
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও কিছু মানুষ শেয়ার করছেন যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এমন কিছু মোবাইল গেমের প্রচার করতে দেখা ও শোনা যাচ্ছে, যেখানে অর্থলাভের সম্ভাবনা থাকে। সহজ কথায় এই ধরনের গেমকে বেটিং গেম বলা হয়ে থাকে।
ভিডিওটি শেয়ার করে অনেকেই নরেন্দ্র মোদীর সমালোচনা করে লিখছেন যে প্রধানমন্ত্রী টাকা দিয়ে গেম খেলার জন্য দেশবাসীকে উৎসাহিত করছেন।
উক্ত ভিডিওতে কয়েকজন যুবক চিকেন রোড নামের একটি গেম কীভাবে খেলতে হবে এবং কীভাবে টাকা পাওয়া যাবে সেই বিষয়ে মোদীকে বোঝাচ্ছেন, এমনটাই দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রীকে হিন্দিতে যে কথাগুলো বলতে শোনা যাচ্ছে তার অনুবাদ করলে দাঁড়ায়, “আমি যা ভেবেছিলাম এটা তো তার থেকেও সহজ...এখন রোজগার করা এত সহজ হয়ে গেছে। আগে এ রকম ছিল না। আমি সকলকে পরামর্শ দেব, একবার অবশ্যই চেষ্টা করতে। এই মোরগে (গেমে) সত্যিই অর্থ উপার্জন করা যায়। আমি চাই দেশের মানুষ গরীব না থাকুক।”
এই একই ধরনের ভিডিও অনেকেই পোস্ট করে লিখেছেন, “যে দেশের প্রধানমন্ত্রী টাকা দিয়ে গেম খেলার জন্য মানুষকে বোকা***দা বনাই সেই দেশের মানুষের আবার কী হবে । Tax Tariff: ৫০ শতাংশ হারে শুল্ক বিজ্ঞপ্তির পর ধস নামল ভারতের শেয়ার বাজারে।” (ক্যাপশনের বানান অপরিবর্তিত)
আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি ভুয়ো এবং সম্পাদিত। মোদী বাস্তবে এমন কোনও প্রচার করেননি।
সত্য উন্মোচন হলো যেভাবে
ভাইরাল ভিডিওটি থেকে একটি স্ক্রিনশট নিয়ে তা রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে খোঁজা হলে ওই একই ভিডিও-র স্ক্রিনশট-সহ একাধিক প্রতিবেদন পাওয়া যায়। যেখানে এই ভিডিও-র ছবিগুলি ব্যবহার করা হয়েছিল। ২০২৪ সালের ১৩ এপ্রিল প্রকাশিত একাধিক খবরে জানা যায়, প্রধানমন্ত্রী দেশের কিছু পেশাদার গেমারদের (যারা পেশাগতভাবে গেম খেলেন) সঙ্গে দেখা করেছিলেন।
এই সূত্র ধরে কিওয়ার্ড সার্চ করা হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউটিউব চ্যানেলে তাঁর ওই গেমারদের সঙ্গে সাক্ষাতের পূর্ণাঙ্গ ভিডিওটি পাওয়া যায়। প্রায় ৩২ মিনিট দীর্ঘ এই ভিডিওতে কোথাও প্রধানমন্ত্রী মোদীকে দেখা যায়নি অর্থ উপার্জনের জন্য কোনও ভিডিও গেম খেলতে উৎসাহ দেওয়ার জন্য বা কোনও গেমের প্রচার করতে।
ভাইরাল ভিডিওতে যে অংশে প্রধানমন্ত্রীর কণ্ঠে বলতে শোনা যাচ্ছে যে “আমি যা ভেবেছিলাম এটা তো তার থেকেও সহজ”, আসল ভিডিওতে তাঁকে অন্য কথা বলতে শোনা যায়। যখন গেমাররা তাঁকে বুঝিয়ে দেন কীভাবে গেমটি খেলতে হবে, মোদী তখন আসলে বলেছিলেন, “এবার আমি এই বিষয়টায় মাথা লাগাবো।”
ভাইরাল ভিডিওটির ২৯ মিনিট ৩৬ সেকন্ডের মাথায় এক গেমারকে বলতে শোনা যায় যে তাঁরা Stumble Guys নামের একটি গেম খেলবেন যা অ্যান্ড্রয়েডের প্লে স্টোরে উপলব্ধ রয়েছে। গেমটির বিষয়ে বিশদে খতিয়ে দেখা হলে জানা যায় যে এই গেমের সঙ্গে আর্থিক লেনদেন বা আর্থিক লাভের কোনও সম্পর্ক নেই।
অন্যদিকে, ভাইরাল ভিডি ভিডিও-র এক পর্যায়ে মোদীর হাতে থাকা ফোনে তাঁকে দেখা যায় তিনি এমন কোনও গেম খেলছেন যেখান থেকে অর্থ উপার্জন করা করা যায়। তবে আসল ভিডিও-র ওই একই ফ্রেমে মোদীতে Stumble Guys নামক গেমই খেলতে দেখা যাচ্ছিল। কোনও অর্থ উপার্জনের গেম নয়। ভিডিওতে কারসাজি করে ওই গেমের দৃশ্য বদলে অন্য ছবি জুড়ে দেওয়া হয়েছিল।
অর্থাৎ, সবমিলিয়ে বুঝতে বাকি থাকে না যে একটি ভুয়ো এবং সম্পাদিত ভিডিও দ্বারা ভুয়ো তথ্য ছড়ানো হয়েছে যে প্রধানমন্ত্রী মোদী অর্থলাভের জন্য জনগণকে বেটিং গেম খেলতে উৎসাহিত করেছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থ উপার্জনের জন্য একপ্রকার বেটিং গেম খেলতে জনগণকে উৎসাহিত করছেন।
ভাইরাল ভিডিওটি সম্পাদিত। আসল ভিডিওটি ২০২৪ সালের ১৩ এপ্রিল সম্প্রচারিত হয়েছিল যেখানে মোদীকে এমন কিছু বলতে শোনা যায়নি।