শুক্রবার ইজরায়েলি হামলায় নিহত হয়েছেন লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লা। এছাড়া রবিবার তেল আভিভের তরফে দাবি করা হয়, হামলায় মৃত্যু হয়েছে ইরানের মদতপুষ্ট এই সংগঠনটির কেন্দ্রীয় কাউন্সিলের উপপ্রধান নাবিল কউকের। বিগত এক সপ্তাহে ইজরায়েলের হামলায় হিজবুল্লার সাত কমান্ডার-সহ মোট ১০০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে খবর।
আর এই সার্বিক পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই সংক্রান্ত একটি ভিডিও। ভিডিওটিতে একটি বিল্ডিংয়ে বিস্ফোরণ হতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে ইঙ্গিত করা হচ্ছে সেটিতে লেবাননের উপরে ইজ়রায়েলি হামলার দৃশ্য দেখা যাচ্ছে।
উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, সেটির ক্যাপশনে তিনি লিখেছেন, “লেভানন।” পাশাপাশি ভিডিওর ফ্রেমে তিনি লিখেছেন, “লেভাননে আবারো হামলা।” (সব বানান অপরিবর্তিত।)
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি লেবাননের নয়। বরং সেটি চলতি বছরের ২৭ আগস্ট গাজার নুসিরাত শরণার্থী শিবিরের একটি ভবনে ইজরায়েলি হামলার দৃশ্য।
কীভাবে জানা গেল সত্য?
ভাইরাল দাবি ও ভিডিওর সত্যতা জানতে আমরা সেটি থেকে একাধিক স্ক্রিনশট নিয়ে সেগুলির রিভার্স ইমেজ সার্চ করি। তখন আমরা চলতি বছরের ২৭ আগস্ট তুরস্কের সরকারি সংবাদমাধ্যম টিআরটি-র জার্মান ভাষার সংস্করণ TRT Deutsch-এর অফিশিয়াল ফেসবুক পেজে এই একই ভিডিও-সহ দেখতে পাই। একই সঙ্গে সেখানে এই বিস্ফোরণের অন্য দিক থেকে ধারণকৃত দৃশ্যও তুলে ধরা হয়েছে।
ভিডিওটি পোস্ট করে সেটির ফ্রেমের উপরে “গাজা, প্যালেস্টাইন” ও “২৭/০৮/২০২৪” তারিখ লেখা হয়েছে। পাশাপাশি সেটির ক্যাপশনে জার্মান ভাষায় উল্লেখ করা হয়েছে, “গাজায় ইজ়রায়েলের ধ্বংসযজ্ঞ অব্যাহত। গাজা উপত্যকার নুসিরাত শরণার্থী শিবিরের একটি ভবনে হামলা চালিয়েছে ইজরায়েলি সেনাবাহিনী।”
এরপর উক্ত সূত্র ধরে এই সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করলে আমরা গত ২৭ আগস্ট The Guardian-এর একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাই। সেই ভিডিও-র সঙ্গে TRT Deutsch-এ প্রাপ্ত এই বিস্ফোরণের অন্য দিক থেকে ধারণকৃত ভিডিওর হুবহু মিল আমরা দেখতে পাই। ভিডিওটি পোস্ট করে The Guardian-এর তরফে সেখা লেখা হয়েছে, “প্যালেস্টাইনের গাজার নুসিরাতের একটি ভবন মঙ্গলবার হামলা চালায় ইজরায়েল। এই হামলায় অন্তত ১৭ জন নিহত হওয়ার খবর স্বাস্থ্য বিভাগের কর্মীরা জানিয়েছেন।”
এরপর আমাদের পরবর্তী সার্চে এই একই ভিডিওর ফ্রেমের সঙ্গে মিল থাকা একটি ছবি-সহ গত ২৮ আগস্ট Bangkok Post-এর একটি প্রতিবেদন খুঁজে পাই। সেখানে লেখা হয়েছে, "মঙ্গলবার মধ্য গাজা উপত্যকার নুসিরাত শরণার্থী শিবিরে হামলা চালায় ইজরায়েল। ইজরায়েলের করা বিস্ফোরণের জেরে ধ্বংস হয়ে যায় নুসিরাত শরণার্থী শিবিরে একটি বাড়ি। তাতে নিহত হয়েছেন কমপক্ষে ২০ জন প্যালেস্টাইন নাগরিক।"
এর থেকে প্রমাণ হয় যে সম্প্রতি লেবাননে ইজরায়েলি হামলা দৃশ্য দাবি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে গত ২৭ আগস্ট গাজার নুসিরাত শরণার্থী শিবিরে ইজরায়েলি হামলা ভিডিও।
ভিডিওটিতে লেবাননের উপরে ইজরায়েলি হামলার দৃশ্য দেখা যাচ্ছে।
ভাইরাল ভিডিওটি লেবাননের নয়। বরং সেটি চলতি বছরের ২৭ আগস্ট গাজার নুসিরাত শরণার্থী শিবিরের একটি ভবনে ইজরায়েলি হামলার দৃশ্য।