ফ্যাক্ট চেক: মমতা বন্দ্যোপাধ্যায়ের আগুন ছাড়া ভোগ রান্নার ভিডিওটি আসল নয়, AI দ্বারা তৈরি

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি এআই নির্মিত। এমন একাধিক ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে যেখানে বাস্তবেই মুখ্যমন্ত্রীকে আগুন জ্বালানো অবস্থায় রান্না করতে দেখা গেছে।

Advertisement
ফ্যাক্ট চেক: মমতা বন্দ্যোপাধ্যায়ের আগুন ছাড়া ভোগ রান্নার ভিডিওটি আসল নয়, AI দ্বারা তৈরি

কালীপুজোয় নিজের বাসভবনে প্রতিবছরের মতো এ বারও শ্যামাপুজোর আয়োজন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা পোস্ট করে দাবি করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী আগুনের আঁচ ছাড়াই রান্না করছেন।

এই ভিডিওতে মুখ্যমন্ত্রীকে ভোগের কড়াইতে খুন্তি চালাতে দেখা যাচ্ছে। ভিডিওটি পোস্ট করে অনেকেই লিখেছেন, “পিছির কাছে আগুন ছাড়া রান্না করা শিখুন এই ভিডিও তে...।” (ক্যাপশনের বানান অপরিবর্তিত)

কোনও কোনও অ্যাকাউন্ট থেকে একই ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, “আগুন ছাড়া দারুন সুস্বাদু রান্না একমাত্র পিসিই পারে...।” (ক্যাপশনের বানান অপরিবর্তিত)

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি এআই নির্মিত। এমন একাধিক ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে যেখানে বাস্তবেই মুখ্যমন্ত্রীকে গ্যাসে আগুন জ্বালানো অবস্থায় রান্না করতে দেখা গেছে।

সত্য উন্মোচন

প্রায় ৬ সেকেন্ডের এই ভাইরাল ভিডিওটি খুব ভালোভাবে লক্ষ্য করলে একটি বিরাট অসঙ্গতি আমাদের নজরে আসে। ভিডিওটির প্রথম সেকেন্ডে দেখা যায় যে কড়াই ভর্তি ভোগ রান্না করা হয়েছে। কিন্তু, ভিডিওটি শেষ হওয়ার মুহূর্তে, অর্থাৎ ৬ সেকেন্ডের মাথায় দেখা যায় যে কড়াইটি অর্ধেক খালি। এর থেকে আন্দাজ করা যায় যে ভিডিওতে কোনও ধরনের কারসাজি করা হয়েছে। বা ভিডিওটি এআই দ্বারা তৈরি।

মমতা বন্দ্যোপাধ্যায় এ বছর নিজের বাসভবনে কালীপুজোর অনুষ্ঠানে ভোগ রান্না করেছিলেন কিনা, এ বিষয়ে কিওয়ার্ড সার্চ করা হলে দ্য ওয়ালের মতো সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রীর ভোগ রান্নার ভিডিও পাওয়া যায়। যেখানে দেখা যায় তিনি যখন রান্না করছিলেন তখন স্টোভে আগুন জ্বলছিল।

এর পাশাপাশি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল ফেসবুক পেজ থেকেও মুখ্যমন্ত্রীর ভোগ রান্না করার ভিডিও পোস্ট করা হয়েছিল। যেখানে স্পষ্ট, আগুন ছাড়া মুখ্যমন্ত্রী রান্না করেননি। সেই সঙ্গে যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেই ধরনের কোনও ভিডিও তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল পেজে পাওয়া যায়নি।

Advertisement

তবে ভাইরাল ভিডিও-র প্রথম সেকেন্ডে যে ফ্রেম দেখা যাচ্ছে, হুবহু সেই একই ফ্রেম দেখা যায় অল ইন্ডিয়া তৃণমূলের কংগ্রেসের তরফে পোস্ট করা কয়েকটি ছবির অ্যালবামে থাকা একটি ছবিতে। এই অ্যালবামের ক্যাপশনে লেখা হয়, "কালীপুজোর পবিত্র আচারবিধি অনুসারে মাতৃশক্তির আরাধনায় রত মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভক্তিপূর্ণ মনে নিজ হাতে প্রস্তুত করলেন মায়ের ভোগ।ভক্তি ও বিশ্বাসে ভরা আজকের কিছু অপূর্ব মুহূর্ত।" 

এই আসল ছবির সঙ্গে ভাইরাল ভিডিওটির প্রথম ফ্রেমের তুলনা করলে স্পষ্ট হয়ে যায় যে ভাইরাল AI ভিডিওটি এই ছবি থেকেই তৈরি করা হয়েছে। এই ছবিতে গ্যাসে আগুন জ্বলতে দেখা যাচ্ছিল না। তাই ছবি ভোগ রান্না শেষ হওয়ার পরবর্তী সময় তোলা হয়েছে, নাকি রান্না চলাকালীন তোলা হয়েছে, সেই বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি। 

হাইভ মডারেশনের মতো এআই যাচাইকারী ওয়েবসাইটেও ভিডিওটি পরীক্ষা করা হলে একে এআই দ্বারা নির্মিত বলে জানানো হয়। 

অর্থাৎ, সবমিলিয়ে বলাই যায় যে ভিডিওটি ছড়িয়ে দাবি করা হচ্ছে মুখ্যমন্ত্রী আগুন ছাড়া রান্না করছেন, তা আসলে এআই দ্বারা তৈরি।

 

ফ্যাক্ট চেক

Social Media Users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্যাসের আগুন বন্ধ রেখেই রান্না করছেন।

ফলাফল

ভাইরাল ভিডিওটি এআই দ্বারা তৈরি। আসল ভিডিওতে মুখ্যমন্ত্রীকে গ্যাস জ্বালিয়েই রান্না করতে দেখা গিয়েছিল।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Social Media Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement