ফ্যাক্ট চেক: ভারতের জাতীয় পতাকা নয়, কংগ্রেসের পতাকা দিয়ে জুতো পরিষ্কার করেছিলেন BJP নেতা 

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওর বিজেপি নেতা ভারতের জাতীয় পতাকা নয়, বরং চলতি বছরের ৩০ আগস্ট গুজরাটের সুরাটে কংগ্রেসের দলীয় কার্যালয়ের বাইরে প্রদর্শিত বিক্ষোভে কংগ্রেসের দলীয় পতাকা দিয়ে নিজের জুতো পরিষ্কার করেছিলেন।

Advertisement
ফ্যাক্ট চেক: ভারতের জাতীয় পতাকা নয়, কংগ্রেসের পতাকা দিয়ে জুতো পরিষ্কার করেছিলেন BJP নেতা 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে গলায় বিজেপির উত্তরীয় পরা বেশকিছু ব্যক্তিকে কংগ্রেসের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যাচ্ছে। পাশাপাশি এই বিক্ষোভ চলাকালীন এক ব্যক্তি তিরঙ্গা পতাকার মতো একটি কাপড় দিয়ে নিজেদের জুতো পরিষ্কার করছেন। 

ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, এক বিজেপি নেতা ভারতের জাতীয় পতাকা দিয়ে নিজের জুতো পরিষ্কার করেছেন। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “বিজেপি নেতা ভারতীয় পতাকা দিয়ে নিজের জুতা পরিষ্কার করলেন।” (সব বানান অপরিবর্তিত)

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওর বিজেপি নেতা ভারতের জাতীয় পতাকা নয়, বরং চলতি বছরের ৩০ আগস্ট গুজরাটের সুরাটে কংগ্রেসের দলীয় কার্যালয়ের বাইরে প্রদর্শিত বিক্ষোভে কংগ্রেসের দলীয় পতাকা দিয়ে নিজের জুতো পরিষ্কার করেছিলেন।

সত্য উন্মোচন হলো যেভাবে

ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে চলতি বছরের ৩০ অগস্ট ANI-এর অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এই একই ভিডিওর ২ মিনিট ৪৪ সেকেন্ডের একটি বর্ধিত সংস্করণ পাওয়া যায়। সেই ভিডিওর ১ মিনিট ৫৪ সেকেন্ডের সঙ্গে ভাইরাল ভিডিওর হুবহু মিল পাওয়া যায়। ANI-এর পোস্ট অনুযায়ী, সেটি বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর মাকে উদ্দেশ্য করে অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে গুজরাটের সুরাটে কংগ্রেসের দলীয় কার্যালয়ের বাইরে বিজেপি কর্মীদের বিক্ষোভের দৃশ্য।  

ANI-এর ভিডিওতে বিজেপি কর্মীদের তিরঙ্গার মতো পতাকা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে এবং নিজেদের জুতো পরিষ্কার করতে দেখা যাচ্ছে। তবে ভিডিওটি শুরু থেকে ভালো করে পর্যবেক্ষণ করলে স্পষ্টভাবে দেখা যায় যে বিজেপি কর্মীদের হাতের ওই পতাকাগুলো ভারতের জাতীয় পতাকা নয় বরং সেগুলি কংগ্রেসের দলীয় পতাকা। এমনকি ANI-এর ভিডিওতে এটিও স্পষ্টভাবে দেখা যায় যে ভাইরাল ভিডিওর সাদা পোশাক পরা ব্যক্তি যে পতাকা দিয়ে নিজের জুতো পরিষ্কার করছেন সেটিও ভারতের পতাকা নয়, বরং কংগ্রেসের পতাকা। নীচে কংগ্রেসের দলীয় পতাকা এবং ভারতের জাতীয় পতাকার তুলনা দেখা যাবে।

Advertisement

এরপর এই সংক্রান্ত পরবর্তী অনুসন্ধান চালালে ২০২৫ সালের ৩০ আগস্ট নিউজ-৯-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই বিক্ষোভের একটি ভিডিও পাওয়া যায়। সেই ভিডিওতেও ভাইরাল ভিডিওর সাদা পোশাক পরা ব্যক্তি এবং তাঁর পাশে থাকা অন্যান্য বিজেপি কর্মীদেরও দেখা যায়। নিউজ-৯-এর ভিডিওতে ভাইরাল ভিডিওর সাদা পোশাক পরা ব্যক্তির পাশে থাকা এক ব্যক্তিকে পতাকাটি হাতে নিয়ে খুলেতে দেখা যায়। তখন লক্ষ্য করা যায়, পতাকার উপরে ‘অশোক চক্র’ নয় বরং কংগ্রেসের প্রতীক ‘হাতের তালু’ রয়েছে। অর্থাৎ পতাকাটি ভারতের জাতীয় পতাকা নয় বরং সেগুলি কংগ্রেসের দলীয় পতাকা।

লাইভ মিন্টে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর মায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যকারী বিহারের এক ব্যক্তির বিরুদ্ধে গত ৩০ আগস্ট সুরাটে বিজেপি একটি বিক্ষোভের আয়োজন করেছিল। বিক্ষোভ চলাকালীন কংগ্রেস ও বিজেপি কর্মীরা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। মূলত সুরাটের কংগ্রেস কার্যালয়ের বাইরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশও উপস্থিত ছিল।

এর থেকে স্পষ্ট হয় যে ভারতের জাতীয় পতাকা নয়, বরং কংগ্রেসের দলীয় পতাকা দিয়ে নিজের জুতো পরিষ্কার করেছিলেন ভাইরাল ভিডিওতে থাকা ওই বিজেপি নেতা।

ফ্যাক্ট চেক

Facebook users

দাবি

ভিডিওতে এক বিজেপি নেতাকে ভারতের জাতীয় পতাকা দিয়ে নিজের জুতো পরিষ্কার করতে দেখা যাচ্ছে।

ফলাফল

ভারতের জাতীয় পতাকা নয়, বরং চলতি বছরের ৩০ আগস্ট গুজরাটের সুরাটে কংগ্রেসের দলীয় কার্যালয়ের বাইরে প্রদর্শিত বিক্ষোভে কংগ্রেসের দলীয় পতাকা দিয়ে নিজের জুতো পরিষ্কার করেছিলেন।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement