scorecardresearch
 

ফ্যাক্ট চেক: ইয়েমেনের সানায় হুতি সমর্থকদের কুচকাওয়াজের ভিডিও মুম্বইয়ে মুসলিমদের বিক্ষোভের দৃশ্য দাবিতে ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ইসলাম ও নবী হজরত মহম্মদকে নিয়ে অপত্তিকর মন্তব্যের প্রতিবাদে মুম্বইয়ে মুসলিমরা বিক্ষোভ প্রদর্শন করছেন।

Advertisement

সম্প্রতি ইসলাম ধর্ম ও নবী হজরত মহম্মদকে নিয়ে অপত্তিকর মন্তব্য করার অভিযোগ সামনে এসেছে মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক নীতেশ রানে ও রামগিরি মহারাজের বিরুদ্ধে। তারই প্রতিবাদে গত ২৩ সেপ্টেম্বর বিকালে প্রাক্তন এআইএমএম সাংসদ ইমতিয়াজ জলিলের নেতৃত্বে মুম্বইয়ে তিরাঙ্গা সংবিধান ব়্যালি’ নামক বিক্ষোভ প্রদর্শন করেন মুসলিম ধর্মাবলম্বী মানুষরা। এই বিক্ষোভ মিছিলে প্রায় ১২ হাজার মানুষ উপস্থিত ছিলেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে মুম্বইয়ে মুসলিমদের এই বিক্ষোভ সংক্রান্ত একটি ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েক লক্ষ মানুষ ব্যানার বা পতাকা জাতীয় কিছু নিয়ে একটি রাস্তায় মিছিল করছেন। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে সেটিকে ইসলাম ধর্ম ও নবী হজরত মহম্মদকে নিয়ে অপত্তিকর মন্তব্য করার প্রতিবাদে মুম্বইয়ে আয়োজিত মুসলিমদের বিক্ষোভের দৃশ্য।

উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “নবীজির প্রেম ঈমানের পূর্ব শর্ত, আজকের অবস্থা মুম্বাইয়ে ইতিহাস হয়ে থাকবে এই দৃশ্য ইনশাআল্লাহ। গত ৫০ বছরে যেটা কেও করতে পারে নাই, আশেকে রাসুল ﷺ তা দেখিয়েছেন।” (সব বানান অপরিবর্তিত।) একই দাবি-সহ আরও পোস্ট দেখতে এখানে ক্লিক করুন।

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি সম্প্রতি মুম্বইয়ে আয়োজিত মুসলিমদের বিক্ষোভের নয়। বরং সেটি গত ২১ সেপ্টেম্বর ইয়েমেনের রাজধানী সানা দখলের দশম বার্ষিকী উপলক্ষ্যে সানায় আয়োজিত হুথি সমর্থকদের কুচকাওয়াজ বা প্যারেডের দৃশ্য। 

কীভাবে জানা গেল সত্য?

ভাইরাল দাবি ও ভিডিওর সত্যতা জানতে আমরা সেটি থেকে একাধিক স্ক্রিনশট নিয়ে সেগুলির রিভার্স ইমেজ সার্চ করি। তখন আমরা গত ২২ সেপ্টেম্বর জর্ডান ভিত্তিক সংবাদ মাধ্যম ‘Roya News English’-এর ফেসবুক পেজে ৫৬ সেকেণ্ডের একটি ভিডিও দেখতে পাই। সেই ভিডিওর ৩৬ সেকেণ্ডের ফ্রেমের সঙ্গে আমরা ভাইরাল ভিডিওর একটি ফ্রেমের সঙ্গে কিছুটা সাদৃশ্যতা খুঁজে পাই। ভিডিওটি পোস্ট করে সেখানে লেখা হয়েছে, “২১ সেপ্টেম্বর ইয়েমেনের হুথিরা সানা দখলের এক দশক পূর্তি উপলক্ষ্যে সামরিক কুচকাওয়াজ করেছে।”

Advertisement

এরপর উক্ত সূত্র ধরে এই সংক্রান্ত একাধিক কিওয়ার্ড সার্চ করলে আমরা গত ২১ সেপ্টেম্বর ‘University Student Forum’ নামক ইয়েমেন ভিত্তিক এক এক্স হ্যান্ডেলে কয়েকটি ছবি-সহ আরবি ভাষায় একটি পোস্ট দেখতে পাই। ছবিগুলি পোস্ট করে সেখানে লেখা হয়েছে, “বিপ্লবের দশম বর্ষপূর্তি উদযাপন এবং ফিলিস্তিন ও লেবাননের প্রতি সংহতি প্রকাশ করে ২১ সেপ্টেম্বর রাজধানী সানায় আয়োজিত কুচকাওয়াজে অংশগ্রহণ করল ইয়েমেনি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।”

