ফ্যাক্ট চেক: মসজিদে বুলডোজার অভিযানের বিরুদ্ধে মুসলিম যুবকদের 'বাধা' দাবিতে ছড়াল শুটিংয়ের ভিডিও

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে,ভাইরাল ভিডিওটি কোনও বাস্তব ঘটনার নয়। বরং এটি বলিউড অভিনেতা জন আব্রাহামের একটি সিনেমার শুটিংয়ের দৃশ্য। যেখানে জনকে পরিচালক রোহিত শেট্টি নির্মিত মুম্বাইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ‘রাকেশ মারিয়া’র বায়োপিকে অভিনয় করতে দেখা যাচ্ছে।

Advertisement
ফ্যাক্ট চেক: মসজিদে বুলডোজার অভিযানের বিরুদ্ধে মুসলিম যুবকদের 'বাধা' দাবিতে ছড়াল শুটিংয়ের ভিডিও

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে কোনও একটি রাস্তার এক প্রান্তে গেরুয়া পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকা কিছু মানুষের সামনে ব্যারিকেড করে রেখেছেন বেশকিছু পুলিশ কর্মী। অন্যদিকে রাস্তার অপর প্রান্তে দাঁড়িয়ে আছেন পাঞ্জাবী-পাজামা ও মাথায় ফেজ টুপি পরিহিত বেশকিছু ব্যক্তি এবং তাঁদের দিকে হাঁটতে-হাঁটতে এগিয়ে যাচ্ছেন এক পুলিশ আধিকারিক।

ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতে বুলডোজার দিয়ে একটি মসজিদ ভাঙতে আসা পুলিশ কর্মীদের আটকে দিয়েছে মাত্র ৫ জন মুসলিম যুবক। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে, “পুলিশের বিজয়,  ইসলামের জয়। মসজিদ রক্ষা করলো ভারতের।” পাশাপাশি, ভিডিওতে নিচের ক্লিপে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, “ভারতের পুলিশ বুলডোজার নিয়ে মসজিদ ভাঙতে এসেছিল। কিন্তু সেখানে উপস্থিত পাঁচজন মুসলিম যুবক পুলিশকে বাঁধা প্রদান করে এবং তাতে মুসলিমদের জয় হয়।” এমনকি ভিডিও-র কমেন্ট সেকশনে ঘটনাটিকে সত্যি মনে করে দুই ব্যক্তি যথাক্রমে লিখেছেন, “তাইতো দেখলাম” এবং “Nice”।

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে,ভাইরাল ভিডিওটি কোনও বাস্তব ঘটনার নয়। বরং এটি বলিউড অভিনেতা জন আব্রাহামের একটি সিনেমার শুটিংয়ের দৃশ্য। যেখানে জনকে পরিচালক রোহিত শেট্টি নির্মিত মুম্বাইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ‘রাকেশ মারিয়া’র বায়োপিকে অভিনয় করতে দেখা যাচ্ছে।

সত্য উন্মোচন

প্রথমত, ভাইরাল ভিডিওটি সন্দেহজনক। কারণ ভিডিওটি ভালো করে পর্যবেক্ষণ করলে লক্ষ্য করা যায়, যে পুলিশ আধিকারিক হাঁটতে-হাঁটতে পাঞ্জাবী-পাজামা ও মাথায় ফেজ টুপি পরিহিত ব্যক্তিদের দিয়ে এগিয়ে যাচ্ছেন তাঁকে বলিউড অভিনেতা জন আব্রাহাম বলে মনে হচ্ছে। এর থেকে অনুমান করা যায় যে, ভিডিওটি কোনও বাস্তব ঘটনার না হয়ে কোনও সিনেমার শুটিংয়ের দৃশ্য হতে পারে।

তবে এরপর ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম সংগ্রহ করে সেগুলি গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৫ সালের ৫ মে বলিউড গসিব নামক একটি রেডিট হ্যান্ডেলে এই একই ভিডিও-র একটি স্পষ্ট (পরিষ্কার ছবি কোয়ালিটি) সংস্করণ পাওয়া যায়। সেই ক্লিপ থেকে ভাইরাল ভিডিও-র পুলিশ আধিকারিক যে বলিউড অভিনেতা জন আব্রাহাম তা একশো শতাংশ স্পষ্ট হয়ে যায়। পোস্টের ক্যাপশন এবং কমেন্ট সেকশন থেকে জানা যায়, ভিডিওটি পরিচালক রোহিত শেট্টি নির্মিত এবং বলিউড অভিনেতা জন আব্রাহাম অভিনিত ‘রাকেশ মারিয়া’র বায়োপিক শুটিংয়ের দৃশ্য। এমনকি চলতি বছরের ১ মে thesureshjohn নামক এক জন আব্রাহাম ফ্যানের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকেও এই একই তথ্য-সহ ভিডিওটি শেয়ার করা হয়।

Advertisement

টাইমস অব ইন্ডিয়া এবং বলিউড হাঙ্গামার প্রতিবেদন থেকে জানা যায়, পরিচালক রোহিত শেট্টি নির্মিত মুম্বাইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ‘রাকেশ মারিয়া’র বায়োপিকের প্রধান চরিত্র অর্থাৎ প্রাক্তন পুলিশ কর্তা রাকেশ মারিয়ার ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা জন আব্রাহাম। ইতিমধ্যে মুম্বাই সেন্ট্রাল স্টেশন, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, ডোংরি এবং তাজ হোটেল-সহ মুম্বাইয়ের বেশ কয়েকটি স্থানে এই সিনেমার শুটিং করা হয়েছে।

এর থেকে প্রমাণ হয় যে, মসজিদে বুলডোজার অভিযানের মিথ্যে দাবিতে ছড়ানো হচ্ছে শুটিংয়ের পুরনো ভিডিও।

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে, ভারতে বুলডোজার দিয়ে একটি মসজিদ ভাঙতে আসা পুলিশ কর্মীদের আটকে দিয়েছে মাত্র ৫ জন মুসলিম যুবক।

ফলাফল

ভাইরাল ভিডিওটি কোনও বাস্তব ঘটনার নয়। বরং এটি বলিউড অভিনেতা জন আব্রাহামের একটি সিনেমার শুটিংয়ের দৃশ্য।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement