scorecardresearch
 

ফ্যাক্ট চেক- সুন্দরবন বা ওডিশা নয়, সুদূর চীনের পুরোনো ভিডিও এটি

চীনের চিড়িয়াখানায় বাঘের আক্রমণের ভিডিও ভাইরাল হলো ফেসবুকে

Advertisement
tiger cvr tiger cvr

সম্প্রতি বাঘের আক্রমণে একজন মানুষের প্রাণ হারানোর এক মর্মান্তিক ভিডিও সুন্দরবনের নামে ফেসবুকে পোস্ট করা হয়েছে। ভাইরাল ভিডিওটিতে চারটি বাঘকে একজন মানুষকে আক্রমণ করে টেনে নিয়ে যেতে দেখা যাচ্ছে। আতংকিত কিছু মানুষের চিৎকার শোনা যাচ্ছে ভাইরাল ভিডিওতে।  ফেসবুকে ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে " সুন্দরবন মৈইপীঠ এর ঘটনা"। ভিডিওটি হোয়াটসাপেও ভাইরাল হয়েছে। 

tiger body

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) খুঁজে পেয়েছে ভাইরাল ভিডিওটি সুন্দরবনের নয়। এই ঘটনাটি ২০১৭ চীনের একটি চিড়িয়াখানায় ঘটে। 

আমরা জানতে পারি যে এই ভাইরাল ভিডিওটি এর আগে ২০১৯ সালে ভাইরাল হয়েছিল ফেসবুকে।  তখন বেশ কিছু ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে লেখেন ওডিশার দারিংবাড়ি এলাকায় পিকনিক করতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন মানুষ। 
 
আমরা রিভার্স ইমেজ সার্চের সাহায্যে ভাইরাল ভিডিওটির আসল তথ্য জানতে পারি। বেশ কয়েকটি আন্তর্জাতিক নিউজ ট্যাবলয়েড এবং ওয়েবসাইটে খুঁজে পাই এই ভাইরাল ভিডিওর বিভিন্ন ছবি। 

 "দ্য সান"  এবং " মেট্রো" ওয়েবসাইটে ২০১৭ সালের প্রতিবেদনে এই ভাইরাল ভিডিওটির বিভিন্ন ছবি প্রকাশ করা হয়।  এই প্রতিবেদনের মোতাবেক, পূর্ব চীনের জেজিয়াং অঞ্চলে নিংবো শহরের ঘটনা এটি। 

জ্যাং নামের এক চল্লিশ বছরের ব্যক্তি টিকিট না কেটে পাঁচিল টপকে এংগোর চিড়িয়া ঘরে ঢুকে পড়ে।  এরপরই সেই মর্মান্তিক ঘটনা ঘটে।  সে চারটি ক্ষুদার্ত বাঘের সামনে গিয়ে পড়ে।  তার স্ত্রী এবং সন্তানের সামনেই বাঘে তাকে টেনে নিয়ে যায় এবং বাঘের আক্রমণে তার প্রাণ যায়।  চিড়িয়া ঘরের সুরক্ষা কর্মীরা গুলি চালিয়েও শেষ রক্ষা করতে পারে নি।  

tiger pic

এই মর্মান্তিক ভিডিওটি সেই সময় থেকেই ভাইরাল হয়ে যায়।  সুতরাং এই ভাইরাল ভিডিওটির সঙ্গে সুন্দরবন বা ওডিশার কোনো সম্পর্ক নেই। এটি চীনের একটি চিড়িয়াখানার ২০১৭ সালের ঘটনা।   
 

Advertisement

ফ্যাক্ট চেক

Facebook user

দাবি

বাঘের আক্রমণে একজন মানুষের প্রাণ হারানোর এই মর্মান্তিক ভিডিও সুন্দরবনের।

ফলাফল

এই ভাইরাল ভিডিওটির সঙ্গে সুন্দরবন বা ওডিশার কোনো সম্পর্ক নেই। এটি চীনের একটি চিড়িয়াখানার ২০১৭ সালের ঘটনা।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook user
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের সংখ্যা 73 7000 7000 উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Advertisement