আমরা উক্ত পোস্টের ছবিগুলি ভালো করে পর্যবেক্ষণ করার সময় সেগুলির মধ্যে একটি ছবির সঙ্গে ভাইরাল ভিডিওর ফ্রেমের হুবহু মিল খুঁজে পাই। নিচে ভাইরাল ভিডিওর ফ্রেমের সঙ্গে ‘University Student Forum’এর এক্স হ্যান্ডেলে প্রাপ্ত সেই ছবিটির তুলনা দেখা যাবে।

এরপর আমরা আমাদের পরবর্তী সার্চে গত ২৩ সেপ্টেম্বর সংবাদ সংস্থা এএফপির জাপানি ভাষার সংস্করণ ‘AFPBB’তে ১৪টি ছবি-সহ এই সংক্রান্ত একটি প্রতিবেদন খুঁজে পাই। সেই প্রতিবেদনে ব্যবহৃত ১৩ নম্বর ছবটির সঙ্গেও আমরা উপরে উক্ত ‘University Student Forum’এর এক্স হ্যান্ডেলে প্রাপ্ত ছবি ও ভাইরাল ভিডিওর ফ্রেমের সঙ্গে মিল খুঁজে পাই। ছবিগুলি পোস্ট করে প্রতিবেদনটিতে লেখা হয়েছে, “সানা দখলের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে ফিলিস্তিনর প্রতি সংহতি প্রকাশ করে ইয়েমেনের ইরানপন্থী হুথি গোষ্ঠীর সামরিক কুচকাওয়াজ। ২১ সেপ্টেম্বর এই কুচকাওয়াজটি অনুষ্ঠিত হয় ইয়েমেনের রাজধানী সানাতে। যেখানে অংশ নিয়েছিল হাজার হাজার হুথি সমর্থক।”

এরপর আমরা গত ২১ সেপ্টেম্বর ইয়েমেনের রাজধানী সানাতে আয়োজিত উক্ত কর্মসূচি সম্পর্কে ইয়েমেনি সংবাদমাধ্যমের প্রতিবেদন খোঁজার চেষ্টা করি। সেই উপলক্ষ্যে আরবি ভাষায় বিভিন্ন কিওয়ার্ড সার্চ করলে আমরা গত ২১ সেপ্টেম্বর ইয়েমেনি সংবাদমাধ্যম Althawrah-র ওয়েবাসাইটে আরবি ভাষায় একটি প্রতিবেদন খুঁজে পাই। সেখানে গত ২১ সেপ্টেম্বর সানা দখলের দশম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচি ও তাতে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

এর থেকে প্রমাণ হয় যে গত ২৩ সেপ্টেম্বর মুম্বইয়ে মুসলিমদের তরফে একটি বিক্ষোভ মিছিল করা হলেও সেই ঘটনার সঙ্গে ভাইরাল ভিডিওর কোনও সম্পর্ক নেই। বরং ভাইরাল ভিডিওটিতে গত ২১ সেপ্টেম্বর ইয়েমেনের রাজধানী সানা দখলের দশম বার্ষিকী উপলক্ষ্যে সানায় আয়োজিত হুথি সমর্থকদের কুচকাওয়াজ বা প্যারেডের দৃশ্য দেখা যাচ্ছে।

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ইসলাম ধর্ম ও হজরত মহম্মদকে নিয়ে অপত্তিকর মন্তব্যের প্রতিবাদে মুম্বইয়ে আয়োজিত মুসলিম সম্প্রদায়ের বিক্ষোভ।

ফলাফল

ভাইরাল ভিডিওটি মুম্বইয়ে আয়োজিত মুসলিমদের বিক্ষোভের নয়। বরং সেটি গত ২১ সেপ্টেম্বর ইয়েমেনের রাজধানী সানায় আয়োজিত হুথি সমর্থকদের কুচকাওয়াজ বা প্যারেডের দৃশ্য।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের সংখ্যা 73 7000 7000 উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Advertisement