিডিও-র সঙ্গে সাদৃশ্যযুক্ত একটি দৃশ্য দেখা যায়। নীচে টিজারটির স্ক্রিনশট দেখা যাবে। অন্যদিকে, এরপর ‘Luminal barrios’ নামক ফেসবুক পেজটির বিবারণ থেকে জানা যায়, সেটি কলম্বিয়াভিত্তিক একটি চলচিত্র নির্মাতা প্রতিষ্ঠান। ‘ইনফিয়ার্নো এন এল প্যারাইসো’ ছাড়াও পেজটিতে একাধিক এই ধরণের সিনেমা বা সিরিজ শুটিংয়ের পিছনের দৃশ্যের ভিডিও রয়েছে।

এর থেকে প্রমাণ হয় যে, উত্তর প্রদেশে প্রকাশ্যে গুলি করে হত্যা দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে কলম্বিয়াভিত্তিক সিরিজ শুটিংয়ের দৃশ্য।

ভিডিওতে দেখা যাচ্ছে, ডবল ইঞ্জিন তথা বিজেপি শাসিত উত্তম প্রদেশে কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে প্রকাশে গুলি চালিয়ে একটি পরিবারের সকল সদস্যকে হত্যা করে পালিয়ে গেছে।
ভিডিওটি উত্তর প্রদেশ কিংবা ভারতের নয়, এমনকি এটি কোনও বাস্তব ঘটনাও নয়। বরং সেটি ‘ইনফিয়ার্নো এন এল প্যারাইসো’ নমাক একটি কলম্বিয়ান সিরিজ শুটিংয়ের পিছনের দৃশ্যের ভিডিও।