ফ্যাক্ট চেক- বিমান থেকে জিনিস চুরি হওয়ার ভাইরাল ভিডিওটি ঢাকা বিমানবন্দরের নয়

বিভ্রান্তিকর দাবির সঙ্গে ফুকেট বিমানবন্দরের ৫ বছরের পুরোনো ভিডিও ভাইরাল হলো

Advertisement
ফ্যাক্ট চেক- বিমান থেকে জিনিস চুরি হওয়ার ভাইরাল ভিডিওটি ঢাকা বিমানবন্দরের নয়dhaka plane cvr

বিমানে লাগগজের ব্যাগ খুলে জিনিস বের করে নেওয়ার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল সমাজ মাধ্যমে। ফেসবুকে ভিডিওটি পোস্ট করে দাবি করা হয়েছে এই ঘটনাটি বাংলাদেশের ঢাকার বিমানবন্দরের। ভিডিওতে দেখা যাচ্ছে একজন বিমানকর্মী যাত্রীদের বিভিন্ন ব্যাগ, সুটকেস খুলে জিনিস বের করে নেওয়ার চেষ্টা করছে। 

dhaka plane body

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে জানতে পেরেছে যে ঘটনাটি ঢাকা বিমানবন্দরের নয়।  এটি ২০১৭ সালে থাইল্যান্ডের ফুকেট শহরের বিমানবন্দরের ঘটনা। 

ইনভিড টুলের সাহায্যে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে আমরা ভিডিওটির সত্যতা সম্পর্কে জানতে পারি।  

আমরা ভাইরাল  ভিডিওটি  খুঁজে পাই ডেইলি মেইলের একটি প্রতিবেদনে।  ২০১৭ সালে ১৩ ই অক্টোবরের এই প্রতিবেদন অনুযায়ী থাইল্যান্ডএর ফুকেট বিমানবন্দরের ঘটনা এটি।  বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা লুকিয়ে ক্যামেরায় এই চুরি রেকর্ড করে।  ক্যামেরায় এই কর্মীকে একটি ব্লুটুথ স্পিকার চুরি করতে দেখা যায়।  পরে সে সেটি ফেরত দিতে বাধ্য হয়।  

এই একই ভাইরাল ভিডিওর প্রসঙ্গে খবর দেখতে পাওয়া যায় সি জি টি এন- এর ইউটিউব চ্যানেলে।  অক্টোবর ১৫ তারিখ ২০১৭ সালে আপলোড করা এই ভিডিওক্লিপটি তে লেখা , একজন ব্যাগেজ হ্যান্ডলারকে বিমানের ভিতর যাত্রীদের ব্যাগ থেকে জিনিস বের করতে দেখা যায় ফুকেট বিমানবন্দরে। 

সুতরাং ২০১৭ সালের এই ঘটনাটি বাংলাদেশের নয় , থাইল্যান্ডের ফুকেটের।  

ফ্যাক্ট চেক

Facebook user

দাবি

বিমান থেকে জিনিস চুরি হওয়ার ভাইরাল ভিডিওটি ঢাকা বিমানবন্দরের ।

ফলাফল

ঘটনাটি ঢাকা বিমানবন্দরের নয়। এটি ২০১৭ সালে থাইল্যান্ডের ফুকেট শহরের বিমানবন্দরের ঘটনা।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook user
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement