ফ্যাক্ট চেক- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইরাল ছবিটি সম্পাদিত

হাসিনা বিরোধী স্লোগান এডিট করে জোড়া হয়েছে ভাইরাল ছবিতে

Advertisement
ফ্যাক্ট চেক- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইরাল ছবিটি সম্পাদিত hasina cvr

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি ছবি ভাইরাল হলো ফেসবুকে। ভাইরাল ছবিতে হাসিনা যেখানে দাঁড়িয়ে আছেন তার পাশের দেওয়ালে হাসিনা বিরোধী স্লোগান লেখা রয়েছে।  লেখা রয়েছে " শেখ হাসিনা নিপাত যাক, বাংলাদেশ মুক্তি পাক ২০২২"। 

বেশ কিছু ফেসবুক ব্যবহারকারী ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখছেন, " শেখ হাসিনা নিপাত যাক বাংলাদেশ মুক্তি পাক "। 

hasina body

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে জানতে পেরেছে ভাইরাল ছবিটি সম্পাদিত।  আসল ছবিতে প্রধানমন্ত্রী বিরোধী কোনো স্লোগান লেখা নেই। 

রিভার্স ইমেজ সার্চের সাহায্যে আমরা আসল ছবিটির হদিশ পাই , যেখানে এরকম কোনো হাসিনা বিরোধী স্লোগান লেখা নেই। 

গতবছর ৩১ সে ডিসেম্বর দ্য বিসনেস স্ট্যান্ডার্ড  সংবাদ পত্রের ওয়েবসাইটের একটি প্রতিবেদনে আমরা আসল ছবিটি খুঁজে পাই।  সেখানে লেখা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা নিরমায়মান পদ্মা  ব্রিজ পরিদর্শনে যান।  সেই সময় ব্রিজের ওপর এই ছবিটি তোলা হয়।  ছবিতে পিছনের দেয়ালে কোনো রকম স্লোগান দেখা যায় না। 

hasina pic

এই একই  ছবি বাংলাদেশের অন্যান্য নিউজ পোর্টালেও  খুঁজে পাওয়া যায়। সেখানেও আসল ছবিতে কোনো ধরণের দেয়াল লিখন নেই। 

 নিউজ পোর্টাল "প্রথম আলো " তে লিখেছে , "বছরের শেষ দিনে পদ্মা সেতুতে পা রাখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার সকালে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বহুল প্রত্যাশিত এই সেতু পরিদর্শনে যান প্রধানমন্ত্রী।  প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে খ্রিষ্টীয় নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর পদ্মা সেতু পরিদর্শনের ছবি প্রকাশ করেছেন।"

সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইরাল ছবিটি সম্পাদিত। 
 

ফ্যাক্ট চেক

Facebook user

দাবি

বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা যেখানে দাঁড়িয়ে আছেন তার পাশের দেওয়ালে হাসিনা বিরোধী স্লোগান লেখা রয়েছে।

ফলাফল

ভাইরাল ছবিটি সম্পাদিত। আসল ছবিতে প্রধানমন্ত্রী বিরোধী কোনো স্লোগান লেখা নেই।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook user
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement