
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে কয়েক হাজার মানুষকে কিছু স্লোগান দিতে দিতে কোনও একটি রাস্তায় একটি গাড়িকে অনুসরণ করে এগিয়ে যেতে দেখা যাচ্ছে।
ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, সেটি বিজেপি-র বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভের দৃশ্য। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “মানুষ এখন দিচ্ছে ডাক বিজেপি নিপাত যাক। BJP GO BACK” (সব বানান অপরিবর্তিত)
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি বিজেপি বিরোধী বিক্ষোভের নয়। বরং এটি চলতি বছরের ২৩ সেপ্টেম্বর অসমের রাজধানী গুয়াহাটিতে আয়োজিত সঙ্গীত শিল্পী জুবিন গর্গের অন্তিম-যাত্রার দৃশ্য।
সত্য উন্মোচন হলো যেভাবে
ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম সংগ্রহ করে সেগুলি গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর অসমের লামডিং বিধানসভার বিজেপি বিধায়ক শিবু মিশ্রার অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পাওয়া যায়। যে ভিডিও-র একাধিক ক্লিপের মধ্যে একটি ক্লিপের সঙ্গে ভাইরাল ভিডিও-র হুবহু মিল পাওয়া যায়। ভিডিওটি শেয়ার করে তিনি সেটিকে সঙ্গীত শিল্পী জুবিন গর্গের অন্তিম-যাত্রার দৃশ্য বলে উল্লেখ করেছেন।
এরপর উক্ত সূত্র ধরে এই সংক্রান্ত পরবর্তী অনুসন্ধান চালালে ইন্ডিয়া টাইমস-সহ একাধিক সংবাদমাধ্যমের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই একই ভিডিও পাওয়া যায়। সেই ভিডিওতেও ভাইরাল ভিডিও-র ক্লিপটি পাওয়া যায়। প্রতিটি সংবাদমাধ্যমেই ভিডিওটি শেয়ার করে উল্লেখ করা হয়েছে, “গুয়াহাটিতে হাজার হাজার মানুষ গায়ক জুবিন গর্গকে আবেগঘন বিদায় জানালেন।”
ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর গুয়াহাটিতে আয়োজিত কিংবদন্তি সঙ্গীত শিল্পী জুবিন গর্গের অন্তিম-যাত্রায় অংশগ্রহণ করেন লক্ষ-লক্ষ মানুষ। ভক্তরা এদিন গায়কের শববাহী গাড়ির পিছনে দীর্ঘ পথ হেঁটে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে গুয়াহাটি সংলগ্ন কামারকুচি এনসি গ্রামে অনুষ্ঠিত হয় জুবিনের শেষকৃত্য। অন্যদিকে, জুবিন গর্গের অন্তিম-যাত্রাকে বিশ্বের চতুর্থ বৃহত্তম জনসমাগম হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে লিমকা বুক অফ রেকর্ডসে। যা পপ তারকা মাইকেল জ্যাকসন, পোপ ফ্রান্সিস এবং ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মতো ব্যক্তিত্বদের বিদায়ের পাশাপাশি স্থান করে নিয়েছে।
এর থেকে প্রমাণ হয় যে, বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভের দৃশ্য দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে সঙ্গীত শিল্পী জুবিন গর্গের অন্তিম-যাত্রার ভিডিও।
ভিডিওতে বিজেপি-র বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভের দৃশ্য দেখা যাচ্ছে।
ভাইরাল ভিডিওটি বিজেপি বিরোধী বিক্ষোভের নয়। বরং এটি অসমের রাজধানী গুয়াহাটিতে আয়োজিত সঙ্গীত শিল্পী জুবিন গর্গের অন্তিম-যাত্রার দৃশ্য।