ফ্যাক্ট চেক: প্রকাশ্য দিবালোকে মঞ্চে বসে ঘুষ নিচ্ছেন BJP নেতারা? ভিডিও-র সত্যতা জানুন

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি কোনও বিজেপি নেতার ঘুষ নেওয়ার দৃশ্য নয় এবং এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। বরং ভিডিওতে বিহারের সন্দেশ বিধানসভার আরজেডি বিধায়ক কিরণ দেবী যাদবকে তাঁর ছেলে দীপু রানাওয়াত যাদবের হয়ে প্রচারে আসা এক ভোজপুরী গায়ককে টাকা উপহার দিতে দেখা যাচ্ছে। 

Advertisement
ফ্যাক্ট চেক: প্রকাশ্য দিবালোকে মঞ্চে বসে ঘুষ নিচ্ছেন BJP নেতারা? ভিডিও-র সত্যতা জানুন

আগামী ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিহারের বিধানসভা নির্বাচন। আর এই সার্বিক পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে একটি মঞ্চে বসে থাকা এক মহিলাকে সেখানে উপস্থিত এক ব্যক্তির হাতে লুকিয়ে একশো টাকার একটি বান্ডিল দিতে দেখা যাচ্ছে। অন্যদিকে টাকার বান্ডিলটি নিয়ে ওই ব্যক্তি নিজের প্যান্টের পিছনের পকেটে ঢুকিয়ে রাখছেন। 

ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, প্রকাশ্য দিবালোকে মঞ্চে বসে ঘুষ নিচ্ছেন বিজেপি নেতারা। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “বিহারে বিজেপি নেতাদের প্রকাশ্য দিবালোকে ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস!! কি ভাবে ঘুষ নেয় দেখুন।।।” (সব বানান অপরিবর্তিত) 

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি কোনও বিজেপি নেতার ঘুষ নেওয়ার দৃশ্য নয় এবং এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। বরং ভিডিওতে বিহারের সন্দেশ বিধানসভার আরজেডি বিধায়ক কিরণ দেবী যাদবকে তাঁর ছেলে দীপু রানাওয়াত যাদবের হয়ে প্রচারে আসা এক ভোজপুরী গায়ককে টাকা উপহার দিতে দেখা যাচ্ছে। 

সত্য উন্মোচন হলো যেভাবে

ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম সংগ্রহ করে সেগুলি গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে একাধিক একাধিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে এই একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটি শেয়ার করে উক্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজগুলিতে উল্লেখ করা হয়েছে, “মনোনয়ন পত্র জমা দেওয়ার পর প্রকাশ্য টাকা বিতরণ করতে দেখা গেছে তেজস্বী যাদবের দল তথা এক আরজেডি বিধায়ককে।”

এরপর উক্ত তথ্যের উপরে ভিত্তি করে এই সংক্রান্ত পরবর্তী অনুসন্ধান চালালে ২০২৫ সালের ১৭ অক্টোবর First Bihar Jharkhand নামক একটি সংবাদমাধ্যমের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই একই ভিডিও-সহ একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদন থেকে জানা যায়, ভিডিওতে যে মহিলাকে টাকা দিতে দেখা যাচ্ছে তিনি হলেন বিহারের ভোজপুর জেলার সন্দেশ বিধানসভা কেন্দ্রের আরজেডি বিধায়ক কিরণ দেবী যাদব। তিনি সন্দেশ বিধানসভা কেন্দ্রের এবারের আরজেডি প্রার্থী তথা তাঁর ছেলে দীপু রানাওয়াত যাদবের হয়ে প্রচারে অংশ নেওয়া এক ভোজপুরী গায়কের হাতে ১০০ টাকার নোটের একটি বান্ডিল তুলে দিয়েছিলেন।

Advertisement

গত ১৫ অক্টোবর Hamara Bihar News নামক বিহার ভিত্তিক একটি সংবাদমাধ্যমের অফিশিয়াল ফেসবুক পেজে সন্দেশ বিধানসভা কেন্দ্রের আরজেডি প্রার্থী তথা বর্তমান বিধায়ক কিরণ দেবী যাদবের ছেলে দীপু রানাওয়াত যাদবের ভোট প্রচার একটি লাইভ সম্প্রচার পাওয়া যায়। এই একই ঘটনার অন্য ক্যামেরা অ্যাঙ্গেল থেকে তোলা সেই ভিডিওতেও স্পষ্ঠভাবে বিধায়ক কিরণ দেবী যাদবকে মঞ্চে উপস্থিত ওই ভোজপুরী গায়ককে টাকার বান্ডিল দিতে দেখা যাচ্ছে। আমরা আমাদের অনুসন্ধানে দেখতে পাই বিধয়াক কিরণ দেবী যাদব নিজেও Hamara Bihar News-এর সেই লাইভ সম্প্রচারটি নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকেও শেয়ার করেছেন

এরপর বিষয়টি সম্পর্কে জানতে আমরা আজ তকের ভোজপুর জেলা সাংবাদিক সোনু সিংয়ের সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাদের জানান, “ভাইরাল ভিডিওটি গত ১৫ অক্টোবর বিহারের ভোজপুর জেলার সন্দেশ বিধানসভা এলাকায় তোলা হয়েছিল। ওই দিন সন্দেশ বিধানসভার আরজেডি বিধায়ক কিরণ দেবী যাদব তাঁর ছেলে তথা সন্দেশ বিধানসভার এবারের আরজেডি প্রার্থী দীপু রানাওয়াত যাদবের হয়ে ভোট প্রচারে অংশ নেওয়া ভোজপুরী গায়ক গোলু রাজাকে একশো টাকা নোটের একটি বান্ডিল উপহার দিয়েছিলেন। এই ঘটনার সঙ্গে বিজেপি কিংবা বিজেপি নেতাদের ঘুষ নেওয়ার কোনও সম্পর্ক নেই।”

এর থেকে প্রমাণ হয় যে প্রকাশ্য মঞ্চে বিজেপি নেতাদের ঘুষ নেওয়ার দৃশ্য দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হচ্ছে, আরজেডি বিধায়কের তরফে এক ভোজপুরী গায়ককে টাকা উপহার দেওয়ার ভিডিও।

ফ্যাক্ট চেক

facebook users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে, প্রকাশ্য দিবালোকে মঞ্চে বসে ঘুষ নিচ্ছেন বিজেপি নেতারা।

ফলাফল

ভাইরাল ভিডিওটি কোনও বিজেপি নেতার ঘুষ নেওয়ার দৃশ্য নয় এবং এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। বরং এটি আরজেডি বিধায়ক কিরণ দেবী যাদবের তরফে তাঁর ছেলের হয়ে ভোট প্রচারে আসা এক ভোজপুরী গায়ককে টাকা উপহার দেওয়ার ভিডিও।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement